You are ____ Tagore in poetry, I see.
A
a
B
an
C
the
D
No article
উত্তরের বিবরণ
ইংরেজি ব্যাকরণে সাধারণ নিয়ম হলো কোনো ব্যক্তির নাম Proper Noun, আর এর আগে সাধারণত কোনো article (a/an/the) বসে না। তবে কিছু ক্ষেত্রে Proper Noun, Common Noun-এর অর্থে ব্যবহৃত হয়, তখন এর আগে article বসতে পারে।
-
প্রদত্ত বাক্য You are a Tagore in poetry, I see. এখানে 'Tagore' দিয়ে শুধু কবি রবীন্দ্রনাথকেই বোঝানো হয়নি, বরং তাঁর মতো একজন প্রতিভাধর কবিকে বোঝানো হয়েছে। তাই এই অবস্থায় 'Tagore' Proper Noun না হয়ে Common Noun হয়েছে।
-
অর্থাৎ, যখন Proper Noun → Common Noun হিসেবে ব্যবহৃত হয়, তখন তার আগে a/an/the বসতে পারে।
আরও কিছু উদাহরণ
-
You are a Kazi Nazrul, I see.
-
You are a Hitler, I see.
0
Updated: 1 month ago
He is ___ honest worker.
Created: 3 weeks ago
A
a
B
an
C
the
D
no article
সঠিক উত্তর: খ) an
-
সম্পূর্ণ বাক্য: He is an honest worker.
-
বাংলা অনুবাদ: তিনি একজন সৎ কর্মী।
-
honest শব্দটি vowel sound দিয়ে শুরু হয়েছে।
-
তাই শূন্যস্থানে an ব্যবহার করা হবে।
0
Updated: 3 weeks ago
The meaning of the phrase "By hook or by crook" is -
Created: 2 months ago
A
Honestly only
B
Illegally only
C
By any means
D
Without any effort
Idiom: By hook or by crook
| Idiom | English Meaning | Bangla Meaning | সঠিক ব্যাখ্যা |
|---|---|---|---|
| By hook or by crook | Using any method you can, even a dishonest one | যেমন করে হোক; ছলেবলে-কলেকৌশলে | By any means – যেকোনো উপায়ে/ যেভাবেই হোক |
ভুল বিকল্প ব্যাখ্যা
-
Honestly only: কেবলমাত্র সৎ উপায়ে → ❌ ভুল
-
Illegally only: কেবলমাত্র বেআইনি উপায়ে → ❌ ভুল
-
Without any effort: কোনো রকম পরিশ্রম ছাড়াই → ❌ ভুল
📖 Source: Oxford Dictionary, Merriam Webster Dictionary, Accessible Dictionary
0
Updated: 2 months ago
Which one of the following sentences is correct?
Created: 2 months ago
A
She gave me some useful advices.
B
She gave me some useful advice.
C
She gave me some useful adviceses.
D
She gave me some useful piece of advices.
শব্দ “Advice” সম্পর্কিত তথ্য
| শব্দ | Part of Speech | English Meaning | Bangla Meaning | টিপস |
|---|---|---|---|---|
| Advice | Noun (Uncountable) | An opinion or suggestion about what somebody should do | উপদেশ; পরামর্শ | - Article (a, an) ব্যবহার হয় না। - Plural form নেই। - Plural বলতে গেলে: a piece of advice → two pieces of advice |
উদাহরণ
-
Correct: She gave me some useful advice.
(সে আমাকে কিছু উপকারী পরামর্শ দিয়েছে।) -
Incorrect: She gave me an advice.
Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain
0
Updated: 2 months ago