দেশের নির্বাহী কার্যক্রম কার নেতৃত্বে পরিচালিত হয়?
A
রাষ্ট্রপতি
B
প্রধানমন্ত্রী
C
মন্ত্রীপরিষদ সচিব
D
স্পীকার
উত্তরের বিবরণ
প্রধানমন্ত্রী বাংলাদেশের সংসদীয় সরকার ব্যবস্থায় রাষ্ট্রের নির্বাহী কার্যক্রমের প্রধান।
-
বাংলাদেশে সংসদীয় সরকার ব্যবস্থা বিদ্যমান, যেখানে সরকারের প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী।
-
প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের নির্বাহী কার্যক্রম পরিচালিত হয়।
-
জাতীয় সংসদের যে সদস্যকে সংখ্যাগরিষ্ঠ সংসদ-সদস্যের আস্থাভাজন বলে রাষ্ট্রপতির কাছে প্রতীয়মান হয়, রাষ্ট্রপতি তাঁকেই প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন।
-
সংবিধান অনুযায়ী, প্রধানমন্ত্রী উত্তরাধিকারী কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তাঁর পদে বহাল থাকবেন।
-
তবে সংসদের সংখ্যাগরিষ্ঠ সমর্থন হারালে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হয়, অথবা সংসদ ভেঙে দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে লিখিতভাবে পরামর্শ দিতে হয়।
-
প্রধানমন্ত্রী পদত্যাগ করলে তাঁর মন্ত্রিসভাও ভেঙে যায়।
-
এজন্য প্রধানমন্ত্রীকে সরকারের স্তম্ভ বলা হয়।
-
তিনি একই সাথে সংসদের নেতা এবং সরকারপ্রধান।
উৎস:
0
Updated: 1 month ago
'চিরস্থায়ী বন্দোবস্ত' কে প্রবর্তন করেন?
Created: 1 month ago
A
ওয়ারেন হেস্টিংস
B
রবার্ট ক্লাইভ
C
লর্ড কর্নওয়ালিস
D
লর্ড কার্জন
১৭৯৩ সালে গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস রাজস্ব আদায় সহজতর করার জন্য এবং একটি অনুগত শ্রেণি গঠনের উদ্দেশ্যে ‘চিরস্থায়ী বন্দোবস্ত’ প্রবর্তন করেন।
চিরস্থায়ী বন্দোবস্ত:
-
১৭৯৩ সালের ২২ মার্চ লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন।
-
নির্দিষ্ট পরিমাণ রাজস্ব পরিশোধের বিনিময়ে বাংলা, বিহার ও উড়িষ্যার জমিদারদের নিজ নিজ জমির উপর চিরস্থায়ী মালিকানা প্রদান করা হয়। এই ব্যবস্থাকেই চিরস্থায়ী বন্দোবস্ত বলা হয়।
-
চিরস্থায়ী বন্দোবস্তের ফলে কৃষকরা জমির উপর তাদের অধিকার হারায়।
-
অন্যদিকে, জমিদারদের স্থায়ী মালিকানা প্রতিষ্ঠিত হয়।
-
১৯৫০ সালে পূর্ববঙ্গ জমিদারি অধিগ্রহণ ও প্রজাস্বত্ত্ব আইনের মাধ্যমে জমিদারি প্রথা এবং চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থার উচ্ছেদ ঘটে।
সূত্র:
0
Updated: 1 month ago
বাংলাদেশ ডাল গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
Created: 1 month ago
A
জয়দেবপুর
B
ঈশ্বরদী
C
শিবগঞ্জ
D
ফার্মগেট
বাংলাদেশের ডাল গবেষণা কেন্দ্র ঈশ্বরদী, পাবনায় অবস্থিত এবং এটি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের অধীনে পরিচালিত একটি গবেষণা প্রতিষ্ঠান। কেন্দ্রটির একটি আঞ্চলিক কেন্দ্র মাদারীপুরে এবং একটি উপকেন্দ্র গাজীপুরে রয়েছে।
-
ডাল গবেষণা কেন্দ্রে বর্তমানে: প্রায় ৯টি ডাল জাতীয় ফসলের মোট ৪৩টি জাত উৎপন্ন ও উন্নয়ন করা হয়েছে।
উল্লেখযোগ্য অন্যান্য কৃষি গবেষণা কেন্দ্র:
-
মসলা গবেষণা কেন্দ্র: শিবগঞ্জ, বগুড়া
-
উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র: জয়দেবপুর, গাজীপুর
-
তৈল বীজ গবেষণা কেন্দ্র: জয়দেবপুর, গাজীপুর
-
উদ্ভিদ কৌলিক সম্পদ কেন্দ্র: জয়দেবপুর, গাজীপুর
0
Updated: 4 weeks ago
নিচের কোনটি ভাইরাসজনিত রোগ নয়?
Created: 1 month ago
A
ইনফ্লুয়েঞ্জা
B
জলাতঙ্ক
C
ডেঙ্গু
D
যক্ষ্মা
ব্যাকটেরিয়া ও ভাইরাস সম্পর্কিত তথ্য
ব্যাকটেরিয়া
-
যক্ষ্মা (Tuberculosis) হলো ব্যাকটেরিয়া জনিত রোগ।
-
অন্যান্য ব্যাকটেরিয়া জনিত রোগ উদাহরণ: টাইফয়েড, হাট, ইউরিনারি ট্র্যাক্ট সংক্রমণ ইত্যাদি।
-
ব্যাকটেরিয়া এককোষী প্রাণী, যা সরাসরি সংক্রমণ ঘটাতে পারে।
ভাইরাস
-
ভাইরাস হলো সংক্রমণকারী ক্ষুদ্র অণুজীব, যা কেবল জীবন্ত কোষের ভিতরে প্রজনন করতে পারে।
-
সাধারণ ভাইরাসজনিত রোগ:
-
সর্দি, ইনফ্লুয়েঞ্জা (ফ্লু)
-
ডেঙ্গু, জলাতঙ্ক, গুটিবসন্ত, জলবসন্ত
-
বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু
-
ভাইরাল হেপাটাইটিস ইত্যাদি
-
-
অন্যান্য জীবেও ভাইরাসজনিত রোগ হতে পারে – যেমন গাছপালা ও অন্যান্য প্রাণী।
-
উৎপত্তি: ল্যাটিন শব্দ Virus, যার অর্থ “বিষ”।
-
গঠন: নিউক্লিক অ্যাসিড (কেন্দ্রে) + প্রোটিন কোট (আবরণ)।
উৎস: উদ্ভিদ বিজ্ঞান, এইচএসসি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
0
Updated: 1 month ago