'Autocracy'-এর পারিভাষিক শব্দ কোনটি?
A
স্বদেশী
B
স্বশাসিত
C
স্বশাসন
D
স্বৈরতন্ত্র
উত্তরের বিবরণ
'Autocracy'-এর পারিভাষিক শব্দ = স্বৈরতন্ত্র।
অন্যদিকে,
Indigenous- -এর পারিভাষিক শব্দ = স্বদেশী।
Autonomous- -এর পারিভাষিক শব্দ = স্বশাসিত।
Autonomy- -এর পারিভাষিক শব্দ = স্বশাসন।
0
Updated: 1 month ago
'লাটাই' কোন ভাষার শব্দ?
Created: 1 month ago
A
সংস্কৃত
B
দেশি
C
হিন্দি
D
তুর্কি
• দেশি শব্দ:
বাংলা অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠীর ভাষা থেকে কিছু শব্দ বাংলা ভাষায় স্থান পেয়েছে, এগুলোকে দেশি শব্দ বলা হয়।
উদাহরণ: কুড়ি, পেট, চুলা, কুলা, ডাব, টোপর, ঢেঁকি ইত্যাদি।
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• লাটাই (বিশেষ্য পদ),
- এটি দেশি ভাষার শব্দ।
অর্থ: তাঁত বোনার বা ঘুড়ির সুতা জড়ানোর কাটিম, নাটাই।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিত, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
0
Updated: 1 month ago
গঠন বিবেচনায় 'পাখি' কোন ধরনের শব্দ?
Created: 2 months ago
A
সাধিত শব্দ
B
রূঢ়ি শব্দ
C
মৌলিক শব্দ
D
যোগরূঢ় শব্দ
গঠন বিবেচনায় শব্দের শ্রেণিবিভাগ-
গঠন বিবেচনায় বাংলা শব্দকে মৌলিক এবং সাধিত এই দুই ভাগে ভাগ করা যায়।
মৌলিক শব্দ
যেসব শব্দ বিশ্লেষণ করলে অর্থপূর্ণ কোনো অংশ থাকে না, সেগুলোকে মৌলিক শব্দ বলে।
যেমন: গাছ, পাখি, ফুল, হাত, গোলাপ ইত্যাদি।
• সাধিত শব্দ:
যেসব শব্দকে বিশ্লেষণ করলে তার মধ্যে এক বা একাধিক অর্থপূর্ণ অংশ থাকে, সগুলোকে সাধিত শব্দ বলে।
উপসর্গ বা প্রত্যয় যোগ করে অথবা সমাস প্রক্রিয়ায় সাধিত শব্দ তৈরি হয়।
যেমন- পরিচালক, গরমিল, সম্পাদকীয়, সংসদ।
অন্যদিকে,
- অর্থানুসারে শব্দ তিন প্রকার।
যথা:
(ক) যৌগিক শব্দ,
(খ) রূঢ়ি শব্দ এবং
(গ) যোগরূঢ় শব্দ।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২-সংস্করণ)
0
Updated: 2 months ago
‘অবশেষ’ শব্দটিতে ‘অব’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
Created: 1 month ago
A
সম্যক
B
প্রতিকুল
C
অল্পতা
D
নিম্নে
• 'অব' একটি তৎসম বা সংস্কৃত উপসর্গ।
বিভিন্ন অর্থে 'অব' উপসর্গের ব্যবহার:
- অল্পতা অর্থে = অবশেষ, অবসান, অবেলা।
- হীনতা অর্থে = অবজ্ঞা, অবমাননা।
- নিম্নমুখী অর্থে = অবতরণ।
- সম্যকভাবে অর্থে = অবরোধ, অবগাহন।
0
Updated: 1 month ago