১৯৫২ সালের ভাষা আন্দোলনের মাধ্যম কোন প্রতিষ্ঠানের জন্ম হয়?
A
চারুকলা ইন্সটিটিউট
B
বাংলা একাডেমী
C
আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট
D
বাংলাদেশ শিশু একাডেমি
উত্তরের বিবরণ
বাংলা একাডেমী বাংলা ভাষা সংক্রান্ত দেশের সর্ববৃহৎ গবেষণা প্রতিষ্ঠান।
-
এটি প্রতিষ্ঠিত হয় ১৩৬২ বঙ্গাব্দের ১৭ অগ্রহায়ণ (৩ ডিসেম্বর ১৯৫৫) ঢাকার বর্ধমান হাউসে।
-
বাংলা একাডেমীর জন্ম হয়েছে ১৯৫২ সালের ভাষা আন্দোলন এবং দেশের মুসলিম মধ্যবিত্তের জাগরণ ও আত্মপরিচয় বিকাশের প্রেরণায়।
-
১৯৪৮ সালের ৩১ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত পূর্ব-পাকিস্তান সাহিত্য সম্মেলনে শহীদুল্লাহ্ মূল সভাপতির অভিভাষণে একটি একাডেমি গড়ার কথা উল্লেখ করেন।
-
১৯৫৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথমবার বাংলা একাডেমী প্রতিষ্ঠার উদ্যোগ নেয়, কিন্তু তা ব্যর্থ হয়।
-
দ্বিতীয়বার যুক্তফ্রন্ট ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী আবু হোসেন সরকার ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর ঐতিহাসিক বর্ধমান হাউসে বাংলা একাডেমীর উদ্বোধন করেন।
-
এর মাধ্যমে বাংলা ভাষার মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলন বাস্তব রূপ পায়।
উৎস:
0
Updated: 1 month ago
বাংলাদেশ সর্বপ্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে?
Created: 1 month ago
A
জাতিসংঘ
B
কমনওয়েলথ
C
ইসলামী সম্মেলন সংস্থা
D
জোট নিরপেক্ষ আন্দোলন
১৯৭২ সালের ১৮ই এপ্রিল বাংলাদেশ কমনওয়েলথের সদস্যপদ লাভ করে, যা দেশের প্রথম আন্তর্জাতিক সংস্থা যোগদান হিসেবে গণ্য করা হয়।
-
স্বাধীনতা লাভের পর বাংলাদেশ ১৯৭২ সালের ১৮ এপ্রিল কমনওয়েলথে ৩৪তম দেশ হিসেবে যোগ দেয়।
-
এই সদস্যপদ ছিল বাংলাদেশর আন্তর্জাতিক প্রতিষ্ঠানে প্রথম পদচিহ্ন।
অন্য আন্তর্জাতিক সংস্থায় যোগদান:
-
জাতিসংঘ (UN): ১৭ সেপ্টেম্বর ১৯৭৪, ১৩৬তম সদস্য।
-
ইসলামী সম্মেলন সংস্থা (OIC): ১৯৭৪ সালের ফেব্রুয়ারি, লাহোর সম্মেলনে যোগদান।
-
জোট নিরপেক্ষ আন্দোলন (NAM): ১৯৭৩ সালে সদস্য পদ লাভ।
সূত্র:
0
Updated: 1 month ago
কোন মুঘল সম্রাটের শাসনামলে বাংলায় সুবাদারী শাসন প্রতিষ্ঠিত হয়?
Created: 1 month ago
A
সম্রাট আকবর
B
সম্রাট জাহাঙ্গীর
C
সম্রাট আওরঙ্গজেব
D
সম্রাট হুমায়ুন
ওয়েজ আর্নার্স স্কিম প্রবর্তিত হয় ১৯৭৪ সালে, যার লক্ষ্য হলো বিদেশে কর্মরত বাংলাদেশি নাগরিকদের অর্জিত আয় সরকারি চ্যানেলের মাধ্যমে দেশে প্রেরণের জন্য উৎসাহ প্রদান করা। এই সময় বৈদেশিক মুদ্রার মজুত থাকার কারণে আমদানিকারকদের বৈদেশিক মুদ্রার ছাড় হ্রাস পেয়েছিল, ফলে স্কিমটি কার্যকর হয়। স্কিমটির মাধ্যমে প্রবাসী শ্রমিকদের প্রেরিত অর্থ খোলা বাজার বিনিময় হারের কাছাকাছি হারে বিনিময় করার ব্যবস্থা করা হয়।
প্রবাসী কর্মীদের অবদানকে স্বীকৃতি দিতে এবং তাদের ও পরিবারের কল্যাণ নিশ্চিত করতে ১৯৯০ সালে “ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিল” গঠিত হয়, যা Emigration Ordinance-1982 এর ১৯(১) ধারার ক্ষমতাবলে পরিচালিত হয়। পরবর্তীতে, “ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড আইন, ২০১৮” এর মাধ্যমে এটি সংবিধিবদ্ধ সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড নামে কার্যক্রম পরিচালনা করে।
0
Updated: 1 month ago
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ চূড়ান্ত রিপোর্ট অনুযায়ী, চরম দারিদ্র্যের হার কত?
Created: 4 weeks ago
A
৫.৭%
B
৬.৫%
C
৪.৫%
D
৫.৬%
বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক ও সামাজিক সূচকের বিশ্লেষণ অনুযায়ী দেশটি ধীরে হলেও স্থিতিশীল প্রবৃদ্ধি ও উন্নতির দিকে অগ্রসর হচ্ছে।
-
জনসংখ্যা বৃদ্ধির হার: ১.৩৩%
-
জনসংখ্যার ঘনত্ব: ১,১৭১ জন প্রতি বর্গকিমি
-
রপ্তানি আয়: ৪০,৮৭৫ মিলিয়ন মার্কিন ডলার
-
সাক্ষরতার হার: ৭৭.৯%
-
জিডিপি'র (উৎপাদন মূল্য) প্রবৃদ্ধির হার: ৪.২২%
-
চরম দারিদ্র্যের হার: ৫.৬%
0
Updated: 4 weeks ago