A
A stone castle
B
A small hut made of clay and wattles
C
A wooden church
D
A fisherman’s cottage
উত্তরের বিবরণ
Yeats কল্পনায় একটি ছোট কুঁড়েঘর বানাতে চান, যা মাটি ও ডালের তৈরি হবে। এটি প্রতীকী, কারণ এখানে সরল জীবনযাপন ও প্রকৃতির সঙ্গে একাত্মতার ইঙ্গিত আছে। শহরের বিলাসী জীবনের বিপরীতে এই কুঁড়েঘর হলো নিস্তব্ধতা ও শান্তির জায়গা। কবির কাছে এটি শুধু একটি আশ্রয় নয়, বরং একধরনের আধ্যাত্মিক শুদ্ধির প্রতীক।

0
Updated: 15 hours ago
What does the “sages standing in God’s holy fire” represent in "Sailing to Byzantium"?
Created: 2 hours ago
A
The timeless wisdom of the ancients
B
The moral decline of society
C
The peace of the afterlife
D
The destruction of civilization
“Sages standing in God’s holy fire” দিয়ে Yeats বোঝাতে চেয়েছেন প্রাচীন জ্ঞানের অমরত্ব। এই জ্ঞান কখনো ক্ষয় হয় না, বরং আগুনে শুদ্ধ হয়ে চিরকাল বেঁচে থাকে। Yeats Byzantium-কে এমন একটি স্থান হিসেবে চিত্রিত করেছেন যেখানে চিরস্থায়ী জ্ঞান ও শিল্পের জন্ম।

0
Updated: 2 hours ago
What is the mood of the poem "Easter 1916"?
Created: 2 hours ago
A
Optimistic
B
Ambivalent and reflective
C
Joyful
D
Melancholic and regretful
Yeats কবিতাটিতে আবেগপ্রবণ এবং দ্বিধান্বিত মেজাজে আলোচনা করেছেন। তিনি ইরিশ বিদ্রোহের গুরুত্ব স্বীকার করলেও, তিনি নিজেও এই বিদ্রোহের পরিণতি নিয়ে মিশ্র অনুভুতি প্রকাশ করেছেন। কবিতায় দ্বন্দ্ব, ভাবনা এবং ইতিহাসের প্রতি একটি গভীর প্রতিফলন দেখা যায়।

0
Updated: 2 hours ago
Who wrote the poem 'Sailing to Byzantium'?
Created: 6 days ago
A
Joseph Conrad
B
William Hazlitt
C
Robert Browning
D
William Butler Yeats
The poem Sailing to Byzantium was written by William Butler Yeats.
• Sailing to Byzantium
-
এটি William Butler Yeats রচিত একটি বিখ্যাত কবিতা।
-
এটি ১৯২৭ সালে তাঁর কাব্যসংকলনে প্রকাশিত হয় এবং এটি তাঁর অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে বিবেচিত।
-
Yeats-এর দৃষ্টিতে, প্রাচীন Byzantium ছিল শিল্পের চিরন্তন রূপান্তরের সবচেয়ে বিশুদ্ধ প্রতিচ্ছবি।
-
এই কবিতাটি তার অসাধারণ গীতিময়তার (remarkable lyricism) জন্য বিখ্যাত।
• William Butler Yeats (1865-1939)
-
He was an Irish poet, dramatist, and prose writer.
-
তাঁকে Ireland এর National poet বলা হয়ে থাকে।
-
একজন কবি এবং নাট্যকার হিসাবে, তাঁর সাহিত্যকর্ম আয়ারল্যান্ডের ঐতিহ্য ও রাজনীতির দ্বারা প্রভাবিত হয়েছিল।
-
নিজের জন্মভূমির প্রতি তাঁর ভালোবাসা বিভিন্ন কবিতায় প্রকাশিত হয়েছে।
-
W. B. Yeats ছিলেন প্রথম আইরিশ ব্যক্তি যিনি Nobel Prize in Literature লাভ করেন।
-
১৯২৩ সালে তিনি সাহিত্যে Nobel Prize অর্জন করেন।
-
Abbey Theatre হচ্ছে Yeats প্রতিষ্ঠাকৃত Irish National Theatre Society।
-
মৃত্যুর আগ পর্যন্ত তিনি এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
• Major Poems
-
The Wild Swans at Coole
-
The Tower
-
The Winding Stair and Other Poems
-
The Second Coming
-
The Cat and the Moon
-
Sailing to Byzantium
-
The Lake Isle of Innisfree
-
Among School Children
-
A Prayer for My Daughter
-
When You Are Old
-
Easter 1916
-
September 1919
-
The Wanderings of Oisin
-
Leda and the Swan
• Notable Plays
-
The Resurrection
-
The Only Jealousy of Emer
-
The Dreaming of the Bones
-
Four Plays for Dancers
-
Calvary
-
Cathleen ni Houlihan
-
The Countess Cathleen
• Prose
-
A Vision
-
Celtic Twilight (essay)
Sources:
-
Britannica
-
Poetry Foundation

0
Updated: 6 days ago