What type of play is Shakespeare’s "Othello"?
A
Comedy
B
History
C
Romance
D
Tragedy
উত্তরের বিবরণ
Othello হলো Tragedy এবং এটি William Shakespeare রচিত। ১৬০৩-০৪ সালে লেখা এই নাটকটি ৫-অঙ্কের একটি অভিনীত ট্র্যাজেডি এবং ১৬২২ সালে প্রকাশিত হয়।
-
Important characters:
-
Othello (Main Character)
-
Desdemona (Othello’s wife)
-
Brabantio
-
Iago (Villain)
-
Cassio
-
Emilia
-
-
সারসংক্ষেপ:
-
Othello, Venice-এর একজন Moorish সেনাপতি, গোপনে Desdemona কে বিয়ে করে, যা তার বাবা Brabantio মেনে নিতে পারেনি।
-
সেনাবাহিনীতে Cassio কে Lieutenant হিসেবে নিয়োগ দেওয়ায় প্রতারক Iago ক্ষুব্ধ হয়ে Othello-এর মনে সন্দেহের বীজ বপন করে।
-
Iago Desdemona-এর রুমাল Cassio-এর কাছে রেখে প্রমাণ তৈরি করে যে Desdemona বিশ্বাসঘাতকতা করছে।
-
ঈর্ষায় অন্ধ হয়ে Othello নিজেই Desdemona কে হত্যা করে। পরে সত্য জানার পর অনুশোচনায় আত্মহত্যা করে। Iago ধরা পড়ে এবং তার শাস্তি নির্ধারিত হয়।
-
William Shakespeare:
-
জন্ম: April 26, 1564, Stratford-upon-Avon, England
-
মৃত্যু: April 23, 1616, Stratford-upon-Avon
-
Shakespeare এর নামের বানান: Shakspere
-
উপাধি: Bard of Avon বা Swan of Avon
-
তিনি একজন ইংরেজি কবি, নাট্যকার ও অভিনেতা। ইংরেজি জাতীয় কবি হিসেবে পরিচিত এবং বহুによর মতে সেরা নাট্যকার হিসেবে বিবেচিত।
-
তিনি মোট ৩৭টি নাটক রচনা করেছেন।
Notable works:
-
Tragedy: Hamlet, Othello, King Lear, Macbeth, Titus Andronicus, Timons of Athens, Antony and Cleopatra, Coriolanus, Romeo and Juliet
-
Tragi-comedy: The Merchant of Venice, The Winter's Tale, Cymbeline, Troilus and Cressida, Measure for Measure
-
Comedy: As You Like It, The Tempest, Twelfth Night, Love's Labour's Lost, A Comedy of Errors, The Taming of the Shrew, Much Ado About Nothing, All's Well That Ends Well, A Midsummer Night's Dream, The Merry Wives of Windsor
-
Historical Play: Julius Caesar (Tragedy + Historical), Henry IV Part I, Henry IV Part II, Henry V, Henry VI Part I, Henry VI Part II, Henry VI Part III, Henry VIII, King John, Richard II, Richard III
0
Updated: 1 month ago
In his first appearance Hamlet was wearing-
Created: 1 month ago
A
Royal robes
B
The Crown
C
Jester’s Costume
D
Mourning dress
হ্যামলেট প্রথমবার নাটকে (অ্যাক্ট ১, সীন ২) প্রদর্শিত হওয়ার সময় শোকে পরিপূর্ণ পোশাকে থাকেন।
-
তিনি কালো পোশাক পরেছেন, যা “ইঙ্কি ক্লোক” হিসেবে বর্ণনা করা হয়েছে, যা তার পিতার, কিং হ্যামলেটের, সাম্প্রতিক মৃত্যুর কারণে তার শোক ও বেদনা প্রকাশ করে।
-
এই পোশাকের মাধ্যমে তিনি রাজপ্রাসাদের অন্যান্য সদস্যদের থেকে আলাদা দেখান, যা তার মর্মাহত এবং শোকাহত মানসিক অবস্থার প্রতিফলন।
0
Updated: 1 month ago
What motivates Antonio throughout the play?
Created: 2 months ago
A
Desire for power
B
Love for Ferdinand
C
Obedience to Prospero
D
Fear of spirits
Antonio লোভী ও বিশ্বাসঘাতক স্বভাবের। সে প্রথমে Prospero-র সিংহাসন দখল করে এবং পরে আবার Alonso-কে হত্যা করে Sebastian-কে রাজা বানানোর ষড়যন্ত্র করে। তার চরিত্র নাটকে ক্ষমতার লোভ ও মানব দুর্বলতার প্রতীক।
1
Updated: 2 months ago
In Shakespeare's play Hamlet, Hamlet was prince of
Created: 1 month ago
A
Norway
B
Britain
C
Denmark
D
France
Hamlet' in Shakespeare's Hamlet is a prince of - Denmark.
Shakespeare রচিত tragedy গুলোর মধ্যে Hamlet is one of the most celebrated tragedies in English literature.
- তাঁর অন্যান্য tragedy গুলোর মত এটিও 5acts বিশিষ্ট।
১৫৯৯-১৬০১ সালের মধ্যে লেখা এই tragedy টি প্রকাশিত হয় ১৬০৩ সালে।
এর কেন্দ্রীয় চরিত্র Hamlet ছিলেন prince of Denmark যিনি জার্মানি থেকে নিজ দেশে ফিরে আসে তাঁর বাবার শেষকৃত্যে অংশগ্রহণ করতে এবং জানতে পারে যে তার চাচা Claudius তার মাকে বিয়ে করেছে এবং এই চাচাই তার বাবার খুনী।
সত্য উদঘাটনের পর বিভিন্ন ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে tragedy এর কাহিনী সামনে এগিয়ে যায় এবং শেষাংশে Hamlet এর মৃত্যুর মধ্যে দিয়ে এর সমাপ্তি ঘটে।
• The important characters of Hamlet:
- Ophelia,
- Hamlet,
- Claudius,
- Gertrude,
- Horatio,
- Polonius etc.
• Famous quotations of Hamlet:
- 'To be or not to be that is the question',
- 'Frailty, thy name is woman',
- Brevity is the soul of wit',
- Neither a borrower nor a lender be; For loan oft loses both itself and friend',
'There is divinity that shapes our end'.
Source: Britannica.
0
Updated: 1 month ago