A
I had finished my homework and played football.
B
I finished my homework, played football.
C
I had finished my homework but played football.
D
I finished my homework and was playing football.
উত্তরের বিবরণ
এই উদাহরণে একটি Perfect Participle যুক্ত Simple Sentence কে Compound Sentence এ রূপান্তর দেখানো হয়েছে। নিয়ম অনুযায়ী Perfect Participle phrase এর পরিবর্তে Past Perfect verb ব্যবহার করে এবং সাথে and বসিয়ে বাক্যকে Compound আকারে লেখা হয়।
-
Simple Sentence: Having finished my homework, I played football.
-
Compound Sentence: I had finished my homework and played football.
Perfect Participle যুক্ত Simple Sentence কে Compound Sentence এ রূপান্তরের নিয়ম:
-
প্রথমে Subject বসবে।
-
এরপর Simple Sentence-এর Perfect Participle-এর Past Perfect form বসবে।
-
তারপর and বসবে।
-
শেষে বাক্যের বাকি অংশ বসবে।
উদাহরণ:
-
Simple: Having forgotten him, I went out.
-
Compound: I had forgotten him and went out.
তুমি চাইলে আমি আরও কয়েকটি নতুন উদাহরণ যুক্ত করে দিতে পারি কি?

0
Updated: 11 hours ago
He prefers chocolate________ vanilla.
Created: 1 month ago
A
rather than
B
rather more that
C
to
D
relative than
• শূন্যস্থানে সঠিক উত্তর - to.
- Complete Sentence:He prefers chocolate to vanilla.
- উল্লিখিত অন্য অপশন গুলো এখানে অপ্রাসঙ্গিক।
• Prefer (someone or something) to (someone or something else)
English meaning: To choose or want one thing rather than another
Bangla Meaning: অধিক পছন্দ করা।
যেমন: He prefers watching football to playing it.
• অর্থাৎ যখন কোনকিছু/কারোর চেয়ে অন্য কিছু বা অন্য কাউকে পছন্দ করা হয় বা দুইটি জিনিস জিনিসের মধ্যে আপেক্ষিক ভাবে একটি জিনিস বেশি পছন্দ করা বুঝাতে Prefer এর পর সর্বদা ই to বসবে।

0
Updated: 1 month ago
What is the synonym of "Berate"?
Created: 3 weeks ago
A
Reprimand
B
Forgive
C
Unique
D
Profound
• Berate:
English meaning: to criticize or speak in an angry manner to someone.
Bangla meaning: তীব্র ভর্ৎসনা করা।
Options,
ক) Reprimand:
- কঠোর তিরস্কার করা।
খ) Forgive:
- ক্ষমা/মাফ/মার্জনা করা।
গ) Unique:
- অদ্বিতীয়; অনন্য; একমাত্র।
ঘ) Profound:
- গভীর; অগাধ; সুগভীর; প্রগাঢ়; অবগাঢ়।
অপশন বিবেচনা করে দেখা যায়, the synonym of "Berate" - Reprimand.

0
Updated: 3 weeks ago
One of the four sentences, given below is grammatically wrong. Choose the wrong sentence:
Created: 1 month ago
A
The land is belonged to an old lady.
B
They parted from one another suddenly.
C
The leader expressed himself forcibly.
D
Mother bought me an ice cream.
ভুল বাক্য: The land is belonged to an old lady.
কারণ: এখানে is belonged ভুল, কারণ belong ক্রিয়াটির passive form হয় না।
সঠিক বাক্য: The land belonged to an old lady.
বাংলা অর্থ: জমিটি একজন বৃদ্ধা মহিলার ছিল।
বাকি বাক্যগুলো সঠিক:
খ) They parted from one another suddenly.
বাংলা অর্থ: হঠাৎ করেই তারা একে অপরের থেকে আলাদা হয়ে গেল।
গ) The leader expressed himself forcibly.
বাংলা অর্থ: নেতা জোর দিয়ে নিজের কথা প্রকাশ করলেন।
ঘ) Mother bought me an ice cream.
বাংলা অর্থ: মা আমাকে একটি আইসক্রিম কিনে দিলেন।

0
Updated: 1 month ago