’তথ্য অধিকার আইন’ কত সালে পাস হয়?
A
২০১১ সালে
B
২০০৭ সালে
C
২০০৯ সালে
D
২০১৩ সালে
উত্তরের বিবরণ
তথ্য অধিকার আইন, ২০০৯ বাংলাদেশের জনগণের তথ্য অধিকার নিশ্চিত এবং তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার উদ্দেশ্যে প্রণীত একটি গুরুত্বপূর্ণ আইন।
-
আইনটি ৬ এপ্রিল, ২০০৯ তারিখে পাশ হয়।
-
এ আইনকে তথ্য অধিকার আইন, ২০০৯ নামে অভিহিত করা হয়েছে।
-
আইন অনুযায়ী—
-
ধারা ৮, ২৪ এবং ২৫ ব্যতীত অন্যান্য ধারা ২০ অক্টোবর, ২০০৮ থেকে কার্যকর বলে গণ্য হবে।
-
ধারা ৮, ২৪ এবং ২৫ ধারা ১ জুলাই, ২০০৯ থেকে কার্যকর হবে।
-
উৎস:
0
Updated: 1 month ago
২০২৫ সালে ’সাংবাদিকতা ও মানবাধিকারে’ একুশে পদক লাভ করেন কে?
Created: 1 month ago
A
আজিজুর রহমান
B
মাহমুদুর রহমান
C
নাসির আলী মামুন
D
রোকেয়া সুলতানা
একুশে পদক বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় বেসামরিক পুরস্কার, যা ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়। ২০২৫ সালে মোট ১৭ জন বিশিষ্ট ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানকে এই পদক প্রদান করা হয়েছে।
-
ক্রীড়া: বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।
-
গবেষণা: মঈদুল হাসান (মূলধারা ৭১ এর রচয়িতা)।
-
ভাষা ও সাহিত্য: শহীদুল জহির (মরণোত্তর) ও হেলাল হাফিজ (মরণোত্তর)।
-
সংস্কৃতি ও শিক্ষা: ড. শহীদুল আলম।
-
বিজ্ঞান ও প্রযুক্তি: মেহেদী হাসান খান, রিফাত নবী, মো. তানবিন ইসলাম সিয়াম ও শাবাব মুস্তাফা।
-
সাংবাদিকতা: মাহফুজ উল্লাহ (মরণোত্তর)।
-
সাংবাদিকতা ও মানবাধিকার: মাহমুদুর রহমান।
-
শিল্পকলা (চলচ্চিত্র): আজিজুর রহমান।
-
সংগীত: উস্তাদ নীরদ বরণ বড়ুয়া ও ফেরদৌস আরা।
-
আলোকচিত্র: নাসির আলী মামুন।
-
চিত্রকলা: রোকেয়া সুলতানা।
-
শিক্ষা: ড. নিয়াজ জামান।
-
সমাজসেবা: মোহাম্মদ ইউসুফ চৌধুরি।
0
Updated: 1 month ago
বাংলাদেশের কোন ব্যাংক সর্বপ্রথম গুগল পে কার্যক্রম চালু করে?
Created: 1 month ago
A
এবি ব্যাংক
B
সিটি ব্যাংক
C
প্রাইম ব্যাংক
D
ব্র্যাক ব্যাংক
গুগল পে হলো গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা, যা পূর্বে গুগল ওয়ালেট নামে পরিচিত ছিল।
-
বাংলাদেশে এই ডিজিটাল সেবা ২৪ জুন আনুষ্ঠানিকভাবে চালু করা হয়।
-
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এ সেবার উদ্বোধন করেন।
-
গুগল, মাস্টারকার্ড এবং ভিসার সহযোগিতায় সিটি ব্যাংক এই নগদবিহীন লেনদেন সেবা প্রদান করছে।
-
আপাতত গুগল পে সেবা সিটি ব্যাংকের গ্রাহকদের জন্য সীমাবদ্ধ, তবে ভবিষ্যতে অন্যান্য ব্যাংকও এতে যুক্ত হতে পারে।
উৎস:
0
Updated: 1 month ago
'ভিজিএফ' কোন মন্ত্রণালয়ের অধীন একটি ত্রাণ কর্মসূচি?
Created: 1 month ago
A
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
B
খাদ্য মন্ত্রণালয়
C
সমাজকল্যাণ মন্ত্রণালয়
D
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়
ভিজিএফ (VGF) হলো দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন একটি ত্রাণ ও মানবিক সহায়তা কর্মসূচি, যা দরিদ্র ও দুর্বল জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে পরিচালিত হয়।
VGF এর পূর্ণরূপ: Vulnerable Group Feeding
কর্মসূচির বাস্তবায়ন:
-
দুর্যোগকালীন, দুর্যোগ পরবর্তী ও কৃষি ক্ষেত্রে কর্মহীন সময়ের মানবিক সহায়তা প্রদান।
-
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মাধ্যমে দেশব্যাপী খাদ্য সহায়তা কার্যক্রম বাস্তবায়ন।
উদ্দেশ্য:
-
দরিদ্র ও দুঃস্থ জনগণের দুর্যোগ ঝুঁকি প্রশমন এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা।
-
শিশু ও পীড়িত জনগণের রোগ প্রতিরোধে সহায়তা।
-
মন্দার সময়ে কর্মহীন জনগণের মধ্যে খাদ্য সরবরাহ করা।
-
উপকারভোগীদের সাময়িক সহায়তার মাধ্যমে দারিদ্র্য হ্রাস এবং বিশেষ করে অতি দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখা।
উপকারভোগী:
-
ভূমিহীন ব্যক্তি, যাদের বসতভিটা ব্যতীত অন্য কোনো জমি নেই।
-
দরিদ্র ও অতি দরিদ্র পরিবার, যারা দৈনন্দিন দুই বেলা খাবার নিশ্চিত করতে অক্ষম।
-
প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার, যারা তীব্র খাদ্য ও অর্থ সংকটে রয়েছে।
-
বেকারত্বের কারণে খাদ্যসংকটের শিকার পরিবার।
-
বিশেষ পেশায় নিয়োজিত অতি দরিদ্র ব্যক্তি/পরিবার, যাদের জনস্বার্থে পেশা থেকে অব্যাহতি দেওয়া প্রয়োজন।
-
প্রাথমিক বিদ্যালয়গামী শিশুরা, যারা অপুষ্টিতে ভুগছে।
0
Updated: 1 month ago