Transform it into a compound sentence:
Having finished my homework, I played football.
A
I had finished my homework and played football.
B
I finished my homework, played football.
C
I had finished my homework but played football.
D
I finished my homework and was playing football.
উত্তরের বিবরণ
এই উদাহরণে একটি Perfect Participle যুক্ত Simple Sentence কে Compound Sentence এ রূপান্তর দেখানো হয়েছে। নিয়ম অনুযায়ী Perfect Participle phrase এর পরিবর্তে Past Perfect verb ব্যবহার করে এবং সাথে and বসিয়ে বাক্যকে Compound আকারে লেখা হয়।
-
Simple Sentence: Having finished my homework, I played football.
-
Compound Sentence: I had finished my homework and played football.
Perfect Participle যুক্ত Simple Sentence কে Compound Sentence এ রূপান্তরের নিয়ম:
-
প্রথমে Subject বসবে।
-
এরপর Simple Sentence-এর Perfect Participle-এর Past Perfect form বসবে।
-
তারপর and বসবে।
-
শেষে বাক্যের বাকি অংশ বসবে।
উদাহরণ:
-
Simple: Having forgotten him, I went out.
-
Compound: I had forgotten him and went out.
তুমি চাইলে আমি আরও কয়েকটি নতুন উদাহরণ যুক্ত করে দিতে পারি কি?
0
Updated: 1 month ago
She maintained a cheerful attitude despite the difficulties.
Here, the underlined word is a/ an -
Created: 1 month ago
A
Noun
B
Verb
C
Adjective
D
Preposition
সঠিক উত্তর হলো, এখানে দাগ দেওয়া শব্দটি হলো Adjective। উদাহরণ বাক্যে আমরা পাই “cheerful attitude”, যার অর্থ ‘আনন্দময় মনোভাব’। বিস্তারিতভাবে বিষয়টি নিচে ব্যাখ্যা করা হলো।
-
attitude শব্দটি এখানে Noun হিসেবে ব্যবহৃত হয়েছে।
-
Adjective সবসময় Noun বা Pronoun-এর আগে বসে এবং এর দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ বা অবস্থা নির্দেশ করে।
-
বাক্যে attitude শব্দটিকে modify করেছে cheerful।
-
cheerful এর মাধ্যমে আমরা আনন্দময়তা, হাসিখুশি মনোভাব এবং ইতিবাচক মানসিকতার ধারণা পাই।
-
তাই এখানে cheerful হলো Adjective।
-
Cheerful (Adjective)
-
English Meaning: Happy, and showing it by the way that you behave.
-
Bangla Meaning: আনন্দদায়ক বা আনন্দব্যঞ্জক; মনোরম।
-
0
Updated: 1 month ago
I had written the book. (Passive Voice)
Created: 2 months ago
A
The book was written by me.
B
The book had been written by me.
C
The book is written by me.
D
The book has been written by me.
Correct Answer
The book had been written by me. ✅
Explanation:
-
Past Perfect Tense এর Active Voice কে Passive Voice এ পরিবর্তনের নিয়ম:
-
Object → Subject হয়
-
had been বসে
-
মূল verb এর Past Participle বসে
-
by বসে
-
Subject → Objective form এ রূপ নেয়
-
Structure:
👉 Subjective form of object + had been + Past Participle + by + Objective form of subject
Example:
-
Active: I had written the book.
-
Passive: The book had been written by me.
Other Options
ক) The book was written by me. → এটি Simple Past Passive। মূল বাক্য Past Perfect, তাই ভুল।
গ) The book is written by me. → এটি Simple Present Passive। ভিন্ন অর্থ প্রকাশ করে।
ঘ) The book has been written by me. → এটি Present Perfect Passive। মূল বাক্যের সাথে মেলে না।
0
Updated: 2 months ago
Some of the studies show positive results, ______ others do not.
Created: 1 month ago
A
whereas
B
as soon as
C
so
D
but
• প্রশ্নে উল্লিখিত শব্দগুলোর অর্থ —
ক) whereas: যেখানে (তুলনামূলক পার্থক্য বুঝাতে)।
খ) as soon as: করতে না করতেই/ হতে না হতেই।
গ) so: এই বা ঐ পরিমাণে অথবা মাত্রায়; এতটা; অতটা।
ঘ) but: কিন্তু; তবে।
সুতরাং, বোঝা যাচ্ছে, context অনুসারে শূন্যস্থানে whereas বসালে বাক্যের অর্থ পূর্ণতা পাবে।
Complete sentence: Some of the studies show positive results, whereas others do not.
Source: Bangla Academy Dictionary.
0
Updated: 1 month ago