A
মিশুক
B
তেজস্বী
C
বাঁধনি
D
নিন্দক
উত্তরের বিবরণ
সংস্কৃত তদ্ধিত প্রত্যয় দ্বারা গঠিত কিছু শব্দ ও প্রকৃতি:
-
তেজঃ + বিন = তেজস্বী
-
মেধা + বিন = মেধাবী
-
মায়া + বিন = মায়াবী
-
যশঃ + বিন = যশস্বী
-
নীলিমা = নীল = ইমন
-
গুরু + অ = গৌরব
কৃৎ-প্রত্যয়:
-
ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয়, সেগুলোকে কৃৎ-প্রত্যয় বলা হয়।
-
কৃৎ-প্রত্যয় দিয়ে গঠিত শব্দকে কৃদন্ত শব্দ বলা হয়।
উদাহরণ:
-
√বাঁধ + অনি = বাঁধনি
-
√নিন্দ্ + অক = নিন্দক
-
√মিশ + উক = মিশুক
উপরের উদাহরণে, ‘অনি’, ‘অক’, ‘উক’ হলো কৃৎ-প্রত্যয়, এবং ‘বাঁধনি’, ‘নিন্দক’, ‘মিশুক’ হলো কৃদন্ত শব্দ।

0
Updated: 13 hours ago
‘শ্রবণ’ শব্দটির প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
Created: 1 week ago
A
শ্রবণ+অ
B
√শ্রী + অন
C
√শ্ৰু + অন
D
√শ্রব + অন
অন - প্রত্যয়ান্ত শব্দগুলো সাধারণ ক্রিয়াবাচক বিশেষ্যরূপে ব্যবহৃত হয়। যেমন: শ্রবণ = √শ্রু + অন (কৃৎ প্রত্যয়)

0
Updated: 1 week ago
‘শৈশব’-এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
Created: 1 month ago
A
শিশু + ষ্ণ
B
শিশু + ষ্ণ্য
C
শিশু + শব
D
শৈ + শব
যে শব্দের সাথে 'ষ্ণ' অ - প্রত্যয় যুক্ত হয়, তার প্রাতিপদিকের অন্ত্যস্বরের উ - কার ও ও - কারে পরিণত হয়। ও + অ সন্ধিতে 'অব' হয়। যেমন - গুরু + ষ্ণ = গৌরব, শিশু + ষ্ণ = শৈশব, লঘু + ষ্ণ = লাঘব, মধুর + ষ্ণ = মাধব।

0
Updated: 1 month ago
”দোলনা” শব্দের সঠিক প্রকৃত-প্রত্যয় কোনটি?
Created: 1 month ago
A
√দুল্ + অন
B
√দুল্ + অনা
C
√দল্ + ওনা
D
√দুল্ + আন
• ”অনা”- কৃৎ প্রত্যয় যোগে বাংলা শব্দ গঠন:
- √দুল্ + অনা= দুলনা> দোলনা।
- √খেল্ + অনা =খেলনা।
উল্লেখ্য,
- ধাতুর সঙ্গে যখন কোনো ধ্বনি বা ধ্বনি-সমষ্টি যুক্ত হয়ে বিশেষ্য বা বিশেষণ পদ তৈরি হয়, তখন ক্রিয়ামূল বা ধাতুকে বলা হয় ক্রিয়া প্রকৃতি বা প্রকৃতি, আর ক্রিয়া প্রকৃতির সঙ্গে যে ধ্বনি বা ধ্বনিসমষ্টি যুক্ত হয়, তাকে বলে কৃৎ-প্রত্যয়।
যেমন-
- চল্ (ক্রিয়া প্রকৃতি)+ অন (কৃৎ-প্রত্যয়) = চলন (বিশেষ্য পদ)।
- চল (ক্রিয়া প্রকৃতি) + অন্ত (কৃৎ-প্রত্যয়) = চলন্ত (বিশেষণ পদ)।

0
Updated: 1 month ago