Where does the poet hear the sound of the lake water lapping?
A
At Innisfree
B
In his dream
C
While standing on the roadway or pavement
D
While asleep
উত্তরের বিবরণ
Yeats বলেছেন তিনি “while I stand on the roadway, or on the pavements grey” তখনও লেকের পানির শব্দ শুনতে পান। এটি দেখায় যে শহরের ব্যস্ত রাস্তার মাঝেও তার মনের ভেতর প্রকৃতির ডাক বেজে ওঠে।
এটি প্রকৃতির সঙ্গে কবির গভীর মানসিক সংযোগ প্রকাশ করে। যদিও তিনি বাস্তবে শহরে আছেন, তবু Innisfree-এর প্রকৃতি তার অন্তরে বেঁচে থাকে।
2
Updated: 1 month ago
What does the rocking cradle in the poem “The Second Coming” symbolize?
Created: 1 month ago
A
Birth of a new terrifying age
B
Innocence of children
C
Joy of family life
D
Religious hope
Bethlehem-এর cradle সাধারণত শান্তির প্রতীক, কিন্তু এখানে তা দানবের জন্মের প্রতীক। অর্থাৎ ভয়ঙ্কর নতুন যুগের সূচনা।
0
Updated: 1 month ago
What type of imagery dominates the poem “The Lake Isle of Innisfree”?
Created: 1 month ago
A
Urban imagery
B
Natural imagery
C
Religious imagery
D
Political imagery
“The Lake Isle of Innisfree” কবিতায় সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে Natural imagery। Yeats লেকের পানি, মৌমাছির গুঞ্জন, কুঁড়েঘর, বীন রো, শিশির—এসব চিত্রকল্প ব্যবহার করে প্রকৃতির শান্ত পরিবেশ তৈরি করেছেন।
Natural imagery কবিতাটিকে ধ্যানমগ্ন ও প্রশান্তির অনুভূতি দেয়। শহুরে ব্যস্ততা ও প্রকৃতির শান্তির বৈপরীত্য বোঝাতে তিনি প্রকৃতির ছবি ব্যবহার করেছেন। এই ধরনের চিত্রকল্প পাঠককে বাস্তব অভিজ্ঞতার মতো প্রকৃতির ভেতর নিয়ে যায়।
0
Updated: 1 month ago
The poem “Isle of Innisfree” is written by-
Created: 2 months ago
A
Dylan Thomas
B
Ezra Pound
C
W. H. Auden
D
W. B. Yeats
W.B.
Yeats ছিলেন একজন বিখ্যাত আইরিশ কবি। তিনি ১ম Irishman হিসেবে ১৯২৩ সালে সাহিত্যে নোবেল
: পুরস্কার লাভ করেন। WB Yeats বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘গীতাঞ্জলি' অনুবাদ করতে
সাহায্য করেছিলেন এবং অনূদিত গ্রন্থ 'Song Offerings'-এর ভূমিকা লিখে দিয়েছিলেন।
W.B. Yeats রচিত বিখ্যাত কিছু কবিতা নিম্নরূপ-
1.
The Lake Isle of Innisfree 2. The Second Coming 3. Sailing to Byzantium 4. Leda
and the Swan 5. Death Long-legged Fly 6. No Second Troy 7. Easter 1916
2
Updated: 2 months ago