The antonym of the word "Fatuous" is -
A
Besotted
B
Inane
C
Vapid
D
Sage
উত্তরের বিবরণ
Fatuous (Adjective) শব্দটি এমন কিছু বোঝায় যা বোকা, জড়বুদ্ধি বা চিন্তাশক্তিহীনভাবে আত্মতুষ্টি প্রকাশ করে।
-
English Meaning: stupid, not correct, or not carefully thought about
-
Bangla Meaning: বোকা; জড়বুদ্ধি; বোকার ন্যায় আত্মতুষ্টি প্রদর্শনকারী
-
Synonyms:
-
Vapid = নীরস, বিস্বাদ, বিরস, নিস্তেজ, নিস্প্রাণ
-
Besotted = হতবুদ্ধি
-
Inane = অসার, নিঃসার, তুচ্ছ, ফাঁকা
-
-
Antonyms:
-
Prudent = সুবিবেচক, বিচক্ষণ
-
Sage = জ্ঞানী লোক, মহাপ্রাজ্ঞ, ঋষি, প্রজ্ঞী
-
Sapient = জ্ঞানী, প্রাজ্ঞ
-
-
Example sentences:
-
His fatuous remarks only served to highlight his lack of understanding of the situation.
-
She couldn't help but roll her eyes at his fatuous attempts to impress her with his outdated jokes.
-
0
Updated: 1 month ago
Antonym of "Sincere":
Created: 1 month ago
A
Honest
B
Fake
C
Genuine
D
Polite
The correct answer is fake.
Sincere
-
Bangla Meaning: (অনুভূতি, আচরণ) আন্তরিক; অকৃত্রিম।
-
English Meaning: free of dissimulation : honest.
Option B: Fake
-
Bangla Meaning: মেকি বা জাল বস্তু; জালিয়াত; প্রবঞ্চক।
-
English Meaning: not true, real, or genuine : counterfeit, sham.
Other options:
Option A: Honest
-
Bangla Meaning: সত্যবাদী; সতাবৃত্ত; নিষ্কপট; অশঠ; সাধু; ঋজুপ্রকৃতি; সৎ; সত্যসন্ধ; অকৃত্রিম, সচ্চরিত্র।
-
English Meaning: free from fraud or deception : legitimate, truthful.
Option C: Genuine
-
Bangla Meaning: প্রকৃত; খাঁটি; অকৃত্রিম।
-
English Meaning: actually having the reputed or apparent qualities or character.
Option D: Polite
-
Bangla Meaning: শিষ্টাচারী; শিষ্টাচারসম্পন্ন; বিনয়বান; সুশীল; মার্জিত।
-
English Meaning: of, relating to, or having the characteristics of advanced culture.
0
Updated: 1 month ago
Choose the correct antonym for 'Oblige'-
Created: 2 months ago
A
Bind
B
Require
C
Bother
D
Censure
Oblige
- (verb transitive) নীতিগত বা আইনগতভাবে বাধ্য বা বাধিত করা:
- (বিশেষত passive) কোনোকিছু করতে বাধ্য হওয়া:
- অনুগ্রহ করা।
- কাউকে খুশি করা বা সাহায্য করা, বিশেষ করে এমন কিছু করে যা তারা আপনাকে করতে বলেছে।
• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) Bind
- বাঁধা; বন্ধন করা; গ্রন্থ/খাতা বাঁধাই করা: ছিন্ন বস্তুর প্রান্তভাগ জুড়ে দেওয়া: কোনো কিছু পেঁচিয়ে বাঁধা।
খ) Require (verb transitive)
- দরকার পড়া/হওয়া; চাওয়া (প্রায়ই passive) (আনুষ্ঠানিক) নির্দেশিত হওয়া; আবশ্যক হওয়া।
গ) Bother (verb transitive), (verb intransitive)
- বিরক্ত করা; বিব্রত করা; জ্বালাতন করা: (ভদ্রতাপূর্ণ বাক্যে) অসুবিধা ঘটানো।
ঘ) Censure (verb transitive) (noun) [uncountable noun] ; [countable noun]
- কাউকে (কোনো কিছুর জন্য) সমালোচনা করা: তিরস্কার; আপত্তি সমালোচনা বা আপত্তিজ্ঞাপক কথা।
- Oblige- accommodate, favor.
- Bother-annoyance, worry.
- শব্দটির বাংলায় বিভিন্ন রকম অর্থ হতে পারে, যেমন বাধ্য করা, অনুগ্রহ করা ইত্যাদি।
- অপশনে প্রদত্ত শব্দগুলোর মধ্যে একমাত্র Botherশব্দটির সাথেই এর কোন অর্থগত মিল নেই।
- সুতরাং সঠিক উত্তর: Bother
Source: Accessible Dictionary by Bangla Academy.
0
Updated: 2 months ago
What is the opposite of ‘Pacify’?
Created: 2 weeks ago
A
Deny
B
Appease
C
Gratify
D
Anger
‘Pacify’ শব্দটির বিপরীতার্থক (antonym) হলো ‘Anger’। কারণ Pacify মানে হলো শান্ত করা বা প্রশমিত করা, আর Anger বোঝায় রাগ বা ক্রুদ্ধ করা—যা সম্পূর্ণ বিপরীত অর্থ প্রকাশ করে।
• Pacify (Verb):
-
English Meaning: to allay the anger or agitation of; to soothe or calm down.
-
Bangla Meaning: শান্ত করা, প্রশমিত করা, রাগ বা অশান্তি দূর করা, সহিংসতা বা বিদ্রোহের অবসান ঘটানো।
-
Example: The teacher tried to pacify the angry student.
• দেওয়া অপশনগুলোর অর্থ:
-
(ক) Deny: সত্য বলে স্বীকার না করা; অস্বীকার করা।
-
(খ) Appease: শান্ত বা প্রশমিত করা; মেটানো।
-
(গ) Gratify: খুশি করা, সন্তুষ্ট করা।
-
(ঘ) Anger: ক্রোধ, রাগ, ক্রুদ্ধ করা, রাগানো।
• বিশ্লেষণ:
-
‘Pacify’ মানে হলো রাগ কমানো বা প্রশমিত করা,
-
আর ‘Anger’ মানে হলো রাগ সৃষ্টি করা বা ক্রুদ্ধ করা।
-
অর্থাৎ, একটির কাজ হলো calm করা, অন্যটির কাজ provoke করা—এ কারণে দুটো শব্দ একে অপরের বিপরীতার্থক।
-
অন্য অপশনগুলো (Deny, Appease, Gratify) অর্থের দিক থেকে Pacify-এর সঙ্গে সাদৃশ্যপূর্ণ বা সম্পর্কহীন, বিপরীত নয়।
• অতিরিক্ত ভাষাগত তথ্য:
-
Pacify শব্দটি এসেছে Latin শব্দ pacificare থেকে, যার অর্থ “to make peace”।
-
এর সমার্থক শব্দগুলো হলো: calm, soothe, appease, placate, mollify, comfort, tranquilize।
-
এর বিপরীতার্থক শব্দগুলো হলো: anger, enrage, irritate, provoke, inflame, agitate।
-
উদাহরণ:
-
Her words pacified him after the argument.
-
His rude behavior angered everyone in the room.
-
0
Updated: 2 weeks ago