’ঈষৎ কম্পিত’-এর এক কথায় প্রকাশ কী?
A
আধুত
B
স্মিত
C
নীলাভ
D
ধূসর
উত্তরের বিবরণ
’ঈষৎ কম্পিত’-এর এককথায় প্রকাশ = আধুত।
এছাড়াও,
- ’ঈষৎ কৃষ্ণ’-এর এককথায় প্রকাশ = কালচে।
- ’ঈষৎ পণ্ডুবর্ণ’-এর এককথায় প্রকাশ = ধূসর।
- ’ঈষৎ নীলবর্ণ’-এর এককথায় প্রকাশ = নীলাভ।
- ’ঈষৎ হাস্য’-এর এককথায় প্রকাশ = স্মিত।
- ’ঈশ্বর বিষয়ক’-এর এককথায় প্রকাশ = ঐশ্বরিক।
- ’ঈষৎ মধুর’-এর এককথায় প্রকাশ = আমধুর।
0
Updated: 1 month ago
'Bilingual' শব্দের পারভাষিক শব্দ কোনটি?
Created: 1 month ago
A
দ্বি-পাক্ষিক
B
দ্বি-ভাষিক
C
দ্বি- দৃষ্টিক
D
দ্বি-বার্ষিক
আইনি ও প্রশাসনিক পরিভাষায় ইংরেজি শব্দের বাংলা প্রতিশব্দ ব্যবহার ভাষাকে স্পষ্ট ও প্রাঞ্জল করে। কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ নিচে দেওয়া হলো।
-
Bilingual : দ্বি-ভাষিক
-
Biennial : দ্বি-বার্ষিক
-
Bifocal : দ্বি-দৃষ্টিক
-
Bilateral : দ্বি-পাক্ষিক
উৎস:
0
Updated: 1 month ago
'চাকর' শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি?
Created: 2 weeks ago
A
চাকরানী
B
চাকরনী
C
চাকরাণী
D
চাকরানি
সূত্র: ‘আনী’ প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দগুলো এমন শব্দ, যেগুলো পুরুষবাচক শব্দের সঙ্গে ‘আনী’ যুক্ত হয়ে নারীবাচক অর্থ প্রকাশ করে। অর্থাৎ, পুরুষবাচক কোনো বিশেষ্য শব্দে ‘আনী’ যোগ করলে তার স্ত্রীবাচক রূপ গঠিত হয়।
উদাহরণসমূহ:
-
ঠাকুর → ঠাকুরানী
-
নাপিত → নাপিতানী
-
মেথর → মেথরানী
-
চাকর → চাকরানী ইত্যাদি।
0
Updated: 2 weeks ago
চলিত ভাষায় নিম্নের কোনটির রূপ সংক্ষিপ্ত হয়?
Created: 1 month ago
A
বিশেষ্য
B
অনুসর্গ
C
অব্যয়
D
উপসর্গ
চলিত ভাষাতে অনুসর্গের সংক্ষিপ্ত রূপ ব্যবহার হয়। অনুসর্গগুলো প্রাতিপদিক এর পরে ব্যবহার হয়। চলিত রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ সংক্ষিপ্ত রূপে ব্যবহার হয়। এ রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ সহজতর রূপ লাভ করে।
0
Updated: 1 month ago