‘সি টু সামিট’ অভিযান সম্পন্ন করা বাংলাদেশি-
A
ইকরামুল হাসান শাকিল
B
এম এ মুহিত
C
বাবর আলী
D
সৌকত রেজা চৌধুরি
উত্তরের বিবরণ
ইকরামুল হাসান শাকিল বাংলাদেশের একজন প্রতিভাবান পর্বতারোহী, যিনি কক্সবাজার থেকে হেঁটে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয় করেছেন।
-
তিনি ৬ষ্ঠ বাংলাদেশি হিসেবে মাউন্ট এভারেস্টে পৌঁছেছেন।
-
তার এভারেস্ট জয় ২০২৫ সালের ১৯ মে সম্পন্ন হয়।
-
মাত্র ৯০ দিনের মধ্যে বাংলাদেশ, ভারত ও নেপাল অতিক্রম করে প্রায় ১,৩০০ কিলোমিটার পথ পাড়ি দেন এবং ২৯,০৩১ ফুট উচ্চতার এভারেস্ট চূড়া জয় করেন।
-
এই অভিযানের নাম দিয়েছেন ‘সি টু সামিট’, যার অর্থ সমুদ্র থেকে শৃঙ্গ।
-
শাকিলের ‘সি টু সামিট’ অভিযান শুরু হয় ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, কক্সবাজার থেকে।
-
এ অভিযানে তিনি সবচেয়ে কম সময়ে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার রেকর্ডও গড়েছেন।
উৎস:
0
Updated: 1 month ago
কতজন নারীকে 'জুলাই কন্যা অ্যাওয়ার্ড-২০২৫' প্রদান করা হয়?
Created: 1 month ago
A
২২ জন
B
৭৬ জন
C
৮৮ জন
D
১০০ জন
জুলাই কন্যা অ্যাওয়ার্ড ২০২৫
-
সম্মাননা প্রদান: জুলাই গণ–অভ্যুত্থানে অংশ নেওয়া ১০০ জন নারী ও শহীদ পরিবারের সদস্যদের হাতে "জুলাই কন্যা অ্যাওয়ার্ড ২০২৫" তুলে দেওয়া হয়।
-
তারিখ ও স্থান: ৮ আগস্ট ২০২৫, কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তন।
-
আয়োজক: জুলাই কন্যা ফাউন্ডেশন।
-
সভাপতি: অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি জান্নাতুন নাঈম প্রমী।
-
অনুষ্ঠানের বৈশিষ্ট্য:
-
নির্বাচিত ১০০ নারীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
-
তাদের জীবন ও কর্মভিত্তিক সাফল্যের গল্প শ্রোতাদের সামনে উপস্থাপন করা হয়, যাতে অন্য নারীরা অনুপ্রাণিত হতে পারেন।
-
উৎস: প্রথম আলো
0
Updated: 1 month ago
বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে অপ্রচলিত বাজারে শীর্ষে কোন দেশ? [আগস্ট, ২০২৫]
Created: 4 weeks ago
A
কানাডা
B
নরওয়ে
C
জাপান
D
অস্ট্রেলিয়া
বাংলাদেশের তৈরি পোশাক শিল্প রপ্তানিতে অপ্রচলিত বাজারগুলোর মধ্যে জাপান শীর্ষে অবস্থান করছে এবং সম্প্রতি উল্লেখযোগ্য প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে।
-
শীর্ষ অপ্রচলিত বাজার: জাপান
-
চলতি অর্থবছরের মে পর্যন্ত ১১ মাসে জাপানে রপ্তানি আয়: ১১২ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের চেয়ে ১০.৩২% বেশি
-
দ্বিতীয় অবস্থান অপ্রচলিত বাজারে: অস্ট্রেলিয়া
-
তৃতীয় অবস্থান অপ্রচলিত বাজারে: রাশিয়া
0
Updated: 4 weeks ago
তমদ্দুন মজলিশের প্রতিষ্ঠাকালে সাধারণ সম্পাদক ছিলেন —
Created: 1 month ago
A
অধ্যাপক এ.এস.এম. নূরুল হক ভূঁইয়া
B
অধ্যাপক আবুল কাশেম
C
দেওয়ান মোহাম্মদ আজরফ
D
হাসান ইকবাল
তমদ্দুন মজলিশ হলো একটি ইসলামী আদর্শাশ্রয়ী সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন, যা দেশে ইসলামী আদর্শ ও ভাবধারা সমুন্নত করার উদ্দেশ্যে গঠিত হয়।
-
সংগঠনটি ভারত বিভাগের অব্যবহিত পরেই ঢাকায় প্রতিষ্ঠিত হয়।
-
প্রতিষ্ঠা: ১৯৪৭ সালের ১ সেপ্টেম্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাশেম-এর উদ্যোগে
-
প্রারম্ভিক নাম: পাকিস্তান তমদ্দুন মজলিশ
-
প্রতিষ্ঠায় অধ্যাপক আবুল কাশেমের অগ্রণী সহযোগীদের মধ্যে ছিলেন: দেওয়ান মোহাম্মদ আজরফ, অধ্যাপক এ.এস.এম নূরুল হক ভূঁইয়া, শাহেদ আলী, আবদুল গফুর, বদরুদ্দীন উমর, হাসান ইকবাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতিপয় সিনিয়র ছাত্র।
-
প্রফেসর আবুল কাশেম ছিলেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক।
-
দেওয়ান মোহাম্মদ আজরফ ১৯৪৯ সালে মজলিশের সভাপতি নির্বাচিত হন।
সূত্র:
0
Updated: 1 month ago