পিতা-মাতার ভরণ-পোষণ আইন, ২০১৩ অনুসারে পিতা-মাতার ভরণ-পোষণ না করলে অর্থদণ্ড অনাদায়ের ক্ষেত্রে কত মাসের কারাদণ্ডে দণ্ডিত হবে?
A
৩ মাস
B
৫ মাস
C
২ মাস
D
৬ মাস
উত্তরের বিবরণ
পিতা-মাতার ভরণ-পোষণ আইন, ২০১৩ সন্তানের মাধ্যমে পিতা-মাতা তথা পরিবারের প্রবীণ সদস্যদের ভরণ-পোষণ নিশ্চিত করার জন্য প্রণীত।
-
আইনটি প্রণয়ন করা হয় ২০১৩ সালে, যার উদ্দেশ্য হলো সন্তান কর্তৃক পিতা-মাতার ভরণ-পোষণ নিশ্চিত করা।
-
ধারা ৩ অনুযায়ী, প্রত্যেক সন্তান তার পিতা-মাতার ভরণ-পোষণ নিশ্চিত করতে বাধ্য।
-
ধারা ৪ অনুযায়ী,
-
পিতার অবর্তমানে সন্তানকে দাদা-দাদীর ভরণ-পোষণ করতে হবে,
-
মাতার অবর্তমানে সন্তানকে নানা-নানীর ভরণ-পোষণ করতে হবে,
এবং এই ভরণ-পোষণ পিতা-মাতার ভরণ-পোষণের অন্তর্ভুক্ত বলে গণ্য হবে।
-
-
ধারা ৫ অনুযায়ী, ভরণ-পোষণ না করলে শাস্তির বিধান রয়েছে—
-
ধারা ৩ বা ৪ এর বিধান লঙ্ঘন অপরাধ হিসেবে গণ্য হবে।
-
এর জন্য সর্বোচ্চ ১ লক্ষ টাকা অর্থদণ্ড হতে পারে।
-
অর্থদণ্ড অনাদায়ে সর্বোচ্চ ৩ মাসের কারাদণ্ড দেওয়া হবে।
-
উৎস:
0
Updated: 1 month ago
ফৌজদারি কার্যবিধির কত ধারা অনুসারে পুলিশ ম্যাজিস্ট্রেটের আদেশ এবং ওয়ারেন্ট ব্যতীত কোন ব্যক্তিকে গ্রেফতার করতে পারে?
Created: 1 month ago
A
৫২ ধারা
B
৫৪ ধারা
C
৫৫ ধারা
D
৫৮ ধারা
ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা অনুযায়ী, কোনো পুলিশ কর্মকর্তা ম্যাজিস্ট্রেটের আদেশ বা ওয়ারেন্ট ছাড়া নির্দিষ্ট পরিস্থিতিতে ব্যক্তিকে গ্রেফতার করতে পারেন। এই ধারা প্রথম ১৮৯৮ সালে ব্রিটিশ শাসনকালে তৈরি করা হয়েছিল, মূলত ব্রিটিশবিরোধী গণ-আন্দোলন নিয়ন্ত্রণের জন্য।
-
পুলিশকে নির্দিষ্ট ৯টি কারণে বিনা পরোয়ানা বা আদেশ ছাড়া গ্রেফতারের ক্ষমতা প্রদান করা হয়েছে:
১. আমলযোগ্য অপরাধে জড়িত ব্যক্তি অথবা যার বিরুদ্ধে যুক্তিসঙ্গত অভিযোগ, বিশ্বাসযোগ্য তথ্য বা সন্দেহ আছে।
২. আইনসংগত কারণ ছাড়া যার নিকট ঘর ভাঙ্গার সরঞ্জাম পাওয়া গেছে।
৩. এই কার্যবিধি বা সরকারের আদেশ অনুযায়ী অপরাধী ঘোষণা করা ব্যক্তি।
৪. চোরাইমাল যার কাছে পাওয়া গেছে।
৫. পুলিশ কর্মকর্তার কাজে বাধা দানকারী বা হেফাজত হতে পলায়নকারী / পলায়নের চেষ্টা করা ব্যক্তি।
৬. সশস্ত্র বাহিনী হতে পলায়নকারী।
৭. দেশের ভিতরে শাস্তিযোগ্য দেশের বাইরে করা অপরাধে জড়িত ব্যক্তি।
৮. কোনো মুক্তিপ্রাপ্ত আসামি, যে কার্যবিধির ৫৬৫ (৩) উপধারা লঙ্ঘন করেছে।
৯. গ্রেফতারের জন্য পুলিশের কাছ থেকে অনুরোধ পত্র প্রাপ্ত ব্যক্তি।
এই ৯টি কারণে পুলিশকে বিপুল ক্ষমতা প্রদান করা হয়েছে।
উৎস:
0
Updated: 1 month ago
কোন নৃগোষ্ঠীর সমাজ ব্যবস্থা মাতৃতান্ত্রিক?
Created: 2 months ago
A
চাকমা
B
ত্রিপুরা
C
লুসাই
D
গারো
গারো জনগোষ্ঠী
-
গারো বাংলাদেশে বসবাসকারী একটি নৃগোষ্ঠী।
-
এরা দেশের টাংগাইল, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট ও গাজীপুর জেলায় বসবাস করে।
-
বাংলাদেশ ছাড়াও ভারতের মেঘালয় রাজ্যে গারো জনগোষ্ঠী বসবাস করে।
-
নৃ-বিজ্ঞানীদের মতে, গারোরা মঙ্গোলীয় জনগোষ্ঠীর তিব্বতীবর্মণ শাখার বোড়ো উপশাখার অন্তর্ভুক্ত।
-
আদি বাসভূমি বর্তমান চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিন-কিয়াং প্রদেশ, যেখান থেকে তারা দেশত্যাগ করে পরবর্তীকালে তিব্বতে দীর্ঘদিন বসবাস করেছিল।
-
পরে ভারতের উত্তর-পূর্ব পার্বত্য এলাকা এবং বাংলাদেশের উত্তরবঙ্গের কিছু অঞ্চলে এরা বসতি গড়ে।
-
গারোদের সমাজ ব্যবস্থা মাতৃতান্ত্রিক।
-
পরিবারে মা কর্তা ও সম্পত্তির অধিকারী, পিতা পরিবারের ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে।
-
সন্তানরা মায়ের পদবি অনুযায়ী পরিচিত হয়।
-
তথ্যসূত্র: বাংলাপিডিয়া।
0
Updated: 2 months ago
২০২৫ সালের জন্য বাংলাদেশ সরকার কোনটিকে ‘বর্ষপণ্য’ হিসেবে ঘোষণা করেছে?
Created: 2 months ago
A
হস্তশিল্প
B
ফার্নিচার পণ্য
C
চামড়াজাত পণ্য
D
ইলেকট্রনিক্স
বর্ষপণ্য-২০২৫:
-
ঘোষণা: সরকার ফার্নিচার বা আসবাবপত্রকে ২০২৫ সালের বর্ষপণ্য ঘোষণা করেছে।
-
প্রকাশক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
-
উদ্দেশ্য: দেশীয় পণ্যের প্রচার, প্রসার ও বিপণনের পাশাপাশি আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ।
-
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা:
-
১৯৯৫ সাল থেকে আয়োজন করা হচ্ছে।
-
যৌথ আয়োজক: বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।
-
১ জানুয়ারি, ২০২৫, পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার (বিসিএফসি)-তে ২৯তম মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ঘোষণা করা হয়।
-
-
রপ্তানি: ভারত, নেপাল ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে বাংলাদেশের ফার্নিচার রফতানি হয়।
-
প্রস্তাবনা: পণ্যের পাশাপাশি সেবা খাতে বিনিয়োগ এবং রপ্তানি বৃদ্ধির জন্য ব্যবসায়ীদের অনুরোধ জানান প্রধান উপদেষ্টা।
সূত্র: প্রথম আলো এবং BANGLADESH GOVERNMENT PRESS
0
Updated: 2 months ago