A
অনুক্ত
B
অনাহত
C
অশ্রুতপূর্ব
D
অনাহুত
উত্তরের বিবরণ
‘যা আহুত (ডাকা) হয়নি’ এক কথায় প্রকাশ হয় অনাহুত।
অন্যান্য সংক্ষিপ্ত রূপ:
-
‘যা বলা হয়নি এমন’ = অনুক্ত
-
‘যা আঘাত পায়নি’ = অনাহত
-
‘যা পূর্বে শোনা যায়নি এমন’ = অশ্রুতপূর্ব

0
Updated: 13 hours ago
'ওষ্ঠাধর' - বলতে কী বোঝায়?
Created: 5 days ago
A
ওষধি থেকে উৎপন্ন
B
ওজন করা হয় যে যন্ত্রের সাহায্যে
C
ওষ্ঠ ও অধর
D
ওষ্ঠের দ্বারা উচ্চারিত
'ওষ্ঠ ও অধর' এক কথায়: ওষ্ঠাধর
অন্য উদাহরণ:
-
ওষ্ঠের দ্বারা উচ্চারিত: ঔষ্ঠ্য
-
ওজন করা হয় যে যন্ত্রের সাহায্যে: তুলাদণ্ড
-
ওষধি থেকে উৎপন্ন: ঔষধ
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 5 days ago
'বসে আছে যে' এক কথায় কী বলে?
Created: 2 weeks ago
A
উপবাসক
B
উপবিষ্ট
C
উপবিধি
D
উপবীতী
‘বসে আছে যে’ ও সংশ্লিষ্ট শব্দার্থ
শব্দ / পদ | অর্থ / ব্যাখ্যা |
---|---|
আসীন / উপবিষ্ট | বসে আছে এমন, আসন গ্রহণ করেছে (বিশেষণ) |
উপবাসক | না খেয়ে আছে এমন, অনাহারী, উপবাসকারী |
উপবিধি | প্রধান বা মূল আইনের অন্তর্গত আইন |
উপবীতী | উপবীত বা পইতা ধারণ করেছে, যজ্ঞসূত্রধারী |
সূত্র: ভাষা-শিক্ষা, ড. হায়াত মামুদ; বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 2 weeks ago
নষ্ট হওয়া স্বভাব যার – এক কথায় কী বলে?
Created: 1 month ago
A
নশ্বর
B
অবিনশ্বর
C
নষ্ট স্বভাব
D
বিনষ্ট
“নষ্ট হওয়া স্বভাব যার” — এক কথায় তাকে বলা হয় "বিনষ্ট"।
-
বিনষ্ট মানে হচ্ছে ধ্বংসপ্রাপ্ত, নষ্ট হয়ে যাওয়া।
-
এটি সাধারণত এমন কিছু বোঝাতে ব্যবহৃত হয় যার অবস্থা নষ্ট বা শেষ হয়ে গেছে।
বিকল্পগুলোর বিশ্লেষণ:
-
ক) নশ্বর – যার মৃত্যু বা নষ্ট হওয়া স্বাভাবিক; ক্ষণস্থায়ী।
-
খ) অবিনশ্বর – যা কখনো নষ্ট হয় না; চিরস্থায়ী।
-
গ) নষ্ট স্বভাব – এটি একটি বাক্যাংশ, একক শব্দ নয়।

0
Updated: 1 month ago