A
পাখি
B
খরগোশ
C
উড়োজাহাজ
D
আকাশ
উত্তরের বিবরণ
‘খপোত’ শব্দের অর্থ হলো বিমান, উড়োজাহাজ, আকাশযান।
অন্যান্য শব্দের অর্থ:
-
‘খরগোশ’ = শশক
-
‘গাড়ি’ = পণ্য বহনের জন্য ব্যবহৃত শকট
-
‘হরিণ’ = কুরঙ্গ, মৃগ, সুনয়ন
-
‘পাখি’ = পক্ষী, বিহগ, বিহঙ্গ, খেচর, বিহঙ্গম, শকুন্ত, অণ্ডজ, পতত্রী

0
Updated: 14 hours ago
'মানস' শব্দের অর্থ কী?
Created: 1 week ago
A
জনগণ
B
নরম
C
মন
D
কল্যাণ
শব্দার্থক সংক্ষিপ্ত তালিকা
-
মানস → মন
-
আভরণ → অলঙ্কার
-
আভাষ → ভূমিকা বা আলাপ
-
সওগাত → উপঢৌকন; উপহার
-
অঙ্গনা → অঙ্গসৌষ্ঠববিশিষ্ট নারী; সুন্দর নারী
-
ললনা → নারী, কান্তা, পত্নী
-
আফতাব → সূর্য
-
বিবর → গহ্বর
উৎস:
-
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান

0
Updated: 1 week ago
'বীরপ্রসূ' বলতে কী বোঝায়?
Created: 2 weeks ago
A
যে নারী বীর
B
যে নারী আনন্দ দান করে
C
যে নারী অতি উজ্জ্বল ও ফর্সা
D
যে নারী বীর সন্তান প্রসব করে
নারী সম্পর্কিত বিশেষণ বা সমার্থক শব্দ
-
যে নারী বীর সন্তান প্রসব করে: বীরপ্রসূ
-
যে নারী অতি উজ্জ্বল ও ফর্সা: মহাশ্বেতা
-
যে নারী আনন্দ দান করে: বিনোদিনী
-
যে নারী বীর: বীরাঙ্গনা
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 2 weeks ago
'কার মাথায় হাত বুলিয়েছ'- এখানে 'মাথা' শব্দের অর্থ -
Created: 1 month ago
A
স্বভাব নষ্ট করা
B
স্পর্ধা বাড়া
C
ফাঁকি দেওয়া
D
কোনো উপায়ে
'কার মাথায় হাত বুলিয়েছ'- এখানে 'মাথা' শব্দটি ‘ফাঁকি দেওয়া’ অর্থ প্রকাশ করে।
• একই শব্দের ভিন্নর্থক প্রয়োগ:
• মাথা ধরা (মাথায় যন্ত্রণা হওয়া) - ওষুধ খেয়ে রুগির মাথা ধরা কমেছে।
• মাথা পাতা (সম্মত হওয়া) - এ কাজে আমি মাথা পাততে পারি না।
• মাথা আসা ( বোধগম্য হওয়া) - অঙ্কটি কিছুতেই আমার মাথায় আসছে না।
• মাথা খাওয়া (নষ্ট করা) - অতি আদর দিয়ে ছেলেটার মাথা খেয়ো না।
• মাথা ঠেকান (প্রণাম করা) - ও আমার দেশের মাটি, তোমার তরে ঠেকাই মাথা৷
• মাথায় উঠা (প্রশয় পাওয়ার) - আদর পেয়ে ছেলেটা মাথায় উঠে যাচ্ছে।
• মাথা গরম করা (চটিয়া যাওয়া) - এত অল্পে ছেলেটা মাথায় উঠে যাচ্ছে।
• চোখের মাথা খাওয়া (অন্ধ হওয়া) - চোখের মাথা না খেলে কেউ এমন কাজ করতে পারে?
• মাথার দিব্যি (শপথ) - মাথার দিব্যি, দয়া করে এ কাজ করো না।
উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 month ago