Which is the antonym of “skeptical”?
A
Cautious
B
Emission
C
Credulous
D
Torison
উত্তরের বিবরণ
• সঠিক উত্তর: গ) credulous.
• Skeptical
- Bangla Meaning: সন্দেহপ্রবণ।
- English Meaning: as in suspicious.
গ) Credulous
- Bangla Meaning: সরল বিশ্বাসী; বিশ্বাসপ্রবণ।
- English Meaning: ready to believe especially on slight or uncertain evidence.
Other options:
ক) Cautious
- Bangla Meaning: সতর্ক।
- English Meaning: careful about avoiding danger or risk.
খ) Emission
- Bangla Meaning: প্রেরণ; নিক্ষেপ; নির্গতকরণ।
- English Meaning: an act or instance of emitting : emanation.
ঘ) Torsion
- Bangla Meaning: পাকানো অথবা পাকানোর প্রক্রিয়া।
- English Meaning: the twisting of a bodily organ or part on its own axis.
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
Choose the best option.
They approached the old ruins with __________, unsure of what they might find.
Created: 3 weeks ago
A
enthusiasm
B
indifference
C
bravado
D
trepidation
Complete Sentence: They approached the old ruins with trepidation, unsure of what they might find।
- 
Option Analysis: - 
ক) enthusiasm (উৎসাহ) - 
মানে: অনেক আগ্রহ ও উদ্দীপনা নিয়ে কিছু করার মনোভাব 
- 
উদাহরণ: "She showed great enthusiasm for the project." 
- 
এখানে তারা অনিশ্চয়তা ও সন্দেহ নিয়ে এগোচ্ছে, তাই উৎসাহ উপযুক্ত নয়। 
 
- 
- 
খ) indifference (উদাসীনতা) - 
মানে: কোনও ব্যাপারে আগ্রহ বা উদ্বেগ না থাকা 
- 
উদাহরণ: "His indifference to danger was alarming." 
- 
তারা ভীত বা অনিশ্চিত, তাই উদাসীন হওয়ার মানসিকতা মানানসই নয়। 
 
- 
- 
গ) bravado (বাহাদুরি প্রদর্শন) - 
মানে: ভয় ঢাকতে বা প্রভাব ফেলতে সাহসী ছলনা বা বড়াই 
- 
উদাহরণ: "He acted with bravado, hiding his fear." 
- 
এখানে তারা সতর্ক ও অনিশ্চিত, তাই bravado প্রযোজ্য নয়। 
 
- 
- 
ঘ) trepidation (ভয়, উদ্বেগ) - 
মানে: ভীতি বা সন্দেহজনক উদ্বেগ নিয়ে এগিয়ে যাওয়া 
- 
উদাহরণ: "She entered the dark room with trepidation." 
- 
এটি পরিস্থিতির সঙ্গে পুরোপুরি মানানসই, কারণ তারা অনিশ্চিত ও ভীত ছিল। 
 
- 
 
- 
- 
সঠিক উত্তর: ঘ) trepidation 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 3 weeks ago
'To nurse a grudge' means-
Created: 2 months ago
A
To take care of the sick
B
To forget a harm done
C
To become a friend to someone
D
To hold unfriendly feelings
To Nurse a Grudge
• Answer:
- 
ঘ) To hold unfriendly feelings 
• Meaning:
- 
English: If you have or bear a grudge against someone, you have unfriendly feelings towards them because of something they did in the past. 
- 
Bangla: মনে ক্ষোভ পুষে রাখা 
• Example Sentence:
- 
English: She is just so forgiving—I don't think she's ever nursed a grudge in her life! 
- 
Bangla: সে এতটাই ক্ষমাশীল—আমার মনে হয় না সে জীবনে কখনও ক্ষোভ পুষে রেখেছে! 
Source:
- 
Collins Dictionary 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 months ago
He described a rare book, the contents _______ fascinated all the scholars.
Created: 1 month ago
A
of which
B
in which
C
that
D
whose
Complete Sentence:
He described a rare book, the contents of which fascinated all the scholars.
Explanation:
- 
বাক্যে "a rare book" এবং "the contents" এর মধ্যে সম্পর্ক বোঝাতে relative pronoun প্রয়োজন। 
- 
"the contents of which" অর্থাৎ the contents of the rare book। 
- 
এখানে a rare book হলো antecedent। 
- 
সম্পূর্ণ clause: the contents of which fascinated all the scholars = the contents of the rare book fascinated all the scholars। 
Option Analysis:
- 
ক) of which → সঠিক (Formal English-এ ব্যবহৃত হয়; "the contents of the book" বোঝায়) 
- 
খ) in which → ভুল (স্থান বা সময় বোঝায়; এখানে প্রাসঙ্গিক নয়) 
- 
গ) that → ভুল (defining clause-এ ব্যবহার হয়; non-defining clause-এ উপযুক্ত নয়) 
- 
ঘ) whose → ভুল 
আরও উদাহরণ:
- 
They visited the village, the beauty of which was amazing. 
 (the beauty of which = the beauty of the village)
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago