A
Enormous
B
Agile
C
Unstable
D
Foul
উত্তরের বিবরণ
• সঠিক উত্তর: খ) Fragile.
Robust
- Bangla Meaning: মোটাসোটা; স্বাস্থ্যবান; প্রবল।
- English Meaning: having or exhibiting strength or vigorous health.
খ) Agile
- Bangla Meaning: ক্ষিপ্র; ক্ষিপ্রগতি; চটপটে; গতিশীল।
- English Meaning: marked by ready ability to move with quick easy grace, moving easily.
Other options:
ক) Enormous
- Bangla Meaning: প্রচুর; বিরাট।
- English Meaning: marked by extraordinarily great size, number, or degree.
গ) Unstable
- Bangla Meaning: অনবস্থিত; স্থিতিহীন; নড়বড়ে; নড়নড়ে; অপ্রতিষ্ঠ; অস্থিত; অনস্থির; স্থিরতাশূন্য।
- English Meaning: not stable : not firm or fixed : not constant.
ঘ) Foul
- Bangla Meaning: নোংরা; পূতিগন্ধ; বিস্বাদ; বিশ্রী; জঘন্য।
- English Meaning: offensive to the senses : loathsome.

0
Updated: 11 hours ago
The word 'Shrug' indicating doubt or indifference is associated with-
Created: 1 month ago
A
shoulders
B
head
C
forehead
D
eyebrows
Shrug (verb-transitive)
English Meaning:
To lift your shoulders slightly for a moment to show that you don’t know something, don’t care, or feel unsure.
Bangla Meaning:
কাউকে কিছু না বলতে বা বুঝাতে কাঁধ সামান্য তুলা বা না বোঝার ভঙ্গিতে কাঁধ ঝাঁকানো।
• Example Sentences:
-
আমি ওকে জিজ্ঞেস করলাম ফাহিম কোথায়, কিন্তু সে শুধু কাঁধ ঝাঁকালো (মানে সে কিছুই জানে না বা বলতে চায় না) আর কিছু বলল না।
-
জিমি প্রশ্নভরা চোখে পিটের দিকে তাকালো, কিন্তু পিট কাঁধ ঝাঁকাল মাত্র।
Source: Oxford Learner's Dictionary এবং বাংলা একাডেমির সহজপাঠ অভিধান

0
Updated: 1 month ago
If someone is described as “abstemious,” they are likely to:
Created: 3 days ago
A
Indulge in luxuries
B
Avoid overindulgence
C
Act recklessly
D
Be sociable
সম্পূর্ণ ইংরেজি প্রশ্নটি ২২ সাল ভিত্তিক সিনিয়র অফিসার, অফিসার জেনারেল, অফিসার ক্যাশ এবং জনতা ব্যাংক (আরসি) এর প্রিলি প্রশ্ন - অনুযায়ী করা হয়েছে।
......
...............
• The word "abstemious" primarily refers to - Avoiding overindulgence.
• Abstemious (adjective)
English Meaning: characterized by self-denial or moderation in eating, drinking, or other indulgences.
Bangla Meaning: সংযমী; অতিরিক্ত গ্রহণ এড়ানো।
Example Sentence:
1. She is abstemious in her diet, rarely eating sweets or fatty foods.
2. His abstemious lifestyle helped him maintain good health.
অপশন আলোচনা:
- Indulge in luxuries - বিলাসিতায় লিপ্ত হওয়া।
- Avoiding overindulgence - অতিরিক্ত কিছু এড়ানো; সংযমী হওয়া।
- Act recklessly - অবিবেচকভাবে কাজ করা।
- Be sociable - মিশুক হওয়া।
Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 3 days ago
The synonym of "Resolution" is -
Created: 2 weeks ago
A
Resplendent
B
Aim
C
Formula
D
Obstruction
The synonym of "Resolution" is Aim.
- Aim (noun) লক্ষ্য।
• Resolution (noun)
- English Meaning: If you make a resolution, you promise to yourself to do or not to do something.
- Bangla Meaning: (Uncountable noun) দৃঢ়তা; সংকল্পে অটলতা অথবা সাহসিকতা; সিদ্ধান্ত।
• Synonyms:
- Aim (লক্ষ্য),
- Aspiration (আকাঙ্ক্ষা),
- Pledge (অঙ্গীকার),
- Decision (সিদ্ধান্ত),
- Judgment (রায়)।
• Antonyms:
- Irresolution (অস্থিরমতিত্ব),
- Continuation (অনুবর্তন),
- Prolonging (দীর্ঘায়িত করা),
- Hesitancy (সিদ্ধান্তহীনতা),
- Refusal (প্রত্যাখ্যান)।
• Other Forms:
- Resolute (adjective) — দৃঢ়সংকল্প; অটল।
• Example Sentences:
- The United Nations passed (= voted to support) a resolution to increase aid to developing nations.
- I've made a resolution to exercise three times a week.
• Other options:
- Resplendent - অত্যন্ত উজ্জ্বল; চমৎকার।
- Formula - পদ্ধতি, উপায়।
- Obstruction - বাঁধা।

0
Updated: 2 weeks ago