A
কুঞ্জর
B
মৃগেন্দ্র
C
লোচন
D
ভুজঙ্গ
উত্তরের বিবরণ
‘সিংহ’ এর প্রতিশব্দ হলো মৃগেন্দ্র।
‘সিংহ’ এর সমার্থক শব্দ: পশুরাজ, কেশরী, মৃগেন্দ্র, মৃগরাজ।
অন্যদিকে:
-
কুঞ্জর = ‘হাতি’ এর প্রতিশব্দ
-
ভুজঙ্গ = ‘সাপ’ এর প্রতিশব্দ
-
লোচন = ‘চোখ’ এর প্রতিশব্দ

0
Updated: 14 hours ago
হাতি শব্দের সমর্থক নয় কোনটি?
Created: 1 week ago
A
উরগ
B
কুঞ্জর
C
বারন
D
হস্তী
হাতি শব্দটির সমার্থক শব্দ বা পতিশব্দ: গজ, হস্তী, করী, দ্বিপ, বারণ, মাতঙ্গ, কুঞ্জর, দন্তী, দ্বিরদ, নাগ, দন্তাবল, ইরম্মদ, নগজ, করেণু, পিল, রদী, রদনী, মাকনা ।

0
Updated: 1 week ago
'উদক' শব্দের সমার্থক শব্দ কোনটি?
Created: 1 month ago
A
পর্বত
B
পানি
C
মেঘ
D
হাতি
'পানি' শব্দের সমার্থক শব্দ
পানি শব্দটির একাধিক সমার্থক (অর্থে মিল আছে এমন) শব্দ আছে। যেমন: জল, নীর, উদক, সলিল, অপ, প্রাণদ, তোয়, জীবন ইত্যাদি।
ব্যাখ্যাঃ
‘পানি’ শব্দের মতো অর্থ বোঝাতে বাংলা ভাষায় আরও কিছু শব্দ ব্যবহার করা হয়। এই শব্দগুলো হচ্ছে—জল, নীর, উদক, সলিল, অপ, তোয়, প্রাণদ ও জীবন। এসব শব্দকেই সমার্থক শব্দ বলা হয়, কারণ এগুলোর মানে মূলত একই—সবই পানিকেই বোঝায়।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (নবম-দশম শ্রেণি, ২০২১ সংস্করণ)

0
Updated: 1 month ago
২৫) 'Patois' এর পারিভাষিক শব্দ -
Created: 3 weeks ago
A
বিভাষা
B
আঞ্চলিক ভাষা
C
সাধু ভাষা
D
চলিত ভাষা
ভাষা সম্পর্কিত পারিভাষিক শব্দসমূহ
-
Patois → আঞ্চলিক ভাষা
-
Foreign language → বিভাষা
-
Classical language; elegant / polished / chaste language → সাধু ভাষা
-
Colloquial language → চলিত ভাষা
উৎস:
-
বাংলা একাডেমি, প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ (দ্বিতীয় খণ্ড)
-
প্রশাসনিক পরিভাষা
-
অভিগম্য অভিধান

0
Updated: 3 weeks ago