'সিংহ' এর প্রতিশব্দ কোনটি?
A
কুঞ্জর
B
মৃগেন্দ্র
C
লোচন
D
ভুজঙ্গ
উত্তরের বিবরণ
‘সিংহ’ এর প্রতিশব্দ হলো মৃগেন্দ্র।
‘সিংহ’ এর সমার্থক শব্দ: পশুরাজ, কেশরী, মৃগেন্দ্র, মৃগরাজ।
অন্যদিকে:
-
কুঞ্জর = ‘হাতি’ এর প্রতিশব্দ
-
ভুজঙ্গ = ‘সাপ’ এর প্রতিশব্দ
-
লোচন = ‘চোখ’ এর প্রতিশব্দ
0
Updated: 1 month ago
'Intellectual' শব্দের বাংলা পরিভাষা-
Created: 2 months ago
A
মেধা
B
বুদ্ধিবৃত্তি
C
বিচারবুদ্ধি
D
বোধশক্তি
ইংরেজি শব্দ ও বাংলায় পরিভাষা
| ইংরেজি শব্দ | বাংলা পরিভাষা / অর্থ |
|---|---|
| Intellectual | ধীশক্তি সম্বন্ধী; বৌদ্ধিক; বুদ্ধিবৃত্তিক; বুদ্ধিবৃত্তি |
| Intellect | বোধশক্তি ও বিচারবুদ্ধি; ধী; ধীশক্তি; মেধা |
সূত্র: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা ও অভিগম্য অভিধান
0
Updated: 2 months ago
অর্থতত্ত্বের আলোচনার অন্তর্ভুক্ত বিষয় কোনটি?
Created: 2 months ago
A
ষ-ত্ব ও ণ-ত্ব বিধান
B
সমাস
C
প্রতিশব্দ
D
সন্ধি
ব্যাকরণের গুরুত্বপূর্ণ তত্ত্বসমূহ
১. অর্থতত্ত্ব (Semantics / বাগর্থতত্ত্ব)
-
সংজ্ঞা: ব্যাকরণের সেই অংশ যেখানে শব্দ, বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয়।
-
আলোচ্য বিষয়:
-
বিপরীত শব্দ
-
প্রতিশব্দ
-
শব্দজোড়
-
বাগধারা
-
শব্দ, বর্গ ও বাক্যের ব্যঞ্জনা
-
-
অন্য নাম: বাগর্থতত্ত্ব
২. ধ্বনিতত্ত্ব (Phonetics / Phonology)
-
আলোচ্য বিষয়:
-
ষ-ত্ব ও ণ-ত্ব বিধান
-
সন্ধি
-
৩. রূপতত্ত্ব (Morphology)
-
আলোচ্য বিষয়:
-
সমাস
-
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)
0
Updated: 2 months ago
‘কোরক’ শব্দের সমাৰ্থক শব্দ কোনটি?
Created: 1 month ago
A
কুঁড়ি
B
কৃতকর্ম
C
কড়ি
D
কুহক
'কোরক' শব্দের সমার্থক শব্দ কুঁড়ি। কুঁড়ি শব্দের অর্থ: মুকুল, কোরক, কলিকা ইত্যাদি।
0
Updated: 1 month ago