A
কমা
B
ড্যাস
C
সেমিকোলন
D
হাইফেন
উত্তরের বিবরণ
সম্বোধনের পর কমা বসে। যেমন: অনিকা, এদিকে এসো।

0
Updated: 12 hours ago
সম্বোধন পদের পরে যে চিহ্নটি ব্যবহৃত হয় তার নাম কী?
Created: 1 week ago
A
কমা
B
দাঁড়ি
C
কোলন
D
সেমিকোলন
সম্বোধন এর পর বসে কমা (,) বাক্যের শেষে বসে দাড়ি।

0
Updated: 1 week ago
কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোন বিরাম চিহ্ন বসে?
Created: 1 month ago
A
দাড়ি (।)
B
কোলন (:)
C
সেমিকোলন (;)
D
ড্যাস (-)

0
Updated: 1 month ago
একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন চিহ্ন ব্যবহার করতে হবে?
Created: 1 month ago
A
হাইফেন
B
ড্যাস
C
কোলন ড্যাস
D
কোলন
বাংলা ভাষায় যতি বা ছেদ চিহ্ন ১৩ টি। যথা: কমা, সেমিকোলন, দাড়ি, প্রশ্নবোধক চিহ্ন, বিস্ময় চিহ্ন, হাইফেন, ড্যাশ, কোলন, উদ্ধরণ চিহ্ন/উদ্ধারচিহ্ন, বন্ধনী, বিন্দু, ত্রিবিন্দু, বিকল্প চিহ্ন। কোলন: একটি অপূর্ণ বাক্যের পর অন্য একটি বাক্য লিখতে হলে কোলন ব্যবহার করতে হয়। যেমন- ‘সভায় ঠিক করা হল: এক মাস পর আবার সভা অনুষ্ঠিত হবে।’

0
Updated: 1 month ago