Who is the author of The Lake Isle of Innisfree?
A
John Keats
B
T. S. Eliot
C
W. B. Yeats
D
W. H. Auden
উত্তরের বিবরণ
এই কবিতার রচয়িতা William Butler Yeats, যিনি আয়ারল্যান্ডের জাতীয় কবি এবং ১৯২৩ সালে নোবেল পুরস্কার অর্জন করেন। Yeats ছিলেন আয়ারিশ লিটারারি রিভাইভাল আন্দোলনের অন্যতম নেতা। তিনি আয়ারল্যান্ডের প্রকৃতি, লোককাহিনি ও জাতীয় চেতনা তার কবিতায় ফুটিয়ে তুলেছেন।
The Lake Isle of Innisfree তার প্রাথমিক কবিতার মধ্যে অন্যতম, যেখানে শান্তি ও প্রকৃতির সঙ্গে নিবিড় সম্পর্কের আকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছে।
0
Updated: 1 month ago
What is the tone of the poem “The Lake Isle of Innisfree”?
Created: 1 month ago
A
Meditative and longing
B
Satirical
C
Angry
D
Tragic
কবিতার টোন হলো ধ্যানমগ্ন ও আকাঙ্ক্ষামূলক। Yeats শহর ছেড়ে প্রকৃতির কোলে ফিরে যেতে চান। প্রতিটি লাইনে ধ্যান, নিস্তব্ধতা ও শান্তির প্রতি আকাঙ্ক্ষা প্রকাশ পায়।
0
Updated: 1 month ago
Which rebel leader does Yeats criticize most harshly in "Easter 1916"?
Created: 1 month ago
A
Patrick Pearse
B
James Connolly
C
John MacBride
D
Eamon de Valera
Yeats কবিতায় John MacBride-কে নেতিবাচকভাবে চিত্রিত করেছেন। তিনি তাকে “drunken, vainglorious lout” হিসেবে বর্ণনা করেছেন, যার ব্যক্তিগত জীবন ও কুকীর্তির কারণে Yeats তাকে একজন প্রতিকূল চরিত্র হিসেবে মনে করেন।
1
Updated: 1 month ago
What universal theme does the poem “The Second Coming” explore?
Created: 1 month ago
A
Collapse of civilizations and rebirth of violence
B
Eternal joy of nature
C
Innocence of childhood
D
Growth of technology
“The Second Coming” কবিতাটি কেবল একটি সময়ের নয়, বরং মানবসভ্যতার পতন ও পুনর্জন্মের ভয়ঙ্কর থিম। পুরনো সভ্যতা ধ্বংস হলে আবার নতুন কিন্তু হিংস্র যুগ জন্ম নেয়। এটি ইতিহাসের চক্র।
0
Updated: 1 month ago