If she knew the answer, she would _____ us.
A
told
B
tell
C
be tell
D
to be told
উত্তরের বিবরণ
Second Conditional Sentence-এর নিয়ম:
-
If Clause যদি Past Tense-এ থাকে, তবে Principal Clause-এ subject-এর পরে would বসে।
-
Would-এর পরে verb-এর base form বসাতে হয়।
-
এটি ব্যবহার করা হয় বর্তমান বা ভবিষ্যতের কাল্পনিক, অসম্ভব বা অবাস্তব অবস্থার জন্য।
-
Structure: If + Subject + Past Simple, Subject + would + base verb
উদাহরণ:
-
Correct answer: If she knew the answer, she would tell us.
0
Updated: 1 month ago
If they had known about the accident, they _____ out.
Created: 2 months ago
A
won't go
B
would gone
C
didn't go
D
wouldn't have gone
• Complete sentence: If they had known about the accident, they wouldn't have gone out.
• Bangla meaning: যদি তারা দুর্ঘটনার বিষয়ে জানত, তবে তারা বাইরে যেত না।
-
উল্লিখিত বাক্যটি একটি Third Conditional sentence।
-
Third conditional-এর নিয়ম অনুযায়ী:
-
If clause (শর্তযুক্ত অংশে): had + verb-এর past participle form ব্যবহৃত হয়।
-
Main clause: would/could/might + have + verb-এর past participle + extension হয়।
-
-
Structure: If + Past Perfect (had + past participle) + Subject + would/could/might + have + verb-এর past participle।
-
Negative অর্থ প্রকাশে: would/could/might + not ব্যবহৃত হয়।
-
Note: 'If' clause বাক্যের শুরুতে বা শেষে উভয় ক্ষেত্রেই বসানো যায়।
Source: A Passage to the English Language by SM Zakir Hussain.
0
Updated: 2 months ago
He gave me the notes ______ I wanted.
Created: 1 month ago
A
what
B
whom
C
whose
D
that
সঠিক বাক্য হলো He gave me the notes that I wanted।
-
এখানে শূন্যস্থানে একটি Relative Pronoun বসানো হয়েছে, যা inactive object "notes" বোঝাচ্ছে।
-
বস্তুবাচক ক্ষেত্রে সাধারণত that ব্যবহার হয়।
-
বস্তু সম্পর্কে যদি জানা থাকে, that বসে; জানা না থাকলে what বসে।
-
উদাহরণ:
-
He gave me what I wanted
-
He gave me the book that I wanted
-
-
whose এবং whom হলো Personal Pronoun, যা শুধুমাত্র ব্যক্তিকে বোঝাতে ব্যবহৃত হয়।
-
তাই প্রদত্ত বাক্যে শূন্যস্থানে that বসানো সঠিক।
0
Updated: 1 month ago
The _______ beauty of the sunset was marred by the industrial smokestacks that blotted out the sky.
toady
Created: 2 weeks ago
A
toady
B
candid
C
bucolic
D
squalid
Complete Sentence:
0
Updated: 2 weeks ago