How many bean-rows does the poet plan to cultivate?
A
Ten
B
Nine
C
Seven
D
Twelve
উত্তরের বিবরণ
কবিতায় কবি বলেন তিনি “nine bean-rows” রাখবেন। নয় সংখ্যা এখানে প্রতীকী, যা অনেক সংস্কৃতিতে পূর্ণতা, আধ্যাত্মিক পরিপূর্ণতা এবং শৃঙ্খলার প্রতীক। কৃষিকাজের এই উল্লেখ প্রকৃতির সঙ্গে মিশে গিয়ে স্বনির্ভর জীবনের ধারণা প্রকাশ করে। এটি শহরের কোলাহল থেকে পালিয়ে শান্তিপূর্ণ ও শ্রমনির্ভর জীবনের ইঙ্গিত বহন করে।
2
Updated: 1 month ago
What sound device is used in “lake water lapping”?
Created: 1 month ago
A
Alliteration
B
Assonance
C
Onomatopoeia
D
Rhyme
“The Lake Isle of Innisfree” কবিতায় “lake water lapping”-এ Alliteration ব্যবহৃত হয়েছে, কারণ এখানে একাধিক শব্দে একই ধ্বনির পুনরাবৃত্তি আছে। “l” ধ্বনির পুনরাবৃত্তি পানির ঢেউয়ের মৃদু শব্দকে শ্রুতিমধুর করেছে।
এটি প্রকৃতির ধ্বনি বাস্তব অনুভূতির মতো শোনায়। Yeats ইচ্ছাকৃতভাবে এই শব্দগুচ্ছ ব্যবহার করেছেন যাতে প্রকৃতির ছন্দ ও প্রশান্তি পাঠকের কানে প্রতিধ্বনিত হয়।
0
Updated: 1 month ago
What is Spiritus Mundi?
Created: 2 weeks ago
A
A beast
B
A sphinx
C
The collective soul of the world
D
Christ
“Spiritus Mundi” শব্দটি W. B. Yeats-এর বিখ্যাত কবিতা “The Second Coming”-এ ব্যবহৃত হয়েছে। এর অর্থ হলো বিশ্বের সমষ্টিগত আত্মা বা universal mind, যেখানে মানবজাতির সমস্ত myth, symbol ও archetypal image জমা থাকে।
-
Yeats-এর মতে, এই Spiritus Mundi হলো এমন এক অদৃশ্য ভাণ্ডার (storehouse), যেখান থেকে কবি বা ভাবুকরা তাদের দর্শন ও অনুপ্রেরণা গ্রহণ করে। অর্থাৎ এটি ব্যক্তিগত চিন্তা নয়, বরং সমগ্র মানবচেতনার সম্মিলিত রূপ।
-
কবিতায় বলা হয়েছে, এই Spiritus Mundi থেকেই “rough beast” নামের এক ভয়াবহ প্রতীকের জন্ম হয়, যা নতুন এক যুগের অস্থির ও বিধ্বংসী পরিবর্তনের প্রতীক।
সুতরাং, Spiritus Mundi বলতে বোঝায় the collective soul of the world, যা মানবজাতির সমষ্টিগত অভিজ্ঞতা ও কল্পনার প্রতীক।
0
Updated: 2 weeks ago
What symbolic meaning can be attached to “nine bean-rows”?
Created: 1 month ago
A
Simplicity and self-sufficiency
B
Wealth and luxury
C
Power and authority
D
Entertainment and joy
“nine bean-rows” প্রতীকীভাবে বোঝায় প্রকৃতির সঙ্গে স্বনির্ভর, সরল জীবনযাপন। এখানে নয় সংখ্যাটি পূর্ণতা ও শৃঙ্খলার প্রতীক। Yeats চান এমন জীবন যেখানে প্রকৃতির কাছ থেকে খাদ্য সংগ্রহ করা যায় এবং শান্ত পরিবেশে শ্রম ও প্রশান্তি মেলে। এটি আত্মনির্ভরতা ও আধ্যাত্মিক শান্তির প্রতীক।
1
Updated: 1 month ago