A
সর্বস্বান্ত হওয়া
B
কথার মাঝে বিদ্রুপ করা
C
মোসাহেবী করা
D
নষ্ট করা
উত্তরের বিবরণ
- ’পোঁ-ধরা’ বাগ্ধারাটির অর্থ- মোসাহেবী করা।
অন্যদিকে,
- ’মাথা খাওয়া’ বাগ্ধারাটির অর্থ- নষ্ট করা।
- ’সর্বস্বান্ত হওয়া’ বাগ্ধারাটির অর্থ- পথে বসা।
- ’ফোড়ন কাটা’ বাগ্ধারাটির অর্থ- কথার মাঝে বিদ্রুপ করা।

0
Updated: 12 hours ago
'গৃহকর্তা' কোন সমাস?
Created: 6 days ago
A
অব্যয়ীভাব
B
উপনাম কর্মধারয়
C
ষষ্ঠী তৎপুরুষ
D
সমানাধিকরণ বহুব্রীহি
✦ ষষ্ঠী তৎপুরুষ সমাস
Definition / সংজ্ঞা:
-
ষষ্ঠী তৎপুরুষ সমাস হলো সেই সমাস যেখানে পূর্বপদে ষষ্ঠী বিভক্তি ‘র’ বা ‘এর’ লোপ হয়ে যায়।
Examples / উদাহরণ:
-
ছাগীর দুগ্ধ → ছাগদুগ্ধ
-
গৃহের কর্তা → গৃহকর্তা
-
অশ্বের পদ → অশ্বপদ
-
চায়ের বাগান → চাবাগান
-
রাজার পুত্র → রাজপুত্র
-
খেয়ার ঘাট → খেয়াঘাট
Additional Examples:
-
জনগণ
-
ছাত্রসমাজ
-
দেশসেবা
-
বিড়ালছানা

0
Updated: 6 days ago
’গোরা’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
Created: 12 hours ago
A
ঠাণ্ডা
B
চাপল
C
কালা
D
পাতলা
• ’গোরা’ শব্দের অর্থ- ফরসা, শ্বেতাঙ্গ।
- ’গোরা’ শব্দের বিপরীত শব্দ- ’কালা’।
অন্যদিকে,
- ’পাতলা’ শব্দের বিপরীত শব্দ- গাঢ়।
- ’ঠাণ্ডা’ শব্দের বিপরীত শব্দ- গরম।
- ’চাপল’ শব্দের বিপরীত শব্দ- গম্ভীর।

0
Updated: 12 hours ago
'হেসে ওঠা' কোন প্রকার ক্রিয়ার উদাহরণ?
Created: 2 weeks ago
A
সরল ক্রিয়া
B
সংযােগ ক্রিয়া
C
যৌগিক ক্রিয়া
D
নাম ক্রিয়া
যৌগিক ক্রিয়া
-
সংজ্ঞা: অসমাপিকা ক্রিয়ার সঙ্গে সমাপিকা ক্রিয়া যুক্ত হয়ে যখন একটি একক ক্রিয়া গঠন করে, তখন তাকে যৌগিক ক্রিয়া বলা হয়।
উদাহরণ:
-
মরে যাওয়া
-
কমে আসা
-
এগিয়ে চলা
-
হেসে ওঠা
-
উঠে পড়া
-
পেয়ে বসা
-
সরে দাঁড়ানো
-
বেঁধে দেওয়া
-
বুঝে নেওয়া
-
বলে ফেলা
-
করে তোলা
-
চেপে রাখা
উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)

0
Updated: 2 weeks ago