A
John Keats
B
T. S. Eliot
C
W. B. Yeats
D
W. H. Auden
উত্তরের বিবরণ
এই কবিতার রচয়িতা William Butler Yeats, যিনি আয়ারল্যান্ডের জাতীয় কবি এবং ১৯২৩ সালে নোবেল পুরস্কার অর্জন করেন। Yeats ছিলেন আয়ারিশ লিটারারি রিভাইভাল আন্দোলনের অন্যতম নেতা। তিনি আয়ারল্যান্ডের প্রকৃতি, লোককাহিনি ও জাতীয় চেতনা তার কবিতায় ফুটিয়ে তুলেছেন।
The Lake Isle of Innisfree তার প্রাথমিক কবিতার মধ্যে অন্যতম, যেখানে শান্তি ও প্রকৃতির সঙ্গে নিবিড় সম্পর্কের আকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছে।

0
Updated: 15 hours ago
What is the significance of “a world of changing things” in "A Prayer for My Daughter"?
Created: 1 hour ago
A
It represents the inevitability of death
B
It symbolizes the political changes in Ireland
C
It signifies the eternal cycle of nature
D
It highlights the instability of human existence
Yeats এখানে “a world of changing things” দিয়ে পৃথিবীর অস্থিরতা এবং মানুষের জীবনের অনিশ্চয়তা প্রকাশ করেছেন। তিনি চান, তার কন্যা এই বিশ্বের পরিবর্তনশীল প্রকৃতির মধ্যে শান্তি এবং শক্তি বজায় রাখুক।

0
Updated: 1 hour ago
What is Yeats’s attitude towards the Easter Rising in "Easter 1916"?
Created: 2 hours ago
A
He fully supports it
B
He is indifferent to it
C
He is conflicted but respectful
D
He is openly critical of it
Yeats এই কবিতায় দ্বিধান্বিত এবং শ্রদ্ধাশীল মনোভাব প্রদর্শন করেছেন। তিনি ইরিশ বিদ্রোহের ফলে মানুষের আত্মত্যাগ এবং তাদের ক্ষমতার প্রতি সম্মান দেখালেও, তিনি সেই বিদ্রোহের রাজনৈতিক প্রেক্ষাপট এবং পরিণতি নিয়ে কিছুটা বিরোধিতা করেন।

0
Updated: 2 hours ago
What is the significance of the repetition of the line “A terrible beauty is born” in W. B. Yeats’s poem “Easter 1916”?
Created: 2 hours ago
A
It emphasizes the futility of the rebellion
B
It highlights the tension between destruction and creation
C
It points to the political power of the rebellion
D
It symbolizes the suffering of the Irish people
Yeats এই রিপিটেশন দ্বারা ধ্বংস এবং সৃষ্টির মধ্যে সংঘর্ষ তুলে ধরেছেন। বিদ্রোহের পরিণতি, যদিও কিছু অমর এবং সুন্দর সৃষ্টি করেছে, তা ছিল প্রচণ্ড ধ্বংসের মাধ্যমে। Yeats এই দ্বন্দ্বকে বিশেষভাবে চিত্রিত করেছেন।

0
Updated: 2 hours ago