’গোরা’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
A
ঠাণ্ডা
B
চাপল
C
কালা
D
পাতলা
উত্তরের বিবরণ
• ’গোরা’ শব্দের অর্থ- ফরসা, শ্বেতাঙ্গ।
- ’গোরা’ শব্দের বিপরীত শব্দ- ’কালা’।
অন্যদিকে,
- ’পাতলা’ শব্দের বিপরীত শব্দ- গাঢ়।
- ’ঠাণ্ডা’ শব্দের বিপরীত শব্দ- গরম।
- ’চাপল’ শব্দের বিপরীত শব্দ- গম্ভীর।
0
Updated: 1 month ago
'আলোছায়া' শব্দটি কোন সমাসের উদাহরণ?
Created: 1 month ago
A
তৎপুরুষ সমাস
B
দ্বন্দ্ব সমাস
C
কর্মধারয় সমাস
D
বহুব্রীহি সমাস
দ্বন্দ্ব সমাস
সংজ্ঞা
যে সমাসে প্রতিটি সমস্যমান পদের অর্থ সমান প্রাধান্য পায়, তাকে দ্বন্দ্ব সমাস বলে।
বৈশিষ্ট্য
-
প্রতিটি পদের অর্থ সমানভাবে রক্ষিত হয়।
-
ব্যাসবাক্যে (পূর্ণ বাক্যে) “এবং / ও / আর” ইত্যাদি অব্যয় দ্বারা সম্পর্ক প্রকাশ পায়।
উদাহরণ
-
আলো + ছায়া → আলোছায়া (আলো ও ছায়া)
-
তাল + তমাল → তালতমাল (তাল ও তমাল)
-
দোয়াত + কলম → দোয়াতকলম (দোয়াত ও কলম)
-
মাতা + পিতা → মাতাপিতা (মাতা ও পিতা)
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, ২০১৮ সংস্করণ
0
Updated: 1 month ago
কোনটি বিশেষণবাচক শব্দ?
Created: 1 month ago
A
দহন
B
জীবনী
C
জীবাণু
D
জীবাশ্ম
জীবনী শব্দটি বাংলা একাডেমির অভিধান অনুযায়ী বিশেষণবাচক শব্দ। এটি অন্য কিছু বস্তুর বা জীবনের বৈশিষ্ট্য বা অবস্থার বর্ণনা করতে ব্যবহৃত হয়।

-
ক) দহন – বিশেষ্য (জ্বালানোর কাজ বা প্রক্রিয়া বোঝায়)।
-
গ) জীবাণু – বিশেষ্য (ক্ষুদ্র জীবকে নির্দেশ করে)।
-
ঘ) জীবাশ্ম – বিশেষ্য (প্রাচীন জীবের দেহাবশেষ বোঝায়)।
0
Updated: 1 month ago
কোন বাক্যটি গুরচণ্ডালী দোষমুক্ত?
Created: 2 months ago
A
সে এখন স্কুলে যাবে
B
তার বাহিরে যাবার সময় হয়েছে
C
তার বিবাহ হয় নাই
D
তাহারা রওয়ানা হল
সাধু ও চলিত ভাষার সংমিশ্রণকে গুরুচণ্ডালী দোষ বলে। সাধু ও চলিত ভাষার মিশ্রণের ফলে ভাষা প্রকৃতিগত বৈশিষ্ট্য হারিয়ে কলুষিত হয়ে পড়ে।
0
Updated: 2 months ago