The house on the hill belongs to my friend. Here, the underlined phrase is a/ an - Prepositional Phrase and Adjective Phrase.
• Prepositional Phrase:
-
যে phrase Preposition দিয়ে শুরু হয়, কিন্তু Adjective বা Adverb এর কাজ করে, তাকে Prepositional Phrase বলে।
-
এখানে 'on the hill' Preposition দিয়ে শুরু হয়ে Adjective এর কাজ করছে, তাই এটি Prepositional Phrase।
• Adjective Phrase:
-
যে phrase গুলো sentence-এ adjective এর মত কাজ করে, অর্থাৎ Noun এর অবস্থা, দোষ-গুণ ইত্যাদি প্রকাশ করে, সেই phrase গুলোকে Adjective Phrase বলে।
-
Noun এর পরে যদি কোন clause/phrase বসে, তাহলে সেটি Adjective clause/phrase হবে।
-
এখানে 'on the hill' noun 'The house' কে modify করছে, তাই এটি Adjective Phrase।
• উদাহরণ: