A
সাময়িক
B
আবাহন
C
চিরন্তন
D
উন্মীলিত
উত্তরের বিবরণ
‘আকস্মিক’ এর বিপরীত শব্দ হলো চিরন্তন।
অন্যান্য বিপরীত শব্দ:
-
বিসর্জন = আবাহন
-
সাময়িক = চিরায়ত
-
নির্মীলিত = উন্মীলিত

0
Updated: 13 hours ago
‘খাতক’-এর বিপরীত শব্দ কোনটি?
Created: 1 month ago
A
ঘাতক
B
স্বজন
C
মহাজন
D
কুজন
খাতক এর বিপরীত শব্দ মহাজন, কুজন - সুজন

0
Updated: 1 month ago
'গরীয়ান' শব্দের শুদ্ধ স্ত্রীবাচক শব্দ কোনটি?
Created: 2 weeks ago
A
গরিয়সিনী
B
গরিয়ানী
C
গরিয়াসী
D
গরীয়সী
বিশেষ নিয়মে সাধিত স্ত্রীবাচক শব্দ
১. ‘তা’ → ‘ত্রী’
যেসব পুরুষবাচক শব্দের শেষে তা থাকে, স্ত্রীবাচক রূপে তা ত্রী হয়।
-
নেতা → নেত্রী
-
কর্তা → কর্ত্রী
-
শ্রোতা → শ্রোত্রী
-
ধাতা → ধাত্রী
২. অত্ / বান্ / মান / ঈয়ান রূপান্তর
-
অত্ → অতী
-
সৎ → সতী
-
মহৎ → মহতী
-
-
বান্ → বতী
-
গুণবান → গুণবতী
-
রূপবান → রূপবতী
-
-
মান → মতি
-
শ্রীমান → শ্রীমতী
-
বুদ্ধিমান → বুদ্ধিমতী
-
-
ঈয়ান → ঈয়সী
-
গরীয়ান → গরীয়সী
-
৩. অন্যান্য বিশেষ রূপান্তর
-
সম্রাট → সম্রাজ্ঞী
-
রাজা → রানি
-
যুবক → যুবতী
-
শ্বশুর → শ্বশ্রু
-
নর → নারী
-
বন্ধু → বান্ধবী
-
দেবর → জা
-
শিক্ষক → শিক্ষয়িত্রী
-
স্বামী → স্ত্রী
-
পতি → পত্নী
-
সভাপতি → সভানেত্রী

0
Updated: 2 weeks ago
'আলো' এর বিপরীত শব্দ কোনটি?
Created: 4 days ago
A
আধার
B
কালো
C
বিমুখ
D
তিমির
• 'আলো' এর বিপরীত শব্দ — তিমির।
-
'তিমির' অর্থ: অন্ধকার।
• কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
-
উন্মুখ — বিমুখ
-
উন্নয়ন — অবনমন
-
ঔদাসীন্য — আসক্তি
-
ঔচিত্য — অনৌচিত্য
-
ঔদার্য — কার্পণ্য
-
ঐহিক — পারত্রিক
-
ঐকমত্য — মতভেদ
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 4 days ago