Which insect is mentioned in the poem?
A
Cricket
B
Grasshopper
C
Bee
D
Cicada
উত্তরের বিবরণ
কবিতায় উল্লেখ আছে “a hive for the honey-bee”। মৌমাছি এখানে প্রতীকীভাবে ব্যবহৃত হয়েছে। এটি কর্মঠতা, প্রকৃতির প্রাণশক্তি এবং মধুরতার প্রতীক। Yeats প্রকৃতির জীবনচক্র ও আত্মনির্ভরতার ইঙ্গিত দিতে মৌমাছির কথা বলেছেন। এটি বোঝায় যে Innisfree-তে কেবল শান্তি নয়, প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে সক্রিয় জীবনযাপনও সম্ভব।
0
Updated: 1 month ago
What does the rocking cradle in the poem “The Second Coming” symbolize?
Created: 1 month ago
A
Birth of a new terrifying age
B
Innocence of children
C
Joy of family life
D
Religious hope
Bethlehem-এর cradle সাধারণত শান্তির প্রতীক, কিন্তু এখানে তা দানবের জন্মের প্রতীক। অর্থাৎ ভয়ঙ্কর নতুন যুগের সূচনা।
0
Updated: 1 month ago
What is the significance of the repetition of the line “A terrible beauty is born” in W. B. Yeats’s poem “Easter 1916”?
Created: 1 month ago
A
It emphasizes the futility of the rebellion
B
It highlights the tension between destruction and creation
C
It points to the political power of the rebellion
D
It symbolizes the suffering of the Irish people
Yeats এই রিপিটেশন দ্বারা ধ্বংস এবং সৃষ্টির মধ্যে সংঘর্ষ তুলে ধরেছেন। বিদ্রোহের পরিণতি, যদিও কিছু অমর এবং সুন্দর সৃষ্টি করেছে, তা ছিল প্রচণ্ড ধ্বংসের মাধ্যমে। Yeats এই দ্বন্দ্বকে বিশেষভাবে চিত্রিত করেছেন।
3
Updated: 1 month ago
What philosophical idea is reflected in the poem “The Lake Isle of Innisfree”?
Created: 1 month ago
A
Romantic ideal of returning to nature
B
Materialism
C
Industrial progress
D
Modern scientific thought
“The Lake Isle of Innisfree” কবিতায় প্রতিফলিত হয়েছে Romantic যুগের প্রকৃতিতে ফেরার আদর্শ। রোমান্টিক কবিরা মনে করতেন প্রকৃতির মাঝে মানুষ শান্তি, সত্য ও আধ্যাত্মিকতা খুঁজে পায়। Yeats এই ধারণা গ্রহণ করে নিজের কবিতায় প্রকাশ করেছেন।
Innisfree তার কাছে শান্তি ও ধ্যানমগ্ন জীবনের প্রতীক। শহরের যান্ত্রিক জীবনের বিপরীতে প্রকৃতি তাকে আত্মিক তৃপ্তি দেয়। এই রোমান্টিক আদর্শ Wordsworth, Coleridge প্রমুখ কবিরাও প্রকাশ করেছিলেন। Yeats সেই ধারাকে নতুনভাবে আয়ারল্যান্ডের প্রেক্ষাপটে উপস্থাপন করেছেন।
0
Updated: 1 month ago