What kind of dwelling does the poet wish to build at Innisfree?
A
A stone castle
B
A small hut made of clay and wattles
C
A wooden church
D
A fisherman’s cottage
উত্তরের বিবরণ
Yeats কল্পনায় একটি ছোট কুঁড়েঘর বানাতে চান, যা মাটি ও ডালের তৈরি হবে। এটি প্রতীকী, কারণ এখানে সরল জীবনযাপন ও প্রকৃতির সঙ্গে একাত্মতার ইঙ্গিত আছে। শহরের বিলাসী জীবনের বিপরীতে এই কুঁড়েঘর হলো নিস্তব্ধতা ও শান্তির জায়গা। কবির কাছে এটি শুধু একটি আশ্রয় নয়, বরং একধরনের আধ্যাত্মিক শুদ্ধির প্রতীক।
1
Updated: 1 month ago
What symbolic meaning can be attached to “nine bean-rows”?
Created: 1 month ago
A
Simplicity and self-sufficiency
B
Wealth and luxury
C
Power and authority
D
Entertainment and joy
“nine bean-rows” প্রতীকীভাবে বোঝায় প্রকৃতির সঙ্গে স্বনির্ভর, সরল জীবনযাপন। এখানে নয় সংখ্যাটি পূর্ণতা ও শৃঙ্খলার প্রতীক। Yeats চান এমন জীবন যেখানে প্রকৃতির কাছ থেকে খাদ্য সংগ্রহ করা যায় এবং শান্ত পরিবেশে শ্রম ও প্রশান্তি মেলে। এটি আত্মনির্ভরতা ও আধ্যাত্মিক শান্তির প্রতীক।
1
Updated: 1 month ago
Who wrote The Second Coming?
Created: 1 month ago
A
Robert Frost
B
John Keats
C
Percy Bysshe Shelley
D
William Butler Yeats
The Second Coming
-
লেখক: William Butler Yeats
-
ধরণ: Two-stanza blank verse poem
-
বিষয়: ভবিষ্যদ্বাণীমূলক কবিতা, বিশ্বযুদ্ধ পরবর্তী বিশৃঙ্খলা ও সভ্যতার অনিশ্চয়তা
William Butler Yeats
-
Irish poet, playwright, writer
-
আধুনিক ইংরেজি সাহিত্যের প্রধান ব্যক্তিত্ব
-
আয়ারল্যান্ডের ঐতিহ্য ও রাজনীতি দ্বারা প্রভাবিত
-
জন্মভূমির প্রতি ভালোবাসা তার কবিতায় প্রতিফলিত
-
Ireland-এর National Poet
-
Nobel Prize in Literature: 1923 (প্রথম Irish)
Notable Poems:
-
No Second Troy
-
The Second Coming
-
A Prayer for My Daughter
-
The Tower, Easter 1916
-
September 1913
-
The Stolen Child
-
Sailing to Byzantium
-
The Lake Isle of Innisfree
-
The Man Who Dreamed of Fairyland
-
An Irish Airman Foresees His Death
0
Updated: 1 month ago
What is Spiritus Mundi?
Created: 2 weeks ago
A
A beast
B
A sphinx
C
The collective soul of the world
D
Christ
“Spiritus Mundi” শব্দটি W. B. Yeats-এর বিখ্যাত কবিতা “The Second Coming”-এ ব্যবহৃত হয়েছে। এর অর্থ হলো বিশ্বের সমষ্টিগত আত্মা বা universal mind, যেখানে মানবজাতির সমস্ত myth, symbol ও archetypal image জমা থাকে।
-
Yeats-এর মতে, এই Spiritus Mundi হলো এমন এক অদৃশ্য ভাণ্ডার (storehouse), যেখান থেকে কবি বা ভাবুকরা তাদের দর্শন ও অনুপ্রেরণা গ্রহণ করে। অর্থাৎ এটি ব্যক্তিগত চিন্তা নয়, বরং সমগ্র মানবচেতনার সম্মিলিত রূপ।
-
কবিতায় বলা হয়েছে, এই Spiritus Mundi থেকেই “rough beast” নামের এক ভয়াবহ প্রতীকের জন্ম হয়, যা নতুন এক যুগের অস্থির ও বিধ্বংসী পরিবর্তনের প্রতীক।
সুতরাং, Spiritus Mundi বলতে বোঝায় the collective soul of the world, যা মানবজাতির সমষ্টিগত অভিজ্ঞতা ও কল্পনার প্রতীক।
0
Updated: 2 weeks ago