The lunch being over, we left the hotel. (make it compound)
A
The lunch was over and we left the hotel.
B
The lunch was over but we left the hotel.
C
The lunch was over because we left the hotel.
D
We left the hotel and the lunch was over.
উত্তরের বিবরণ
Being যুক্ত Simple Sentence কে Compound Sentence-এ রূপান্তরের নিয়ম:
-
Being-এর বাকী অংশে যে tense আছে, being-কেও সেই tense-এ গঠন করতে হবে।
-
দুইটি বাক্যের মাঝে and ব্যবহার করতে হবে।
-
যদি being যুক্ত বাক্যে subject না থাকে, তবে একই subject being অংশের প্রথমে বসাতে হবে।
উদাহরণ:
-
Simple Sentence: The lunch being over, we left the hotel.
-
Compound Sentence: The lunch was over and we left the hotel.
0
Updated: 1 month ago
Change into a compound sentence:
Though he was ill, he attended the meeting.
Created: 2 months ago
A
He was ill and he attended the meeting.
B
He attended the meeting because he was ill.
C
He was ill but he attended the meeting.
D
He was attending the meeting and was ill.
Correct Answer: গ) He was ill but he attended the meeting
ব্যাখ্যা:
-
মূল বাক্য: Though he was ill, he attended the meeting
-
এটি একটি complex sentence, যেখানে Though হলো subordinating conjunction।
-
বাক্যটি দুটি অংশ নিয়ে গঠিত:
-
কারণ/বাধা: Though he was ill
-
প্রধান কাজ: he attended the meeting
-
-
Compound sentence করতে হলে দুটি independent clauses কে coordinating conjunction (যেমন: but, and, so) দিয়ে যুক্ত করতে হবে।
-
এখানে but ব্যবহার করলে মূল অর্থ বজায় থাকে — অসুস্থ হলেও সে মিটিংয়ে অংশ নিয়েছে।
Other Options:
-
He was ill and he attended the meeting – ভুল, কারণ and contrast প্রকাশ করে না।
-
He attended the meeting because he was ill – ভুল, কারণ এটি কারণ প্রকাশ করছে এবং মূল বাক্যের অর্থ পরিবর্তন করে।
-
He was attending the meeting and was ill – ভুল, কারণ এটি অর্থ ও গঠন উভয়ই মূল বাক্যের সাথে মেলে না।
Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain
0
Updated: 2 months ago
Change to compound sentence:
If it rains, we will cancel the trip.
Created: 1 month ago
A
It rains and we will cancel the trip.
B
It rains but we will cancel the trip.
C
It rains or we will cancel the trip.
D
It rains, so we will cancel the trip.
Correct Answer: It rains, so we will cancel the trip
Explanation:
-
মূল বাক্যটি একটি শর্তসাপেক্ষ বাক্য: If it rains, we will cancel the trip.
-
Compound sentence তৈরি করতে দুটি স্বাধীন clause প্রয়োজন, এবং “so” ব্যবহার করলে কারণ–ফল সম্পর্ক প্রকাশিত হয়।
-
It rains, so we will cancel the trip. সঠিক কারণ এটি মূল অর্থ বজায় রেখে দুটি স্বাধীন clause যুক্ত করেছে।
Other options:
-
A) It rains and we will cancel the trip. → “and” যোগ করলে কেবল যুক্তি দেখায়, কারণ–ফল বোঝায় না।
-
B) It rains but we will cancel the trip. → “but” বিরোধ বোঝায়, এখানে অর্থ সঠিক নয়।
-
C) It rains or we will cancel the trip. → “or” বিকল্প বোঝায়, কিন্তু এখানে প্রযোজ্য নয়।
0
Updated: 1 month ago
She said that she was tired. (Compound)
Created: 1 month ago
A
She said but she was tired.
B
She was tired and she said this.
C
She was tired that she said this.
D
That she was tired and she said it.
Complex বাক্যকে Compound-এ রূপান্তর করার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে। যদি Complex sentence-এ that clause থাকে, অর্থাৎ কোনো clause যদি that দিয়ে শুরু হয়, তবে Compound-এ রূপান্তর করার সময় that-এর পরের clause আগে বসে, তারপর and যোগ হয়, এবং শেষে that-এর আগের clause লিখে শেষে it/this যোগ করতে হয়।
-
Complex: I know that he is honest.
Compound: He is honest and I know it. -
Complex: He said that he had gone to Khulna.
Compound: He had gone to Khulna and he said this.
অন্য অপশনগুলো বিশ্লেষণ করলে দেখা যায়:
-
ক) She said but she was tired.
-
এটি একটি Compound Sentence যেখানে দুটি স্বাধীন বাক্য but দ্বারা যুক্ত হয়েছে।
-
অর্থ দাঁড়ায়: সে বলল, কিন্তু সে ক্লান্ত ছিল।
-
এখানে বিরোধ বা বিপরীত ভাব প্রকাশ পাচ্ছে, যা আসল বাক্যের অর্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
-
-
গ) She was tired that she said this.
-
এটি ভুল বাক্য।
-
এখানে that যুক্ত করার নিয়ম সঠিকভাবে প্রয়োগ হয়নি।
-
অর্থ অস্পষ্ট এবং বাক্যটি ব্যাকরণগতভাবে ত্রুটিপূর্ণ।
-
-
ঘ) That she was tired and she said it.
-
এটিও ভুল বা অসম্পূর্ণ বাক্য।
-
সাধারণত that দিয়ে শুরু হওয়া clause একটি পূর্ণাঙ্গ বাক্যের অংশ হয়, কিন্তু এখানে সেটিকে স্বতন্ত্র বাক্য হিসেবে ব্যবহার করা হয়েছে, যা ব্যাকরণগতভাবে গ্রহণযোগ্য নয়।
-
0
Updated: 1 month ago