’পোঁ-ধরা’ বাগ্ধারাটির অর্থ কী?
A
সর্বস্বান্ত হওয়া
B
কথার মাঝে বিদ্রুপ করা
C
মোসাহেবী করা
D
নষ্ট করা
উত্তরের বিবরণ
- ’পোঁ-ধরা’ বাগ্ধারাটির অর্থ- মোসাহেবী করা।
অন্যদিকে,
- ’মাথা খাওয়া’ বাগ্ধারাটির অর্থ- নষ্ট করা।
- ’সর্বস্বান্ত হওয়া’ বাগ্ধারাটির অর্থ- পথে বসা।
- ’ফোড়ন কাটা’ বাগ্ধারাটির অর্থ- কথার মাঝে বিদ্রুপ করা।
0
Updated: 1 month ago
প্রাকৃত শব্দের ভাষাগত অর্থ –
Created: 2 months ago
A
মূর্খদের ভাষা
B
পণ্ডিতদের ভাষা
C
জনগণের ভাষা
D
লেখকদের ভাষা
প্রাকৃত মধ্যভারতীয় আর্যভাষা। প্রাচীন ভারতীয় আর্যভাষা বৈদিক বা সংস্কৃত থেকে এর উৎপত্তি বলে মনে করা হয়। সংস্কৃত ভাষার যে রূপটি ছিল সাধারণ মানুষের মুখের ভাষা, তা এক সময় শিথিল ও সরল হয়ে ভারতের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন আঞ্চলিক রূপ ধারণ করে।
কালক্রমে এগুলিকেই বলা হয় প্রাকৃত ভাষা। প্রাকৃত ভাষার নামকরণ প্রসঙ্গে কেউ কেউ বলেন যে, এর প্রকৃতি বা মূল হচ্ছে ‘সংস্কৃত’, তাই প্রকৃতি থেকে উদ্ভূত বলে এর নাম হয়েছে প্রাকৃত। আবার কেউ কেউ বলেন, ‘প্রকৃতি’ অর্থ সাধারণ জনগণ এবং তাদের ব্যবহূত ভাষাই প্রাকৃত ভাষা, অর্থাৎ প্রাকৃত জনের ভাষা প্রাকৃত ভাষা।
0
Updated: 2 months ago
'অন্ধকারে থাকা' বাগ্ধারার অর্থ কী?
Created: 1 month ago
A
না জানার ভান করা
B
আন্দাজে কাজ করা
C
কিছু না জানা
D
হতবুদ্ধি হওয়া
'অন্ধকারে থাকা' বাগ্ধারার অর্থ হলো কিছু না জানা। এর পাশাপাশি আরও কিছু প্রচলিত বাগ্ধারা রয়েছে যেগুলোর ভিন্ন ভিন্ন অর্থ রয়েছে।
-
আকাশ থেকে পড়া: না জানার ভান করা
-
অন্ধকারে ঢিল ছোঁড়া/মারা: আন্দাজে কাজ করা
-
আক্কেল গুড়ুম: হতবুদ্ধি হওয়া
উৎস:
0
Updated: 1 month ago
'যা নিবারণ করা কষ্টকর' এর এক কথায় প্রকাশ -
Created: 1 month ago
A
অবিনশ্বর
B
দুর্দমনীয়
C
দুর্নিবার
D
অদম্য
বাংলা ভাষায় বহু ধারণাকে একক শব্দে প্রকাশ করার নিয়ম রয়েছে। যেমন—‘যা নিবারণ করা কষ্টকর’ এর এক কথায় প্রকাশ হলো দুর্নিবার। একইভাবে আরও কিছু বিশেষ অর্থবোধক শব্দ নিচে দেওয়া হলো।
-
যা নিবারণ করা কষ্টকর → দুর্নিবার
-
যা দমন করা যায় না → অদম্য
-
যা দমন করা কষ্টকর → দুর্দমনীয়
-
নষ্ট হওয়াই স্বভাব নয় যার → অবিনশ্বর
উৎস:
0
Updated: 1 month ago