‘সি টু সামিট’ অভিযান সম্পন্ন করা বাংলাদেশি-
A
ইকরামুল হাসান শাকিল
B
এম এ মুহিত
C
বাবর আলী
D
সৌকত রেজা চৌধুরি
উত্তরের বিবরণ
ইকরামুল হাসান শাকিল বাংলাদেশের একজন প্রতিভাবান পর্বতারোহী, যিনি কক্সবাজার থেকে হেঁটে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয় করেছেন।
-
তিনি ৬ষ্ঠ বাংলাদেশি হিসেবে মাউন্ট এভারেস্টে পৌঁছেছেন।
-
তার এভারেস্ট জয় ২০২৫ সালের ১৯ মে সম্পন্ন হয়।
-
মাত্র ৯০ দিনের মধ্যে বাংলাদেশ, ভারত ও নেপাল অতিক্রম করে প্রায় ১,৩০০ কিলোমিটার পথ পাড়ি দেন এবং ২৯,০৩১ ফুট উচ্চতার এভারেস্ট চূড়া জয় করেন।
-
এই অভিযানের নাম দিয়েছেন ‘সি টু সামিট’, যার অর্থ সমুদ্র থেকে শৃঙ্গ।
-
শাকিলের ‘সি টু সামিট’ অভিযান শুরু হয় ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, কক্সবাজার থেকে।
-
এ অভিযানে তিনি সবচেয়ে কম সময়ে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার রেকর্ডও গড়েছেন।
উৎস:
0
Updated: 1 month ago
২০২৫-২৬ অর্থবছরের বাজেটে উন্নয়ন খাতে সর্বোচ্চ বরাদ্দ খাত-
Created: 1 month ago
A
বিদ্যুৎ ও জ্বালানি খাত
B
শিক্ষা
C
পরিবহণ ও যোগাযোগ
D
স্বাস্থ্যে খাত
২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুযায়ী উন্নয়ন খাতের বরাদ্দ:
-
পরিবহণ ও যোগাযোগ খাত: ৫৮,৯৭৩ কোটি ৩৯ লাখ টাকা
-
বিদ্যুৎ ও জ্বালানি খাত: ৩২,৩৯২ কোটি ২৬ লাখ টাকা
-
শিক্ষা খাত: ২৮,৫৫৭ কোটি টাকা
-
গৃহায়ন ও কমিউনিটি সুবিধাবলী খাত: ২২,৭৭৬ কোটি ৪০ লাখ টাকা
-
স্বাস্থ্য খাত: ১৮,১৪৮ কোটি ১৪ লাখ টাকা
মুখ্য তথ্য: উন্নয়ন খাতে সর্বোচ্চ বরাদ্দ পরিবহণ ও যোগাযোগ খাতকে দেওয়া হয়েছে।
0
Updated: 4 weeks ago
একক দেশ হিসেবে, তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ বিশ্বে কততম? [ আগস্ট, ২০২৫]
Created: 4 weeks ago
A
প্রথম
B
দ্বিতীয়
C
তৃতীয়
D
চতুর্থ
বিশ্ববাজারে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হলেও সাম্প্রতিক সময়ে কিছু পরিবর্তন লক্ষ্য করা গেছে।
-
একক দেশ হিসেবে বাংলাদেশ রপ্তানিতে দ্বিতীয় অবস্থানে রয়েছে
-
বাংলাদেশের বাজার হিস্যা ০.৪৮ শতাংশীয় পয়েন্ট কমেছে
-
তৃতীয় অবস্থানে আছে ভিয়েতনাম
-
শীর্ষ অবস্থানে রয়েছে চীন, যার বাজার হিস্যা ২ শতাংশীয় পয়েন্ট কমেছে
0
Updated: 4 weeks ago
কত সালে বঙ্গভঙ্গ হয়?
Created: 1 month ago
A
১৯০৩ সালে
B
১৯০৫ সালে
C
১৯০৯ সালে
D
১৯১১ সালে
১৯০৫ সালে লর্ড কার্জন প্রশাসনিক কারণ দেখিয়ে বাংলাকে দুটি প্রদেশে বিভক্ত করেন, যা ইতিহাসে বঙ্গভঙ্গ নামে পরিচিত।
বঙ্গভঙ্গ:
-
১৯০৫ সালের ১৬ অক্টোবর ভারতের গভর্নর লর্ড কার্জন বাংলাকে ভাগ করেন। এই বিভাজনকে ইতিহাসে বঙ্গভঙ্গ বলা হয়।
-
বাংলার মুসলমানরা নবাব সলিমুল্লাহর নেতৃত্বে বঙ্গভঙ্গকে স্বাগত জানায়।
-
অন্যদিকে, হিন্দু সম্প্রদায়ের মধ্যে তীব্র বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়।
-
ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে হিন্দু সম্প্রদায় বঙ্গভঙ্গের বিরুদ্ধে সুদৃঢ় ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলে।
-
রাজা পঞ্চম জর্জ ভারত সফরে এসে দিল্লির দরবারে বঙ্গভঙ্গ রদ করার ঘোষণা দেন।
-
বঙ্গভঙ্গ রদের পর হিন্দু সম্প্রদায় খুশি, কিন্তু মুসলমান সম্প্রদায় মর্মাহত ও হতাশ হয়।
-
অবশেষে ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ করা হয়।
সূত্র:
0
Updated: 1 month ago