A
Comedy
B
History
C
Romance
D
Tragedy
উত্তরের বিবরণ
Othello হলো Tragedy এবং এটি William Shakespeare রচিত। ১৬০৩-০৪ সালে লেখা এই নাটকটি ৫-অঙ্কের একটি অভিনীত ট্র্যাজেডি এবং ১৬২২ সালে প্রকাশিত হয়।
-
Important characters:
-
Othello (Main Character)
-
Desdemona (Othello’s wife)
-
Brabantio
-
Iago (Villain)
-
Cassio
-
Emilia
-
-
সারসংক্ষেপ:
-
Othello, Venice-এর একজন Moorish সেনাপতি, গোপনে Desdemona কে বিয়ে করে, যা তার বাবা Brabantio মেনে নিতে পারেনি।
-
সেনাবাহিনীতে Cassio কে Lieutenant হিসেবে নিয়োগ দেওয়ায় প্রতারক Iago ক্ষুব্ধ হয়ে Othello-এর মনে সন্দেহের বীজ বপন করে।
-
Iago Desdemona-এর রুমাল Cassio-এর কাছে রেখে প্রমাণ তৈরি করে যে Desdemona বিশ্বাসঘাতকতা করছে।
-
ঈর্ষায় অন্ধ হয়ে Othello নিজেই Desdemona কে হত্যা করে। পরে সত্য জানার পর অনুশোচনায় আত্মহত্যা করে। Iago ধরা পড়ে এবং তার শাস্তি নির্ধারিত হয়।
-
William Shakespeare:
-
জন্ম: April 26, 1564, Stratford-upon-Avon, England
-
মৃত্যু: April 23, 1616, Stratford-upon-Avon
-
Shakespeare এর নামের বানান: Shakspere
-
উপাধি: Bard of Avon বা Swan of Avon
-
তিনি একজন ইংরেজি কবি, নাট্যকার ও অভিনেতা। ইংরেজি জাতীয় কবি হিসেবে পরিচিত এবং বহুによর মতে সেরা নাট্যকার হিসেবে বিবেচিত।
-
তিনি মোট ৩৭টি নাটক রচনা করেছেন।
Notable works:
-
Tragedy: Hamlet, Othello, King Lear, Macbeth, Titus Andronicus, Timons of Athens, Antony and Cleopatra, Coriolanus, Romeo and Juliet
-
Tragi-comedy: The Merchant of Venice, The Winter's Tale, Cymbeline, Troilus and Cressida, Measure for Measure
-
Comedy: As You Like It, The Tempest, Twelfth Night, Love's Labour's Lost, A Comedy of Errors, The Taming of the Shrew, Much Ado About Nothing, All's Well That Ends Well, A Midsummer Night's Dream, The Merry Wives of Windsor
-
Historical Play: Julius Caesar (Tragedy + Historical), Henry IV Part I, Henry IV Part II, Henry V, Henry VI Part I, Henry VI Part II, Henry VI Part III, Henry VIII, King John, Richard II, Richard III

0
Updated: 13 hours ago
What is the main tragic flaw of Othello’s character?
Created: 4 weeks ago
A
Pride
B
Cowardice
C
Ambition
D
Jealousy
ওথেলোর প্রধান ট্র্যাজিক ত্রুটি হলো তার অতি ঈর্ষাপরায়ণ স্বভাব। সে ডেসডিমোনার ভালোবাসা নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগে এবং সহজেই Iago-র মিথ্যা কথায় প্রতারিত হয়। এই ঈর্ষাই তাকে নিজের স্ত্রীকে হত্যা করতে প্ররোচিত করে এবং শেষমেশ তার আত্মবিনাশ ঘটায়।

0
Updated: 4 weeks ago
Which theme is predominantly explored in Shakespeare's 'Othello'?
Created: 1 month ago
A
Friendship
B
Love
C
Revenge
D
Jealousy
Jealousy is the predominantly theme explored in Shakespeare's 'Othello'.
• Theme (Jealousy)
- Shakespeare -এর নাটক 'Othello' প্রধানত Jealousy থিমকে কেন্দ্র করে লেখা হয়েছে। এই নাটকে, Jealousy চরিত্রগুলোর আচরণ এবং ঘটনা প্রবাহে গভীর প্রভাব ফেলে।
- নাটকের প্রধান চরিত্র Othello যখন তার স্ত্রী Desdemona-র প্রতি কেবলমাত্র একটি মিথ্যা অভিযোগের ভিত্তিতে Jealousy অনুভব করতে শুরু করে, তখন তা তার জীবন ও সম্পর্ককে সম্পূর্ণরূপে ভেঙে দেয়।
- Jealousy বিভিন্ন চরিত্রের মধ্যে সংঘর্ষ সৃষ্টি করে এবং নাটকের মোড় পরিবর্তন করে। Iago, Othello-এর সহযোগী, তার নিজের স্বার্থে Othello-র Jealousy জাগিয়ে তোলে, যা নাটকের কেন্দ্রীয় সংঘাতের কারণ হয়। এই Theme টি মানব প্রকৃতির দুর্বলতা এবং Jealousy -এর ক্ষতিকর পরিণতির উপর আলোকপাত করে।
• Othello
- Othello, in full Othello, the Moor of Venice, tragedy in five acts by William Shakespeare.
- এই tragedy -এর কেন্দ্রীয় চরিত্র Othello এবং Othello's wife Desdemona is the heroine and she was Othello's wife and Brabantio's daughter.
- নাটকটির মূল বিষয়বস্তু: love and betrayal, intrigue and Jealousy.
- lago রয়েছে Villan চরিত্রে।
- lago চরিত্রটি সাহিত্য জগতে Machiavellian villain হিসেবে পরিচিত অর্থাৎ, ব্যাক্তিস্বার্থ উদ্ধারের জন্য ষড়যন্ত্রের অনুসরণ করেন যে ব্যক্তি।
- নাটকে দেখা যায়, Igao দ্বারা বিভিন্ন ভাবে প্রভাবিত হয়ে, Othello তাঁর স্ত্রী Desdemona কে হত্যা করে।
• Main characters:
- Othello (main character),
- Desdemona (Othello’s wife),
- Brabantio,
- Iago (villain),
- Cassio,
- Emilia, etc.
• William Shakespeare:
- Born: April 26, 1564 and died: April 23, 1616.
- তাকে 'Bard of Avon or Swan of Avon' বলা হয়।
- William Shakespeare হলেন কবি,নাট্যকার ও অভিনেতা। তাকে ইংল্যান্ড এর জাতীয় কবি ছিলেন।
- He wrote 37 plays.
Source: Britannica.

0
Updated: 1 month ago
Which play is regarded as William Shakespeare’s swan song?
Created: 1 month ago
A
Macbeth
B
Othello
C
King Lear
D
The Tempest
Swan Song - A final gesture or performance before dying or retirement.
- William Shakespeare এর Swan Song বা শেষ নাটক হচ্ছে- The Tempest.
- 'The Tempest' অর্থ দুরন্ত ঝড় / Violent strom.
- এটি 5 act এ বিভক্ত একটি Romantic comedy, যা ১৬২৩ সালে First Foilo এর অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়।
• Main Characters:
- Prospero (Duke),
- Miranda (Heroine),
- Ariel (Supernatural creature - good character),
- Caliban (Supernatural creature - bad in character),
- Antony (Villain/ brother of Duke),
- Ferdinand (Hero),
- Gonzalo ইত্যাদি।
• সার-সংক্ষেপ:
- এই কমেডিতে Duke Prospero এবং তাঁর কন্যা Miranda এর কথা বলা হয়েছে, যারা কিনা ডিউকের ছোট ভাইয়ের দ্বারা ষড়যন্ত্রের স্বীকার হয়ে এক দূরদ্বীপে নির্বাসিত হয়।
- এই নাটকে Propero কে supernatural powers এর অধিকারী হিসেবে দেখানো হয়েছে যার আয়ত্ত্বে থাকে Ariel এবং Caliban নামক দুইটি supernatural creature.
- নাটকের শুরুতেই দেখা যায় Prospero তার জাদু শক্তির ব্যবহার করে সমুদ্রে এক ভয়াবহ ঝড়ের সৃষ্টি করেছেন, যার ফলে নাটকের অন্য চরিত্র গুলো তার নির্বাসিত স্বীপে এসে পৌঁছেছে।
- Prospero, using his knowledge of magic and sorcery, conjures a storm (the tempest) to shipwreck his brother Antonio, who had usurped his position and cast him out.
• Some quotations from The Tempest:
- Hell is empty and all the devils are here.
- We are such stuff as dreams are made on, and our little life is rounded with a sleep.
- This thing of darkness, I acknowledge mine.
- O, brave new world, that has such people in it!
- Awake, dear heart, awake. Thou hast slept well. Awake.
- Misery acquaints a man with strange bedfellows.
Source: Britannica.

0
Updated: 1 month ago