A
পাঞ্জাবি
B
পর্তুগীজ
C
গুজরাটি
D
ফরাসি
উত্তরের বিবরণ
আনারস, আলপিন, আলমারি, গির্জা, গুদাম, চাবি, পাউরুটি, পাদ্রি, বালতি ইত্যাদি পর্তুগিজ শব্দ।

0
Updated: 12 hours ago
‘যতই পরিশ্রম করবে ততই ফল পাবে”
Created: 1 week ago
A
জটিল বাক্য
B
নির্দেশক বাক্য
C
সরল বাক্য
D
যৌগিক বাক্য
যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্য এবং এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয় তাকে জটিল বা মিশ্রবাক্য বলেঃ 'যতই করিবে দান, তত যাবে বেড়ে'।

0
Updated: 1 week ago
‘পোস্টাল কোড’ কী নির্দেশ করে?
Created: 1 month ago
A
প্রাপকের এলাকা
B
ডাকবিভাগের নাম
C
পোস্ট অফিসের নাম
D
প্রেরকের এলাকা
‘পোস্টাল কোড’ একটি নির্দিষ্ট সংখ্যা বা অক্ষরের কোড, যা ডাক বিভাগ ব্যবহার করে প্রাপকের এলাকা বা নির্দিষ্ট স্থানের সনাক্তকরণের জন্য। এটি ডাক পরিষেবাকে দ্রুত এবং সঠিকভাবে চিঠি বা পার্সেল পৌঁছাতে সাহায্য করে।

0
Updated: 1 month ago
সারাংশ কোন পুরুষে লিখতে হয়?
Created: 5 days ago
A
উত্তম পুরুষ
B
প্রথম পুরুষ
C
মধ্যম পুরুষ
D
উপরের সবগুলো
সারাংশ প্রথম পুরুষে লিখতে হয়য়। সারাংশ এর ভাষা সহজ ও সাবলীল হওয়া দরকার। বাক্যের বক্তা যে বিশেষ্য বা সর্বনামের দ্বারা বক্তা ও শ্রোতার বাইরে অন্য কাওরে নির্দেশ করে, তাকে প্রথম পুরুষ বলে। প্রথম পুরুষ ব্যবহার করলে বাক্যের গঠন সহজ ও সাবলীল হয়। এই জন্য প্রথম পুরুষ ব্যবহার করা হয়।

0
Updated: 5 days ago