একটি কাঠের টুকরোর দৈর্ঘ্য আরেকটি টুকরোর দৈর্ঘ্যর ৩ গুণ। টুকরো দুটো সংযুক্ত করা হলে সংযুক্ত টুকরোটির দৈর্ঘ্য ছোট টুকরোর চেয়ে কতগুণ বড় হবে?
A
৩ গুণ
B
৪ গুণ
C
৫ গুণ
D
৮ গুণ
উত্তরের বিবরণ
প্রশ্ন: একটি কাঠের টুকরোর দৈর্ঘ্য আরেকটি টুকরোর দৈর্ঘ্যর ৩ গুণ। টুকরো দুটো সংযুক্ত করা হলে সংযুক্ত টুকরোটির দৈর্ঘ্য ছোট টুকরোর চেয়ে কতগুণ বড় হবে?
সমাধান:
ধরি,
ছোট টুকরার দৈর্ঘ্য ক ফুট
বড় টুকরার দৈর্ঘ্য = ৩ক
সংযুক্ত টুকরার দৈর্ঘ্য = (৩ক + ক) = ৪ক ফুট
অতএব
সংযুক্ত টুকরোটির দৈর্ঘ্য ছোট টুকরোর চেয়ে ৪গুণ বড় হবে।

0
Updated: 1 month ago