‘যা আহুত (ডাকা) হয়নি’ এক কথায় প্রকাশ —
A
অনুক্ত
B
অনাহত
C
অশ্রুতপূর্ব
D
অনাহুত
উত্তরের বিবরণ
‘যা আহুত (ডাকা) হয়নি’ এক কথায় প্রকাশ হয় অনাহুত।
অন্যান্য সংক্ষিপ্ত রূপ:
-
‘যা বলা হয়নি এমন’ = অনুক্ত
-
‘যা আঘাত পায়নি’ = অনাহত
-
‘যা পূর্বে শোনা যায়নি এমন’ = অশ্রুতপূর্ব
0
Updated: 1 month ago
'আত্মাকে অধিকার করে' এর এক কথায় প্রকাশ -
Created: 3 weeks ago
A
আচারনিষ্ঠ
B
আত্মভোলা
C
আস্তাবল
D
অধ্যাত্ম
‘আত্মাকে অধিকার করে’ এর এক কথায় প্রকাশ হলো অধ্যাত্ম। এই শব্দ দ্বারা বোঝানো হয় যে ব্যক্তি বা বিষয় নিজের আত্মসংযম বা আত্মজ্ঞান দ্বারা প্রভাবিত বা নিয়ন্ত্রিত।
অন্যদিকে—
-
অশ্ব রাখার স্থান — আস্তাবল
-
আপনাকে ভুলে থাকে যে — আত্মভোলা
-
আচারে নিষ্ঠা আছে যার — আচারনিষ্ঠ
0
Updated: 3 weeks ago
'যে আলোতে কুমুদ ফোটে'- এককথায় কী হবে?
Created: 3 months ago
A
B
কৌমুদী
C
প্রভাবতী
D
বিভা
‘যে আলোতে কুমুদ ফোটে’ এর এককথায় প্রকাশ হলো - কৌমুদি।
অন্যদিকে,
প্রভাবান - দীপ্তি-মান, উজ্জ্বল। এর স্ত্রীবাচক শব্দ প্রভাবতী।
বিভা - আলোক, কিরণ, প্রভা, দীপ্তি, সৌন্দর্য।
আরো কিছু গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন/ এক কথায় প্রকাশ
- 'গম্ভীর ধ্বনি' এর এক কথায় প্রকাশ -- মন্দ্র।
- হরিণের চামড়া এর এক কথায় প্রকাশ -- অজিন।
- ময়ূরের ডাক এর এক কথায় প্রকাশ -- কেকা।
- ঘোড়ার ডাক এর এক কথায় প্রকাশ -- হ্রেষা।
- পাখির ডাক এর এক কথায় প্রকাশ -- কূজন।
- হাতির গর্জন এর এক কথায় প্রকাশ -- বৃংহিত।
0
Updated: 3 months ago
‘সাপের খোলস’ এক কথায় প্রকাশ-
Created: 2 months ago
A
কৃত্তি
B
নির্মোক
C
অজিন
D
করভ
'নির্মোক' শব্দের অর্থ হলো সাপের ফেলা খোলস বা ত্বক। এটি সংস্কৃত ভাষা থেকে আগত একটি শব্দ। যখন সাপ তার পুরনো চামড়া বদলায়, সেই খোলসটিকে 'নির্মোক' বলা হয়।
0
Updated: 2 months ago