(3x + 2, 8) = (14, 4y - 4) হলে, (x, y) এর মান কোনটি?
A
(4, 3)
B
(5, 2)
C
(3, 5)
D
(4, 6)
উত্তরের বিবরণ
প্রশ্ন: (3x + 2, 8) = (14, 4y - 4) হলে, (x, y) এর মান কোনটি?
সমাধান:
দেওয়া আছে,
(3x + 2, 8) = (14, 4y - 4)
ক্রমজোড়ের শর্তানুসারে, ক্রমজোড়ের প্রথম উপাদান দুটি এবং দ্বিতীয় উপাদান দুটি পরস্পর সমান।
সুতরাং, 3x + 2 = 14
বা, 3x = 14 - 2
বা, 3x = 12
বা, x = 12/3
∴ x = 4
আবার,
4y - 4 = 8
বা, 4y = 8 + 4
বা, 4y = 12
বা, y = 12/4
∴ y = 3
অতএব, নির্ণেয় মান, (x, y)=(4, 3)
0
Updated: 1 month ago
[{1-(1-1/P)}^(-1) ÷ (1-1/P)^(-1)] = কত?
Created: 6 days ago
A
1
B
-1
C
1/P
D
( P-1)
গণিত
বীজগণিতীয় রাশিমালার যোগ, বিয়োগ, গুণ ও ভাগ (Addition, subtraction, multiplication and division of algebraic expressions)
পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষা
0
Updated: 6 days ago
৩টি সংখ্যার গুণফল ২১৬। ২টি সংখ্যা ৮ ও ৯ হলে ৩য় সংখ্যাটি কত?
Created: 6 days ago
A
৩
B
৭
C
৫
D
৬
গণিত
বীজগণিতীয় রাশিমালার যোগ, বিয়োগ, গুণ ও ভাগ (Addition, subtraction, multiplication and division of algebraic expressions)
পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষা
0
Updated: 6 days ago
x+(1/x) = √3 হলে, x³+(1/x³) এর মান কত?
Created: 3 days ago
A
0
B
6
C
4
D
2
গণিত
বীজগণিতীয় রাশিমালার যোগ, বিয়োগ, গুণ ও ভাগ (Addition, subtraction, multiplication and division of algebraic expressions)
পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষা
প্রথমে দেওয়া আছে,
এখন সূত্র অনুযায়ী,
অতএব,
অতএব, x³ + 1/x³ এর মান 0।
সঠিক উত্তর হলো ক) 0।
0
Updated: 3 days ago