What kind of glimmer is seen at midnight in the poem?
A
Silver glimmer
B
Purple glimmer
C
Golden glimmer
D
Yellow glimmer
উত্তরের বিবরণ
কবিতায় বলা হয়েছে “There midnight’s all a glimmer”, যা silver glimmer বা রুপালি আভা বোঝায়। এটি রাতের শান্তি ও প্রকৃতির মায়াবী রূপকে প্রতীকায়িত করে। এই গ্লিমার হলো প্রকৃতির জ্যোৎস্নার রূপ, যা কোলাহলমুক্ত পরিবেশে ধ্যানমগ্ন এক আবহ তৈরি করে। Yeats এখানে প্রকৃতির রহস্যময় সৌন্দর্যকে গুরুত্ব দিয়েছেন।
0
Updated: 1 month ago
How does Yeats describe his daughter’s appearance in the poem"A Prayer for My Daughter"?
Created: 1 month ago
A
As a symbol of innocence and beauty
B
As a reflection of the past
C
As a perfect replica of his wife
D
As a politically aware figure
Yeats কবিতায় তার কন্যার সুন্দরতা এবং পবিত্রতাকে একসাথে চিত্রিত করেছেন। তিনি চান তার কন্যা এমন একজন মানুষ হয়ে উঠুক, যার মধ্যে নম্রতা, সৌন্দর্য এবং সত্যতার প্রকাশ ঘটে।
0
Updated: 1 month ago
The poem “Isle of Innisfree” is written by-
Created: 2 months ago
A
Dylan Thomas
B
Ezra Pound
C
W. H. Auden
D
W. B. Yeats
W.B.
Yeats ছিলেন একজন বিখ্যাত আইরিশ কবি। তিনি ১ম Irishman হিসেবে ১৯২৩ সালে সাহিত্যে নোবেল
: পুরস্কার লাভ করেন। WB Yeats বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘গীতাঞ্জলি' অনুবাদ করতে
সাহায্য করেছিলেন এবং অনূদিত গ্রন্থ 'Song Offerings'-এর ভূমিকা লিখে দিয়েছিলেন।
W.B. Yeats রচিত বিখ্যাত কিছু কবিতা নিম্নরূপ-
1.
The Lake Isle of Innisfree 2. The Second Coming 3. Sailing to Byzantium 4. Leda
and the Swan 5. Death Long-legged Fly 6. No Second Troy 7. Easter 1916
2
Updated: 2 months ago
What is the form of the poem “The Lake Isle of Innisfree”?
Created: 1 month ago
A
Sonnet
B
Lyric
C
Elegy
D
Ode
“The Lake Isle of Innisfree” কবিতাটি একটি Lyric poem, যেখানে কবি তার ব্যক্তিগত আবেগ ও অনুভূতিকে প্রকাশ করেছেন। Lyric-এর মূল বৈশিষ্ট্য হলো সংক্ষিপ্ত আকারে গভীর আবেগকে প্রকাশ করা।
Yeats এখানে নিজের অন্তর্গত শান্তির আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন, যা প্রকৃতির সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। Lyric কবিতা সাধারণত গাওয়ার উপযোগী হয় এবং এর ধ্বনি ও ছন্দে সঙ্গীতধর্মী গুণ থাকে।
এই কবিতাতেও দেখা যায় ছন্দ ও মসৃণ ধ্বনির ব্যবহার, যা পাঠকের মনে ধ্যানমগ্নতা জাগায়। শহরের কোলাহল থেকে মুক্ত হয়ে প্রকৃতির কোলে ফিরে যাওয়ার স্বপ্ন একান্ত ব্যক্তিগত আবেগ, যা Lyric কবিতার বৈশিষ্ট্যের সঙ্গে মিলে যায়।
0
Updated: 1 month ago