What type of play is Shakespeare’s "Othello"?
A
Comedy
B
History
C
Romance
D
Tragedy
উত্তরের বিবরণ
Othello হলো Tragedy এবং এটি William Shakespeare রচিত। ১৬০৩-০৪ সালে লেখা এই নাটকটি ৫-অঙ্কের একটি অভিনীত ট্র্যাজেডি এবং ১৬২২ সালে প্রকাশিত হয়।
-
Important characters:
-
Othello (Main Character)
-
Desdemona (Othello’s wife)
-
Brabantio
-
Iago (Villain)
-
Cassio
-
Emilia
-
-
সারসংক্ষেপ:
-
Othello, Venice-এর একজন Moorish সেনাপতি, গোপনে Desdemona কে বিয়ে করে, যা তার বাবা Brabantio মেনে নিতে পারেনি।
-
সেনাবাহিনীতে Cassio কে Lieutenant হিসেবে নিয়োগ দেওয়ায় প্রতারক Iago ক্ষুব্ধ হয়ে Othello-এর মনে সন্দেহের বীজ বপন করে।
-
Iago Desdemona-এর রুমাল Cassio-এর কাছে রেখে প্রমাণ তৈরি করে যে Desdemona বিশ্বাসঘাতকতা করছে।
-
ঈর্ষায় অন্ধ হয়ে Othello নিজেই Desdemona কে হত্যা করে। পরে সত্য জানার পর অনুশোচনায় আত্মহত্যা করে। Iago ধরা পড়ে এবং তার শাস্তি নির্ধারিত হয়।
-
William Shakespeare:
-
জন্ম: April 26, 1564, Stratford-upon-Avon, England
-
মৃত্যু: April 23, 1616, Stratford-upon-Avon
-
Shakespeare এর নামের বানান: Shakspere
-
উপাধি: Bard of Avon বা Swan of Avon
-
তিনি একজন ইংরেজি কবি, নাট্যকার ও অভিনেতা। ইংরেজি জাতীয় কবি হিসেবে পরিচিত এবং বহুによর মতে সেরা নাট্যকার হিসেবে বিবেচিত।
-
তিনি মোট ৩৭টি নাটক রচনা করেছেন।
Notable works:
-
Tragedy: Hamlet, Othello, King Lear, Macbeth, Titus Andronicus, Timons of Athens, Antony and Cleopatra, Coriolanus, Romeo and Juliet
-
Tragi-comedy: The Merchant of Venice, The Winter's Tale, Cymbeline, Troilus and Cressida, Measure for Measure
-
Comedy: As You Like It, The Tempest, Twelfth Night, Love's Labour's Lost, A Comedy of Errors, The Taming of the Shrew, Much Ado About Nothing, All's Well That Ends Well, A Midsummer Night's Dream, The Merry Wives of Windsor
-
Historical Play: Julius Caesar (Tragedy + Historical), Henry IV Part I, Henry IV Part II, Henry V, Henry VI Part I, Henry VI Part II, Henry VI Part III, Henry VIII, King John, Richard II, Richard III
0
Updated: 1 month ago
How do the witches influence Macbeth’s actions?
Created: 1 month ago
A
They threaten him with death
B
They give him a magical weapon
C
They plant ambitious thoughts and prophecy his rise
D
They encourage him to flee Scotland
ডাইনিগুলি ম্যাকবেথের মনে উচ্চাভিলাষের ধারণা স্থাপন করে। তারা তার ভবিষ্যৎ বলায় তাকে ক্ষমতা অর্জনের জন্য প্ররোচিত করে। তারা সরাসরি কোনো কাজ করায় না, বরং মানসিক প্রভাব ফেলে। এই প্রভাবের কারণে ম্যাকবেথ নৈতিকতার সীমা ভেঙে হত্যাকাণ্ডের পরিকল্পনা করে।
শেক্সপিয়ার দেখিয়েছেন মানব মন এবং বাইরের প্ররোচনা কিভাবে কার্যকলাপে প্রভাব ফেলে। এটি নাটকের মূল সংঘাত এবং ট্র্যাজিক উপাদানের সূচনা করে।
0
Updated: 1 month ago
Why does Othello believe Cassio and Desdemona are lovers?
Created: 2 months ago
A
Lodovico reports it
B
Emilia tells him
C
Cassio confesses
D
Iago shows false evidence
Iago রুমাল ব্যবহার করে মিথ্যা প্রমাণ সাজায় এবং ইঙ্গিতপূর্ণ কথা বলে Othello-কে বিভ্রান্ত করে। এই প্রতারণায় Othello সম্পূর্ণভাবে বিশ্বাস হারায়।
1
Updated: 2 months ago
What instructions does Hamlet give to the players before the performance?
Created: 2 months ago
A
To exaggerate emotions
B
To act naturally
C
To avoid political themes
D
To focus on comedy
Hamlet অভিনেতাদের বলে স্বাভাবিকভাবে অভিনয় করতে এবং আবেগকে অতিরঞ্জিত না করতে। তার উদ্দেশ্য ছিল Claudius-এর অপরাধ প্রকাশ করা, তাই অতিরিক্ত নাটকীয়তা যেন বার্তাটি আড়াল না করে। এটি Shakespeare-এর অভিনয় নীতি সম্পর্কেও ইঙ্গিত দেয়।
0
Updated: 2 months ago