’গোরা’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
A
ঠাণ্ডা
B
চাপল
C
কালা
D
পাতলা
উত্তরের বিবরণ
• ’গোরা’ শব্দের অর্থ- ফরসা, শ্বেতাঙ্গ।
- ’গোরা’ শব্দের বিপরীত শব্দ- ’কালা’।
অন্যদিকে,
- ’পাতলা’ শব্দের বিপরীত শব্দ- গাঢ়।
- ’ঠাণ্ডা’ শব্দের বিপরীত শব্দ- গরম।
- ’চাপল’ শব্দের বিপরীত শব্দ- গম্ভীর।
0
Updated: 1 month ago
নিচের কোনটি শুদ্ধ বাক্য?
Created: 1 month ago
A
আমি সাক্ষী দিব না।
B
একটা গোপনীয় কথা বলি।
C
এ কথা প্রমাণ হয়েছে।
D
অনাবশ্যকীয় ব্যাপারে কৌতূহল ভালো নয়।
শুদ্ধ বাক্য: একটা গোপনীয় কথা বলি।
কিছু অশুদ্ধ ও শুদ্ধ বাক্যের উদাহরণ:
-
অশুদ্ধ: আমি সাক্ষী দিব না।
শুদ্ধ: আমি সাক্ষ্য দিব না। -
অশুদ্ধ: এ কথা প্রমাণ হয়েছে।
শুদ্ধ: এ কথা প্রমাণিত হয়েছে। -
অশুদ্ধ: অনাবশ্যকীয় ব্যাপারে কৌতূহল ভালো নয়।
শুদ্ধ: অনাবশ্যক ব্যাপারে কৌতূহল ভালো নয়।
0
Updated: 1 month ago
'বিষবৃক্ষ' বাগ্ধারাটি কী অর্থ প্রকাশ করে?
Created: 1 month ago
A
প্রতিবন্ধক
B
অনিষ্টকারী
C
অদৃশ্য বস্তু
D
নষ্ট করা
বাংলা কথাবার্তা ও প্রবাদসমূহ
-
বিষবৃক্ষ
-
অর্থ: অনিষ্টকারী
-
বাক্য উদাহরণ: চোরের ছেলে বাটপাড় হয়েছে—বিষবৃক্ষের ফল আর কী হবে?
-
-
পথের কাঁটা
-
অর্থ: প্রতিবন্ধক
-
-
ডুমুরের ফুল
-
অর্থ: অদৃশ্য বস্তু
-
-
মাথা খাওয়
-
অর্থ: নষ্ট করা
-
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ
0
Updated: 1 month ago
'প্রচুর + ষ্ণ্য = প্রাচুর্য' কোন প্রত্যয় সাধিত শব্দ?
Created: 1 month ago
A
বাংলা কৃৎ প্রত্যয়
B
সংস্কৃত তদ্ধিত প্রত্যয়
C
সংস্কৃত কৃৎ প্রত্যয়
D
বাংলা তদ্ধিত প্রত্যয়
বাংলা ভাষায় সংস্কৃত তদ্ধিত প্রত্যয় যোগের মাধ্যমে নতুন শব্দ গঠিত হয়। এর একটি গুরুত্বপূর্ণ প্রত্যয় হলো "ষ্ণ্য", যা বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়ে বিশেষ্য ও বিশেষণ তৈরি করে। নিচে বিষয়গুলো ব্যাখ্যা করা হলো।
-
প্রচুর + ষ্ণ্য = প্রাচুর্য → সংস্কৃত তদ্ধিত প্রত্যয়
-
ষ্ণ্য (ষ) সংস্কৃত তদ্ধিত প্রত্যয় ব্যবহারের ক্ষেত্র:
-
অপত্যার্থে (বংশ বা সম্পর্ক বোঝাতে)
উদাহরণ: মনুঃ + ষ্ণ্য = মনুষ্য, জমদগ্নি + ষ্ণ্য = জামদগ্ন্য -
ভাবার্থে (অবস্থা বা গুণ প্রকাশে)
উদাহরণ: সুন্দর + ষ্ণ্য = সৌন্দর্য, শূর + ষ্ণ্য = শৌর্য, ধীর + ষ্ণ্য = ধৈর্য -
বিশেষণ গঠনে
উদাহরণ: পর্বত + ষ্ণ্য = পার্বত্য, বেদ + ষ্ণ্য = বৈদ্য
-
উৎস:
0
Updated: 1 month ago