A
এবি ব্যাংক
B
সিটি ব্যাংক
C
প্রাইম ব্যাংক
D
ব্র্যাক ব্যাংক
উত্তরের বিবরণ
গুগল পে হলো গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা, যা পূর্বে গুগল ওয়ালেট নামে পরিচিত ছিল।
-
বাংলাদেশে এই ডিজিটাল সেবা ২৪ জুন আনুষ্ঠানিকভাবে চালু করা হয়।
-
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এ সেবার উদ্বোধন করেন।
-
গুগল, মাস্টারকার্ড এবং ভিসার সহযোগিতায় সিটি ব্যাংক এই নগদবিহীন লেনদেন সেবা প্রদান করছে।
-
আপাতত গুগল পে সেবা সিটি ব্যাংকের গ্রাহকদের জন্য সীমাবদ্ধ, তবে ভবিষ্যতে অন্যান্য ব্যাংকও এতে যুক্ত হতে পারে।
উৎস:

0
Updated: 16 hours ago
“On Liberty”-গ্রন্থের লেখক কে?
Created: 6 days ago
A
জন স্টুয়ার্ট মিল
B
প্লেটো
C
বার্ট্রান্ড রাসেল
D
ম্যাকাইভার
John Stuart Mill
-
ইংরেজ দার্শনিক, অর্থনীতিবিদ এবং উপযোগবাদের (Utilitarianism) প্রবক্তা।
তার রচিত কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থ:
-
A System of Logic
-
Autobiography
-
Considerations on Representative Government
-
Essays on Some Unsettled Questions of Political Economy
-
Examination of Sir William Hamilton’s Philosophy
-
On Liberty
উৎস: ব্রিটানিকা।

0
Updated: 6 days ago
মুক্তিযুদ্ধের সময়ে 'হেমায়েত বাহিনী' কোন অঞ্চলে যুদ্ধ করে?
Created: 2 weeks ago
A
টাঙ্গাইল
B
মাগুরা
C
পাবনা
D
বরিশাল
বাংলাদেশ বিষয়াবলি
বাংলাদেশ বিষয়াবলী
মুক্তিযুদ্ধে সাত বীরশ্রেষ্ঠ
মুক্তিযুদ্ধের রণকৌশল
যুক্তফ্রন্ট
No subjects available.
আঞ্চলিক বাহিনী (মুক্তিযুদ্ধের সময়)
সেক্টর এলাকার বাইরে আঞ্চলিক পর্যায়ে গঠিত গুরুত্বপূর্ণ মুক্তিবাহিনী ও গেরিলা দলসমূহ:
বাহিনীর নাম | স্থান/অঞ্চল |
---|---|
কাদেরিয়া বাহিনী | টাঙ্গাইল |
আফসার ব্যাটালিয়ন | ভালুকা, ময়মনসিংহ |
বাতেন বাহিনী | টাঙ্গাইল |
হেমায়েত বাহিনী | গোপালগঞ্জ, বরিশাল |
হালিম বাহিনী | মানিকগঞ্জ |
আকবর বাহিনী | মাগুরা |
লতিফ মীর্জা বাহিনী | সিরাজগঞ্জ, পাবনা |
জিয়া বাহিনী | সুন্দরবন |
ঢাকার গেরিলা দল (‘ক্র্যাক প্লাটুন’) | ঢাকা শহর |
-
ঢাকার গেরিলা দল প্রধানত শহরের বড় বড় স্থাপনা, বিদ্যুৎ কেন্দ্র, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ব্যাংক ও টেলিভিশন ভবনে বোমা বিস্ফোরণ ঘটাত।
তথ্যসূত্র: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, অষ্টম শ্রেণি

0
Updated: 2 weeks ago
১৯৭৬ সালের স্থানীয় সরকার অধ্যাদেশে কয় স্তরবিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু হয়?
Created: 16 hours ago
A
তিন
B
দুই
C
চার
D
পাঁচ
বাংলাদেশে স্থানীয় সরকার ব্যবস্থা ১৯৭৬ সালে জেনারেল জিয়াউর রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার কর্তৃক জারি করা স্থানীয় সরকার অধ্যাদেশের মাধ্যমে পুনর্গঠিত হয়। এ অধ্যাদেশে গ্রামীণ অঞ্চলের স্থানীয় সরকার কাঠামো তিন ধরনের প্রতিষ্ঠান হিসেবে নির্ধারণ করা হয়।
-
গ্রামীণ স্থানীয় সরকারের তিনটি প্রতিষ্ঠান হলো— ইউনিয়ন পরিষদ, থানা পরিষদ এবং জেলা পরিষদ।
-
ইউনিয়ন পরিষদের গঠন ও কার্যাবলি মূলত ১৯৭৩ সালের রাষ্ট্রপতির ২২ নং অধ্যাদেশের অনুরূপভাবে রাখা হয়েছে।
-
ইউনিয়ন পরিষদের মেয়াদকাল পাঁচ বছর নির্ধারিত ছিল।
-
স্থানীয় সরকার অধ্যাদেশে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের যোগ্যতা, অপসারণ প্রক্রিয়া এবং কার্যক্রম পরিচালনার বিস্তারিত নিয়ম নির্ধারণ করা হয়েছে।
উৎস:

0
Updated: 16 hours ago