A
The sound of the lake water lapping
B
The sound of wind in the forest
C
The sound of falling rain
D
The sound of flowing river
উত্তরের বিবরণ
Yeats শহরের কোলাহলে দাঁড়িয়ে থেকেও শোনেন লেকের পানির ঢেউ তীরে লেগে ওঠার শব্দ। এটি প্রকৃতির শান্ত ও অবিরাম ছন্দের প্রতীক। এই শব্দ তার মনে শান্তি ও প্রশান্তি আনে, যা শহুরে ব্যস্ততা থেকে মুক্তির আকাঙ্ক্ষা প্রকাশ করে।
এই ধ্বনি বাস্তবে তিনি লন্ডনে শুনছিলেন না, বরং তার কল্পনায় Innisfree-এর সঙ্গে একাত্ম হয়ে উঠছিলেন। কবির জন্য প্রকৃতি কেবল ভৌত অভিজ্ঞতা নয়, বরং গভীর আধ্যাত্মিক ডাক।

0
Updated: 15 hours ago
Which poetic form is used in the poem “The Lake Isle of Innisfree”?
Created: 11 hours ago
A
Free verse
B
Lyric poetry
C
Ballad
D
Epic
“The Lake Isle of Innisfree” কবিতা হলো একটি Lyric poem, যেখানে কবি নিজের ব্যক্তিগত অনুভূতি ও আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। Lyric কাব্যের মূল বৈশিষ্ট্য হলো আবেগ ও ব্যক্তিগত অভিজ্ঞতা। Yeats তার নিঃসঙ্গতার আকাঙ্ক্ষা, প্রকৃতির শান্তি এবং আত্মশুদ্ধির চিন্তা lyrically প্রকাশ করেছেন।

0
Updated: 11 hours ago
What is Yeats’s attitude towards the Easter Rising in "Easter 1916"?
Created: 2 hours ago
A
He fully supports it
B
He is indifferent to it
C
He is conflicted but respectful
D
He is openly critical of it
Yeats এই কবিতায় দ্বিধান্বিত এবং শ্রদ্ধাশীল মনোভাব প্রদর্শন করেছেন। তিনি ইরিশ বিদ্রোহের ফলে মানুষের আত্মত্যাগ এবং তাদের ক্ষমতার প্রতি সম্মান দেখালেও, তিনি সেই বিদ্রোহের রাজনৈতিক প্রেক্ষাপট এবং পরিণতি নিয়ে কিছুটা বিরোধিতা করেন।

0
Updated: 2 hours ago
What historical event most directly shaped “The Second Coming”?
Created: 2 hours ago
A
World War I
B
World War II
C
French Revolution
D
American Revolution
“The Second Coming” কবিতাটি লেখা হয় প্রথম বিশ্বযুদ্ধের পরপরই। ইউরোপ তখন ভগ্ন, কোটি মানুষের মৃত্যু হয়েছে, এবং রাজনৈতিক অস্থিরতা ছড়িয়ে পড়েছে। Yeats যুদ্ধোত্তর বিশৃঙ্খল বিশ্ব দেখে অনুভব করেন যে পুরনো সভ্যতা ধ্বংস হয়ে যাচ্ছে এবং নতুন, ভয়ঙ্কর এক যুগ জন্ম নিচ্ছে। কবিতার প্রতিটি চিত্র—রক্তে ভেসে যাওয়া ঢেউ, কেন্দ্রের পতন, দানবের জন্ম—সবই যুদ্ধের ভয়াবহ অভিজ্ঞতার প্রতীক।

0
Updated: 2 hours ago