‘ষাটগম্বুজ মসজিদ’-এর নির্মাতা কে?
A
সুলতান নাসিরউদ্দীন মাহমুদ শাহ
B
খান আল-আজম উলুগ খান জাহান
C
মির্জা আবু তালিব
D
মুঘল সম্রাট আওরঙ্গজেব
উত্তরের বিবরণ
ষাটগম্বুজ মসজিদ বাংলাদেশের প্রাচীন ও বৃহত্তম মসজিদগুলির মধ্যে একটি এবং সমগ্র ভারতীয় উপমহাদেশে মুসলিম স্থাপত্যের অন্যতম চিত্তাকর্ষক নিদর্শন।
-
মসজিদের নির্মাতা ছিলেন খান আল-আজম উলুগ খান জাহান, যিনি তৎকালীন সুলতান নাসিরউদ্দীন মাহমুদ শাহ (১৪৩৫-৫৯)-এর সম্মানে বিজিত অঞ্চলকে খলিফাতাবাদ নামে নামকরণ করেন।
-
খান জাহান ১৪৫৯ সালে মৃত্যুর পূর্ব পর্যন্ত হাভেলি-খলিফাতাবাদ থেকে উক্ত অঞ্চল শাসন করেন। তাঁর শাসিত অঞ্চল বর্তমান বাগেরহাটের সাথে অভিন্ন হিসেবে শনাক্ত করা হয়েছে।
-
সময়ের ব্যবধানে মসজিদটি ক্ষয়প্রাপ্ত হওয়ার উপক্রম হয়।
-
ব্রিটিশ সরকার এর সংস্কার ও মেরামতের উদ্যোগ গ্রহণ করে, পরবর্তী সময়ে পাকিস্তান ও বাংলাদেশের প্রত্নতত্ত্ব বিভাগ ধারাবাহিকভাবে রক্ষণাবেক্ষণ চালিয়ে যায়।
-
বিশ শতকের আশির দশকের শুরুতে ইউনেসকো (UNESCO) এই ঐতিহাসিক স্থাপনার রক্ষণাবেক্ষণে কার্যকরী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করে, যা বর্তমানে শেষের পর্যায়ে রয়েছে।
উৎস:
0
Updated: 1 month ago
CPD এর পূর্ণরূপ কী?
Created: 1 month ago
A
Centre for Political Development
B
Council for People’s Democracy
C
Centre for Policy Dialogue
D
Committee for Public Discussion
CPD (Center for Policy Dialogue) হলো বাংলাদেশের একটি বেসরকারি গবেষণা সংস্থা, যা সরকারি নীতিমালা ও বাণিজ্যিক পদক্ষেপের জবাবদিহিতা নিশ্চিতকরণে কাজ করে।
-
প্রতিষ্ঠাতা: অর্থনীতিবিদ রেহমান সোবহান
-
প্রতিষ্ঠা: ১৯৯৩
-
সদর দপ্তর: ধানমন্ডি, ঢাকা
-
লক্ষ্য:
-
নাগরিক সমাজের ক্রমবর্ধমান চাহিদা পূরণে চাহিদা-চালিত ও জবাবদিহিমূলক উন্নয়ন প্রক্রিয়া গঠন
-
তথ্যবহুল বিতর্ক উদ্দীপনা
-
জ্ঞান সৃষ্টি ও নীতি নির্ধারণে প্রভাব
-
গবেষণা, সংলাপ, প্রচার ও সমর্থনের মাধ্যমে নীতি প্রভাবিত করা
-
0
Updated: 4 weeks ago
বাংলাদেশের কোন ব্যাংক সর্বপ্রথম গুগল পে কার্যক্রম চালু করে?
Created: 1 month ago
A
এবি ব্যাংক
B
সিটি ব্যাংক
C
প্রাইম ব্যাংক
D
ব্র্যাক ব্যাংক
গুগল পে হলো গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা, যা পূর্বে গুগল ওয়ালেট নামে পরিচিত ছিল।
-
বাংলাদেশে এই ডিজিটাল সেবা ২৪ জুন আনুষ্ঠানিকভাবে চালু করা হয়।
-
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এ সেবার উদ্বোধন করেন।
-
গুগল, মাস্টারকার্ড এবং ভিসার সহযোগিতায় সিটি ব্যাংক এই নগদবিহীন লেনদেন সেবা প্রদান করছে।
-
আপাতত গুগল পে সেবা সিটি ব্যাংকের গ্রাহকদের জন্য সীমাবদ্ধ, তবে ভবিষ্যতে অন্যান্য ব্যাংকও এতে যুক্ত হতে পারে।
উৎস:
0
Updated: 1 month ago
রাষ্ট্রবিজ্ঞানী জন অস্টিনের মতে আইনের উৎস কয়টি?
Created: 1 month ago
A
১টি
B
২টি
C
৪টি
D
৬টি
-
জন অস্টিন আইনের দৃষ্টবাদী তত্ত্বের কঠোর সমর্থক ছিলেন। তার মতে, আইনের একমাত্র উৎস হলো ‘সার্বভৌমের আদেশ’ (Sovereign Command)।
আইন:
-
আইন হলো ব্যক্তির বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণমূলক নিয়মের সমষ্টি, যা সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত।
-
জন অস্টিনের মতে আইনের উৎস মাত্র ১টি:
১. সার্বভৌমের আদেশ। -
অধ্যাপক হল্যান্ডের মতে আইনের উৎস ৬টি:
১. প্রথা
২. ধর্ম
৩. বিচারকের রায়
৪. ন্যায়বিচার
৫. বিজ্ঞানসম্মত আলোচনা
৬. আইনসভা -
ওপেনহাইমের মতে আইনের উৎস ৭টি:
১. প্রথা
২. ধর্ম
৩. বিচারকের রায়
৪. ন্যায়বিচার
৫. বিজ্ঞানসম্মত আলোচনা
৬. আইনসভা
৭. জনমত
উৎস: পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
0
Updated: 1 month ago