বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তনে কোন পত্রিকাটির ভূমিকা সবচেয়ে বেশী?
A
শিখা
B
সংবাদ প্রভাকর
C
সবুজপত্র
D
বঙ্গদর্শন
উত্তরের বিবরণ
‘সবুজপত্র’ পত্রিকা সম্পর্কে তথ্য:
-
বাংলা সাহিত্যে চলিত গদ্যরীতি প্রবর্তক হলেন প্রমথ চৌধুরী
-
‘সবুজপত্র’ হলো ১৯১৪ সালে প্রমথ চৌধুরীর সম্পাদিত একটি বিশিষ্ট সাহিত্য পত্রিকা
-
প্রথম প্রকাশ: বৈশাখ ১৩২১ বঙ্গাব্দে
-
প্রকাশকাল: প্রায় ১৩ বছর
-
পত্রিকাটি চলিত রীতি প্রবর্তনে মূল ভূমিকা পালন করে
0
Updated: 1 month ago
সাধু ও চলিত রীতিতে অভিন্নরূপে ব্যবহৃত হয়?
Created: 2 months ago
A
অব্যয়
B
সম্বোধন পদ
C
সর্বনাম
D
ক্রিয়া
সাধু ও চলিত রীতিতে অভিন্নরূপে ব্যবহৃত অব্যয়গুলোর মধ্যে প্রধান কিছু নিম্নে উল্লেখ করা হলো: এবং, অথচ, কেন, কিন্তু, তবে, যদিও, যদি, তাই, বরং, অথবা।
0
Updated: 2 months ago
প্রমিত বাংলায় কোন রূপটি গ্রহণযোগ্য?
Created: 2 months ago
A
পদবি
B
পদবী
C
পদোবি
D
পদবি/পদবী উভয়ই
প্রমিত বাংলা বানানের মূল নীতি (বাংলা একাডেমি)
১. তৎসম শব্দের বানান
-
তৎসম শব্দগুলো মূল সংস্কৃত বানান অনুযায়ী লিখতে হবে।
-
যেখানে একাধিক সংস্কৃত বানান শুদ্ধ, সেক্ষেত্রে নির্দিষ্ট একটি বাংলায় গৃহীত হয়:
-
ই-কার / ঈ-কার: শুধুমাত্র ই-কার ব্যবহার হবে
-
উ-কার / ঊ-কার: শুধুমাত্র উ-কার ব্যবহার হবে
-
২. উদাহরণসমূহ
| সংস্কৃত বানান | প্রমিত বাংলা বানান |
|---|---|
| পদবী / পদবি | পদবি |
| ঊষা / উষা | উষা |
| কিংবদন্তি | কিংবদন্তি |
| শ্রেণি | শ্রেণি |
| খঞ্জনি | খঞ্জনি |
| চিৎকার | চিৎকার |
| ধমনি | ধমনি |
| ধূলি | ধূলি |
| পঞ্জি | পঞ্জি |
| ভঙ্গি | ভঙ্গি |
| মঞ্জুরি | মঞ্জুরি |
| মসি | মসি |
| লহরি | লহরি |
| সরণি | সরণি |
| সূচি | সূচি |
| উর্ণা | উর্ণা |
0
Updated: 2 months ago
চলিত ভাষারীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রযোজ্য?
Created: 3 weeks ago
A
গুরুগম্ভীর
B
কৃত্রিম
C
পরিবর্তনশীল
D
তৎসম শব্দ বহুল
চলিত ভাষারীতি হলো দৈনন্দিন ব্যবহারিক ভাষা। এর প্রধান বৈশিষ্ট্য হলো সহজ, স্বাভাবিক এবং পরিবর্তনশীল হওয়া।
-
গুরুগম্ভীর (ক): এটি সাধু ভাষারীতি বা আনুষ্ঠানিক ভাষায় বেশি প্রযোজ্য।
-
কৃত্রিম (খ): চলিত ভাষা কৃত্রিম নয়, বরং স্বাভাবিক।
-
তৎসম শব্দ বহুল (ঘ): সাধু ভাষায় তৎসম শব্দের ব্যবহার বেশি হয়।
-
পরিবর্তনশীল (গ): চলিত ভাষা যুগে যুগে পরিবর্তিত হয় এবং নতুন শব্দ গ্রহণ করে। তাই এটিই সঠিক উত্তর।
সুতরাং, চলিত ভাষারীতির প্রধান বৈশিষ্ট্য হলো পরিবর্তনশীলতা।
0
Updated: 3 weeks ago