বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস কোনটি?
A
যোগাযোগ
B
বাঁধন-হারা
C
ছিন্নপত্র
D
প্রিয়তমাসু
উত্তরের বিবরণ
‘বাঁধন-হারা’ হলো বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস, রচিত কাজী নজরুল ইসলামের দ্বারা।
উপন্যাস সম্পর্কে তথ্য:
-
রচনার সাল: ১৯২৭
-
প্রথম পত্রোপন্যাস হিসেবে পরিচিত
-
উপন্যাসে মোট ১৮টি পত্র রয়েছে
-
রচনা শুরু হয় কাজী নজরুল ইসলামের করাচী অবস্থানের সময়
-
ধারাবাহিকভাবে প্রকাশিত হয় ‘মোসলেম ভারত’ পত্রিকায়
-
নায়ক: নুরুল হুদা
-
অন্যান্য চরিত্র: রবিউল, রাবেয়া, সোফিয়া, মাহবুবা প্রমুখ
অন্য সাহিত্যকর্ম:
-
‘বীরাঙ্গনা কাব্য’: মাইকেল মধুসূদন দত্ত রচিত পত্রকাব্য
-
‘ছিন্নপত্র’: রবীন্দ্রনাথ ঠাকুর রচিত পত্র সংকলন
-
রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস: যোগাযোগ
0
Updated: 1 month ago
নিচের কোনটি কাজী নজরুল ইসলাম রচিত প্রথম উপন্যাস?
Created: 1 month ago
A
ব্যথার দান
B
কুহেলিকা
C
মৃত্যু-ক্ষুধা
D
বাঁধন-হারা
‘বাঁধন-হারা’ কাজী নজরুল ইসলাম রচিত প্রথম উপন্যাস, যা বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস হিসেবেও পরিচিত। এটি ধারাবাহিকভাবে মুসলিম ভারত পত্রিকায় প্রকাশিত হয় এবং ১৩৩৪ বঙ্গাব্দে গ্রন্থাকারে প্রকাশিত হয়। উপন্যাসের মূল চরিত্রগুলোর মধ্যে রয়েছে নুরু, রবিউল, রাবেয়া, সােফিয়া, মাহবুবা প্রমুখ।
কাজী নজরুল ইসলাম:
-
জন্ম: ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে ১৮৯৯), বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে।
-
ডাক নাম: দুখু মিয়া
-
বাংলা সাহিত্যের ইতিহাসে পরিচিত ‘বিদ্রোহী কবি’ হিসেবে এবং আধুনিক বাংলা গানে ‘বুলবুল’ নামে খ্যাত।
তাঁর রচিত উপন্যাস:
-
বাঁধন-হারা
-
কুহেলিকা
-
মৃত্যু-ক্ষুধা
বিখ্যাত কাব্যগ্রন্থ:
-
অগ্নিবীণা
-
বিষের বাঁশি
-
ভাঙার গান
-
সাম্যবাদী
-
সর্বহারা
-
ফণীমনসা
-
জিঞ্জির
-
প্রলয় শিখা
-
সন্ধ্যা
0
Updated: 1 month ago
কাজী নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থ নয় কোনটি?
Created: 1 month ago
A
প্রলয় শিখা
B
অগ্নিবীণা
C
পূজারিণী
D
চন্দ্ৰবিন্দু
'পূজারিণী' কাজী নজরুল ইসলাম রচিত কোনো পৃথক কাব্যগ্রন্থ নয়, এটি মূলত তাঁর 'দোলন চাঁপা' কাব্যগ্রন্থের অন্তর্গত একটি কবিতা।
• কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থসমূহ:
-
অগ্নিবীণা
-
সঞ্চিতা
-
চিত্তনামা
-
মরুভাস্কর
-
প্রলয়শিখা
-
নির্ঝর
-
ভাঙার গান
-
সর্বহারা
-
শেষ সওগাত
-
ফণি-মনসা
-
চক্রবাক
-
সাম্যবাদী
-
ছায়ানট
-
পুবের হাওয়া
-
জিঞ্জির
-
বিষের বাঁশি
-
দোলনচাঁপা
-
চন্দ্রবিন্দু
-
সিন্ধু হিন্দোল
-
নতুন চাঁদ ইত্যাদি
0
Updated: 1 month ago
কাজী নজরুল ইসলাম রচিত 'রণসঙ্গীত' প্রথম কী নামে প্রকাশিত হয়?
Created: 1 month ago
A
জাগরণের গান
B
নতুনের গান
C
স্বাধীনতার গান
D
চল্ চল্ চল্
রণসঙ্গীত
-
রচয়িতা: কাজী নজরুল ইসলাম
-
মূল কবিতার চরণ সংখ্যা: ২১
-
প্রকাশ: ১৯২৮ (১৩৩৫) সালে ঢাকার শিখা পত্রিকার বার্ষিক সংখ্যায়, শিরোনাম ‘নতুনের গান’
-
পরবর্তীতে নামকরণ: ‘চল্ চল্ চল্’
-
সংগ্রহ: কাজী নজরুল ইসলামের সন্ধ্যা কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত
সঙ্গীতের কিছু চরণ:
“চল্ চল্ চল্! / ঊর্ধ্ব গগনে বাজে মাদল
নিম্নে উতলা ধরণী-তল, / অরুণ প্রাতের তরুণ দল-”
কাজী নজরুল ইসলাম
-
জাতীয়তা ও পরিচিতি: বাংলাদেশের জাতীয় কবি; অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতিতে অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব
-
জন্ম: ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে ১৮৯৯), পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রাম
-
ডাক নাম: দুখু মিয়া
-
খ্যাতি: বাংলা সাহিত্যে ‘বিদ্রোহী কবি’, আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’
উৎস:
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
-
বাংলাপিডিয়া
-
সন্ধ্যা কাব্যগ্রন্থ, কাজী নজরুল ইসলাম
0
Updated: 1 month ago