A
In Lough Gill, County Sligo
B
In River Thames, London
C
In Lake District, England
D
In Dublin city
উত্তরের বিবরণ
Innisfree হলো আয়ারল্যান্ডের Sligo অঞ্চলের Lough Gill লেকের একটি ছোট দ্বীপ। Yeats শৈশবে এই অঞ্চল ভ্রমণ করেছিলেন এবং দ্বীপটির প্রকৃতি তার মনে গভীর ছাপ ফেলে। পরে শহরের কোলাহল থেকে মুক্তি পেতে তিনি এই দ্বীপের কথা কল্পনা করেন। তাই Innisfree তার কাছে শান্তি, সরলতা ও প্রাকৃতিক জীবনের প্রতীক হয়ে ওঠে।

0
Updated: 15 hours ago
What does Yeats say about the “revolt” in "Easter 1916"?
Created: 2 hours ago
A
It was necessary for the survival of Ireland
B
It brought about meaningful change
C
It was a misguided effort
D
It ended in complete failure
Yeats কবিতায় বিদ্রোহকে কিছুটা বিভ্রান্তিকর এবং অকার্যকর বলে উল্লেখ করেছেন। যদিও তিনি স্বাধীনতা সংগ্রামীদের ত্যাগ এবং বীরত্ব কে সম্মান জানান, তিনি মনে করেন যে বিদ্রোহের পরিণতি ইরিশ জনগণের জন্য অস্থিরতা এবং রাজনৈতিক অস্থিরতা তৈরি করেছে।

0
Updated: 2 hours ago
In W. B. Yeats’s poem “The Lake Isle of Innisfree”, how many bean-rows does the poet plan to cultivate?
Created: 1 hour ago
A
Ten
B
Nine
C
Seven
D
Twelve
কবিতায় কবি বলেন তিনি “nine bean-rows” রাখবেন। নয় সংখ্যা এখানে প্রতীকী, যা অনেক সংস্কৃতিতে পূর্ণতা, আধ্যাত্মিক পরিপূর্ণতা এবং শৃঙ্খলার প্রতীক। কৃষিকাজের এই উল্লেখ প্রকৃতির সঙ্গে মিশে গিয়ে স্বনির্ভর জীবনের ধারণা প্রকাশ করে। এটি শহরের কোলাহল থেকে পালিয়ে শান্তিপূর্ণ ও শ্রমনির্ভর জীবনের ইঙ্গিত বহন করে।

0
Updated: 1 hour ago
What broader theme does the poem “The Second Coming” represent about history?
Created: 2 hours ago
A
Cyclical rise and fall
B
Linear progress
C
Eternal peace
D
Sudden stasis
Yeats-এর gyre তত্ত্ব অনুযায়ী ইতিহাস চক্রাকারে ওঠানামা করে। এক সময় সভ্যতা গড়ে ওঠে, আবার ধ্বংস হয়। “The Second Coming”-এ এই ধারণা প্রতিফলিত হয়েছে—পুরনো সভ্যতা শেষ হয়ে যাচ্ছে, নতুন ভয়ঙ্কর যুগ আসছে।

0
Updated: 2 hours ago