A
বিভীষীকা
B
কৃপন
C
রূপায়ণ
D
অপরাহ্ন
উত্তরের বিবরণ
শুদ্ধ বানান: রূপায়ণ
-
অর্থ: মূর্তি বা আকার দান, রূপদান, বাস্তবে পরিণতকরণ
অন্য কিছু শব্দের শুদ্ধ রূপ ও অর্থ:
-
বিভীষিকা (বিশেষ্য) = আতঙ্ক, ভীতিকর ঘটনা
-
অপরাহ্ণ (সংস্কৃত) = মধ্যাহ্ন থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়, বিকেল
-
কৃপণ = অত্যন্ত ব্যয়কুণ্ঠ, অনুদার

0
Updated: 13 hours ago
নিচের কোনটি শুদ্ধ বাক্য?
Created: 1 month ago
A
গাছে কাঁঠাল মাথায় তেল।
B
এটা লজ্জাকর ব্যাপার।
C
কালীদাস খ্যাতমান কবি।
D
একের লাঠি দশের বোঝা।
শুদ্ধ বাক্য- এটা লজ্জাকর ব্যাপার।
অন্যদিকে,
• অশুদ্ধ বাক্য- গাছে কাঁঠাল মাথায় তেল।
• শুদ্ধ বাক্য- গাছে কাঁঠাল গোঁফে তেল।
• অশুদ্ধ বাক্য- কালীদাস খ্যাতমান কবি।
• শুদ্ধ বাক্য- কালীদাস খ্যাতিমান কবি।
• অশুদ্ধ বাক্য- একের লাঠি দশের বোঝা।
• শুদ্ধ বাক্য- দশের লাঠি একের বোঝা।

0
Updated: 1 month ago
কোন বানানটি শুদ্ধ?
Created: 1 week ago
A
মাষ্টার
B
পোশাক
C
জিনিষ
D
পোষ্ট অফিস
‘ষ-ত্ব’ বিধান অনুযায়ী – কেবল তৎসম শব্দেই ‘ষ-ত্ব’ বিধান প্রযোজ্য। বিদেশি শব্দে ‘ষ-ত্ব’ বিধান প্রযোজ্য নয়। ‘পোষ্ট’ ও ‘মাষ্টার’ শব্দটি ইংরেজি এবং ‘পোশাক’ ফারসি ভাষার শব্দ, তাই এতে ‘ষ’-ত্ব বিধান প্রযোজ্য হবে না। সঠিক বানান – পোস্ট, মাস্টার ও পোশাক।

0
Updated: 1 week ago
নিচের কোন বানানটি অশুদ্ধ?
Created: 1 week ago
A
সায়াহ্ন
B
মনোহারিণী
C
নিরূপণ
D
লণ্ঠণ
ঘ) লণ্ঠণ
ব্যাখ্যা:
-
লণ্ঠণ → অশুদ্ধ রূপ, শুদ্ধ রূপ হলো লন্ঠন।
-
অন্যান্য শুদ্ধ রূপের উদাহরণ:
-
সায়াহ্ন → সন্ধ্যা
-
মনোহারিণী → মনোহরণকারী
-
নিরূপণ → নির্ণয়, সিদ্ধান্ত
-
উৎস:
-
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান

0
Updated: 1 week ago