A
Let the game being played by them.
B
Let the game be played by them.
C
Let the game been played by them.
D
Let the game be played with them.
উত্তরের বিবরণ
Imperative sentence এর Active voice কে Passive voice-এ রূপান্তরের নিয়ম:
-
বাক্যটি Let দিয়ে শুরু করতে হবে।
-
Active voice-এর Object কে Passive voice-এর Subject হিসেবে বসাতে হবে।
-
এরপর be ব্যবহার করতে হবে।
-
মূল Verb-এর past participle ফর্ম বসাতে হবে।
-
তারপর by ব্যবহার করতে হবে।
-
Active voice-এর Subject কে Passive voice-এর Object হিসেবে বসাতে হবে।
উদাহরণ:
-
Active Voice: Let them play the game.
-
Passive Voice: Let the game be played by them.

0
Updated: 13 hours ago
Choose the correct passive sentence of: Mr. Rimon teaches us English.
Created: 3 weeks ago
A
We are taught English by Mr. Rimon.
B
English was taught us by Mr. Rimon.
C
Mr. Rimon is taught English by us.
D
English taught us by Mr. Rimon.
The correct answer is - ক) We are taught English by Mr. Rimon.
Active থেকে Passive voice করার নিয়ম:
-
Tense অনুযায়ী auxiliary verb বসবে।
-
মূল verb-এর past participle ব্যবহৃত হবে।
-
"by" বসবে।
-
Active voice-এর subject object হয়ে যাবে।
-
কোনো বাক্যে দুটি object থাকলে যেকোনো object-কে subject করা যায়।
-
তবে সাধারণত indirect object (person object) কে subject করা অধিক যথাযথ।
-
অন্য object যেটি object হিসেবেই থেকে যায় তাকে বলে Retained Object।
Examples:
-
Active: Mr. Das teaches us English.
-
Passive: We are taught English by Mr. Das.
-
Passive: English is taught us by Mr. Das.
-
Active: They handed him a leaflet.
-
Passive: He was handed a leaflet by them.
-
Passive: A leaflet was handed him by them.
Other Options:
-
খ) English was taught us by Mr. Rimon.
👉 মূল বাক্য present tense, কিন্তু এখানে past tense (“was taught”) ব্যবহৃত হয়েছে। তাই বাক্যটি ভুল। -
গ) Mr. Rimon is taught English by us.
👉 এখানে অর্থ পরিবর্তন হয়ে গেছে। এখানে বোঝাচ্ছে Mr. Rimon-কে শেখানো হচ্ছে, অথচ মূল বাক্যে তিনি শেখাচ্ছেন। তাই এটি ভুল। -
ঘ) English taught us by Mr. Rimon.
👉 এটি অসম্পূর্ণ বাক্য। এখানে “is/was” এর মতো auxiliary verb প্রয়োজন। তাই গঠনগতভাবে ভুল।
Source: Applied English Grammar and Composition – P. C. Das

0
Updated: 3 weeks ago
The best passive form of the sentence: 'We don't like idle people'-
Created: 2 months ago
A
We are not liked by idle people
B
Idle people are not liked by us
C
Idle people are not of our liking
D
Idle people are not like us
'We don't like idle people- বাক্যটি Present Indefinite Tense-এ রয়েছে।
Present Indefinite Tense যুক্ত Negative বাক্যের Passive Voice গঠনের নিয়ম:
-
মূল বাক্যের Object কে Passive Voice-এ Subject হিসেবে বসানো হয়।
-
এরপর Subject ও Tense অনুযায়ী Auxiliary Verb (am/is/are) ব্যবহৃত হয়।
-
এরপর "not" বসে এবং মূল verb-এর Past Participle (V3) form বসে।
-
শেষে "by + মূল বাক্যের Subject" যোগ হয়।
◉ নিয়ম অনুযায়ী সঠিক Passive Voice হবে:
➤ Idle people are not liked by us.
উদাহরণ বিশ্লেষণ:
-
Active: We do not like idle people.
-
Passive: Idle people are not liked by us.
এখানে:
-
“idle people” হয়েছে নতুন Subject
-
“are” হয়েছে Auxiliary Verb (idle people → plural)
-
“not liked” হয়েছে Negative + Past Participle
-
“by us” হয়েছে মূল Subject যুক্ত Prepositional Phrase

0
Updated: 2 months ago
Choose the correct passive voice:
Someone broke the window.
Created: 3 weeks ago
A
The window is broken by someone.
B
The window was broken by someone.
C
The window has been broken by someone.
D
The window had been broken by someone.
The correct answer is - খ) The window was broken by someone.
Active Sentence (মূল বাক্য):
-
Someone broke the window.
-
Bangla Meaning: কেউ জানালাটি ভেঙেছিল।
Simple Past Tense Passive Voice Structure:
Subject (object) + was/were + Past Participle (V3) + by + Agent (optional)
-
মূল verb: broke → Past Participle: broken
-
Window → singular noun → ব্যবহার করা হয়েছে was broken
-
By someone → agent হিসেবে ব্যবহার হয়েছে
Other Options (ভুল কারণ):
-
ক) Is broken → Present Simple Passive; কিন্তু মূল বাক্য Past Tense-এ আছে।
-
গ) Has been broken → Present Perfect Passive; বোঝায় কাজটি সম্প্রতি শেষ হয়েছে এবং তার বর্তমান প্রভাব আছে। কিন্তু এখানে সাধারণ অতীতের ঘটনা বলা হয়েছে।
-
ঘ) Had been broken → Past Perfect Passive; বোঝায় অতীতে অন্য কাজের আগে একটি কাজ শেষ হয়েছে। কিন্তু এখানে শুধু সাধারণ অতীতের ঘটনা বলা হয়েছে।
Source: A Passage to the English Language – S. M. Zakir Hussain

0
Updated: 3 weeks ago