How does peace come at Innisfree according to the poet?
A
Peace comes suddenly
B
Peace comes dropping slow
C
Peace comes violently
D
Peace comes with crowd
উত্তরের বিবরণ
কবি বলেন শান্তি আসে “dropping slow” অর্থাৎ ধীরে ধীরে, নিঃশব্দে। এটি প্রকৃতির শান্ত গতি বোঝায় যেখানে সময় ধীর গতিতে প্রবাহিত হয়। শহুরে জীবনের কোলাহল থেকে ভিন্ন, Innisfree-এর শান্তি হলো দীর্ঘস্থায়ী এবং গভীর অনুভূতি। এই ধারণা কবিতায় Yeats-এর প্রকৃতির প্রতি আত্মিক আকর্ষণ প্রকাশ করে।
1
Updated: 1 month ago
What is the meter of the poem “The Lake Isle of Innisfree”?
Created: 1 month ago
A
Iambic pentameter
B
Iambic tetrameter
C
Trochaic tetrameter
D
Free rhythm
“The Lake Isle of Innisfree” কবিতাটি মূলত Iambic tetrameter-এ লেখা, অর্থাৎ প্রতিটি লাইনে চারটি মাত্রার (foot) iambic ধ্বনি আছে। Iambic ধ্বনি হলো এক অপ্রধান শব্দাংশের পরে এক প্রধান শব্দাংশ (da-DUM)। এই ছন্দ কবিতাকে মসৃণ ও সংগীতধর্মী করেছে।
প্রকৃতির শান্তি, পানির ঢেউয়ের মৃদু শব্দ, মৌমাছির গুঞ্জন—সবকিছু এই ছন্দের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। Yeats ইচ্ছাকৃতভাবে এমন ছন্দ ব্যবহার করেছেন যাতে পাঠক শহরের কোলাহল ভুলে গিয়ে ধ্যানমগ্ন এক জগতে প্রবেশ করে।
0
Updated: 1 month ago
What historical event most directly shaped “The Second Coming”?
Created: 1 month ago
A
World War I
B
World War II
C
French Revolution
D
American Revolution
“The Second Coming” কবিতাটি লেখা হয় প্রথম বিশ্বযুদ্ধের পরপরই। ইউরোপ তখন ভগ্ন, কোটি মানুষের মৃত্যু হয়েছে, এবং রাজনৈতিক অস্থিরতা ছড়িয়ে পড়েছে। Yeats যুদ্ধোত্তর বিশৃঙ্খল বিশ্ব দেখে অনুভব করেন যে পুরনো সভ্যতা ধ্বংস হয়ে যাচ্ছে এবং নতুন, ভয়ঙ্কর এক যুগ জন্ম নিচ্ছে। কবিতার প্রতিটি চিত্র—রক্তে ভেসে যাওয়া ঢেউ, কেন্দ্রের পতন, দানবের জন্ম—সবই যুদ্ধের ভয়াবহ অভিজ্ঞতার প্রতীক।
0
Updated: 1 month ago
What does Yeats mean by "Too long a sacrifice" in "Easter 1916"?
Created: 1 month ago
A
The sacrifices made by the rebels were excessive
B
The Irish people have been struggling for too long
C
The martyrs of the rebellion are not fully appreciated
D
The poet’s own sacrifices for the cause
Yeats এখানে ইরিশ জনগণের দীর্ঘকালীন সংগ্রাম এবং অত্যাধিক ত্যাগ বোঝাচ্ছেন। দীর্ঘ সময় ধরে তারা তাদের স্বাধীনতা ও অধিকারকে রক্ষা করতে সংগ্রাম করেছে, এবং এই সংগ্রাম তাদের মধ্যে এক ধরনের ক্লান্তি এবং যন্ত্রণা সৃষ্টি করেছে।
1
Updated: 1 month ago