A
Peace comes suddenly
B
Peace comes dropping slow
C
Peace comes violently
D
Peace comes with crowd
উত্তরের বিবরণ
কবি বলেন শান্তি আসে “dropping slow” অর্থাৎ ধীরে ধীরে, নিঃশব্দে। এটি প্রকৃতির শান্ত গতি বোঝায় যেখানে সময় ধীর গতিতে প্রবাহিত হয়। শহুরে জীবনের কোলাহল থেকে ভিন্ন, Innisfree-এর শান্তি হলো দীর্ঘস্থায়ী এবং গভীর অনুভূতি। এই ধারণা কবিতায় Yeats-এর প্রকৃতির প্রতি আত্মিক আকর্ষণ প্রকাশ করে।

0
Updated: 15 hours ago
What does Yeats mean by “the world’s fate” in the poem "A Prayer for My Daughter"?
Created: 1 hour ago
A
His own future
B
The future of his daughter and her generation
C
The future of Ireland’s politics
D
The spiritual destiny of mankind
Yeats কবিতায় “the world’s fate” বলতে বোঝাচ্ছেন তার কন্যার ভবিষ্যৎ এবং তার প্রজন্মের ভবিষ্যৎ। তিনি চান, তার কন্যা একটি অস্থির দুনিয়া থেকে মুক্ত হয়ে শান্তিপূর্ণ এবং সুরক্ষিত জীবন কাটাক।

0
Updated: 1 hour ago
What historical event most directly shaped “The Second Coming”?
Created: 2 hours ago
A
World War I
B
World War II
C
French Revolution
D
American Revolution
“The Second Coming” কবিতাটি লেখা হয় প্রথম বিশ্বযুদ্ধের পরপরই। ইউরোপ তখন ভগ্ন, কোটি মানুষের মৃত্যু হয়েছে, এবং রাজনৈতিক অস্থিরতা ছড়িয়ে পড়েছে। Yeats যুদ্ধোত্তর বিশৃঙ্খল বিশ্ব দেখে অনুভব করেন যে পুরনো সভ্যতা ধ্বংস হয়ে যাচ্ছে এবং নতুন, ভয়ঙ্কর এক যুগ জন্ম নিচ্ছে। কবিতার প্রতিটি চিত্র—রক্তে ভেসে যাওয়া ঢেউ, কেন্দ্রের পতন, দানবের জন্ম—সবই যুদ্ধের ভয়াবহ অভিজ্ঞতার প্রতীক।

0
Updated: 2 hours ago
Why does the poet refer to “the dying generations” in "Sailing to Byzantium"?
Created: 2 hours ago
A
To express the transience of life
B
To refer to the elderly people
C
To show the political decay
D
To criticize the younger generation
Yeats “dying generations” বলছেন জীবনের ক্ষয়শীলতা ও অস্থায়িত্ব তুলে ধরতে। তিনি দেখতে পাচ্ছেন যে, বয়স বাড়ার সাথে সাথে মানুষ এবং সমাজের পরিবর্তনশীলতা তার চূড়ান্ত পরিণতিতে পৌঁছে, যা তাকে চিন্তিত করে।

0
Updated: 2 hours ago