What kind of glimmer is seen at midnight in the poem?
A
Silver glimmer
B
Purple glimmer
C
Golden glimmer
D
Yellow glimmer
উত্তরের বিবরণ
কবিতায় বলা হয়েছে “There midnight’s all a glimmer”, যা silver glimmer বা রুপালি আভা বোঝায়। এটি রাতের শান্তি ও প্রকৃতির মায়াবী রূপকে প্রতীকায়িত করে। এই গ্লিমার হলো প্রকৃতির জ্যোৎস্নার রূপ, যা কোলাহলমুক্ত পরিবেশে ধ্যানমগ্ন এক আবহ তৈরি করে। Yeats এখানে প্রকৃতির রহস্যময় সৌন্দর্যকে গুরুত্ব দিয়েছেন।
0
Updated: 1 month ago
What universal theme does the poem “The Second Coming” explore?
Created: 1 month ago
A
Collapse of civilizations and rebirth of violence
B
Eternal joy of nature
C
Innocence of childhood
D
Growth of technology
“The Second Coming” কবিতাটি কেবল একটি সময়ের নয়, বরং মানবসভ্যতার পতন ও পুনর্জন্মের ভয়ঙ্কর থিম। পুরনো সভ্যতা ধ্বংস হলে আবার নতুন কিন্তু হিংস্র যুগ জন্ম নেয়। এটি ইতিহাসের চক্র।
0
Updated: 1 month ago
What is the form of the poem “The Lake Isle of Innisfree”?
Created: 1 month ago
A
Sonnet
B
Lyric
C
Elegy
D
Ode
“The Lake Isle of Innisfree” কবিতাটি একটি Lyric poem, যেখানে কবি তার ব্যক্তিগত আবেগ ও অনুভূতিকে প্রকাশ করেছেন। Lyric-এর মূল বৈশিষ্ট্য হলো সংক্ষিপ্ত আকারে গভীর আবেগকে প্রকাশ করা।
Yeats এখানে নিজের অন্তর্গত শান্তির আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন, যা প্রকৃতির সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। Lyric কবিতা সাধারণত গাওয়ার উপযোগী হয় এবং এর ধ্বনি ও ছন্দে সঙ্গীতধর্মী গুণ থাকে।
এই কবিতাতেও দেখা যায় ছন্দ ও মসৃণ ধ্বনির ব্যবহার, যা পাঠকের মনে ধ্যানমগ্নতা জাগায়। শহরের কোলাহল থেকে মুক্ত হয়ে প্রকৃতির কোলে ফিরে যাওয়ার স্বপ্ন একান্ত ব্যক্তিগত আবেগ, যা Lyric কবিতার বৈশিষ্ট্যের সঙ্গে মিলে যায়।
0
Updated: 1 month ago
Which season’s imagery is most present in the poem “The Lake Isle of Innisfree”?
Created: 1 month ago
A
Summer
B
Spring
C
Winter
D
Autumn
কবিতায় মৌমাছি, বীন রো এবং শান্ত দুপুরের আভা—এসব মিলিয়ে গ্রীষ্মকালীন পরিবেশ ফুটে উঠেছে। Summer এখানে উষ্ণতা ও প্রাচুর্যের প্রতীক। Yeats দেখাতে চেয়েছেন প্রকৃতির প্রাণশক্তি ও শান্তি একসাথে বিদ্যমান। গ্রীষ্মকাল প্রকৃতির পূর্ণ বিকাশকে চিত্রিত করে।
0
Updated: 1 month ago