ড. মুহাম্মদ ইউনুস কোন সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন?
A
২০০৬ সালে
B
২০০৩ সালে
C
২০০৪ সালে
D
২০০৫ সালে
উত্তরের বিবরণ
ড. মুহাম্মদ ইউনুস একজন বাংলাদেশী নোবেল বিজয়ী ব্যাংকার ও অর্থনীতিবিদ, যিনি ক্ষুদ্রঋণ (Microcredit) এবং 'সামাজিক ব্যবসা' ধারণার প্রবর্তক হিসেবে বিশ্বজুড়ে পরিচিত।
-
ড. মুহাম্মদ ইউনুস ১৯৪০ সালে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
-
তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক হিসেবে কাজ করেছেন।
-
অধ্যাপক ইউনুস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা।
-
মুহাম্মদ ইউনুস ও তাঁর প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। তিনি দক্ষিণ এশিয়ার মধ্যে শান্তিতে নোবেল প্রাপ্ত দ্বিতীয় ব্যক্তি।
-
তিনি বিশ্ব খাদ্য পুরস্কারও অর্জন করেছেন।
আত্মজীবনীমূলক গ্রন্থ:
-
'দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে'
-
'Banker to the Poor'
তাঁর অন্যান্য রচিত বই:
-
A World of Three Zeros
-
Creating a World of Unlimited Potential
-
Without Poverty
-
Super Happiness
উৎস:
0
Updated: 1 month ago
'ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ড আইন' কত সালে জাতীয় সংসদে পাস হয়?
Created: 3 weeks ago
A
২০১৬ সালে
B
২০১৭ সালে
C
২০১৮ সালে
D
২০১৯ সালে
ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ড ওয়েবসাইট।
0
Updated: 3 weeks ago
২০২৫ সালে কতজন ব্যক্তিকে একুশে পদক দেওয়া হয়?
Created: 1 month ago
A
১৯ জন
B
১৭ জন
C
১৫ জন
D
১২ জন
একুশে পদক বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা, যা ভাষা আন্দোলনের স্মৃতিকে ধারণ করে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য প্রদান করা হয়। ২০২৫ সালে মোট ১৭ জন বিশিষ্ট ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানকে এই পদকে ভূষিত করা হয়েছে।
-
ক্রীড়া: বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল
-
গবেষণা: মঈদুল হাসান (মূলধারা ৭১-এর রচয়িতা)
-
ভাষা ও সাহিত্য: শহীদুল জহির (মরণোত্তর), হেলাল হাফিজ (মরণোত্তর)
-
সংস্কৃতি ও শিক্ষা: ড. শহীদুল আলম
-
বিজ্ঞান ও প্রযুক্তি: মেহেদী হাসান খান, রিফাত নবী, মো. তানবিন ইসলাম সিয়াম, শাবাব মুস্তাফা
-
সাংবাদিকতা: মাহফুজ উল্লা (মরণোত্তর)
-
সাংবাদিকতা ও মানবাধিকার: মাহমুদুর রহমান
-
শিল্পকলার চলচ্চিত্র: আজিজুর রহমান
-
সংগীত: উস্তাদ নীরদ বরণ বড়ুয়া, ফেরদৌস আরা
-
আলোকচিত্র: নাসির আলী মামুন
-
চিত্রকলা: রোকেয়া সুলতানা
-
শিক্ষা: ড. নিয়াজ জামান
-
সমাজসেবা: মোহাম্মদ ইউসুফ চৌধুরি
উৎস:
0
Updated: 1 month ago
’ফোকেটিং’ কোন দেশের আইনসভা?
Created: 1 month ago
A
সুইডেন
B
ডেনমার্ক
C
আফগানিস্তান
D
আইসল্যান্ড
বিভিন্ন দেশের আইনসভার নাম:
-
ডেনমার্ক: ফোকেটিং (Folketing)।
-
আফগানিস্তান: লয়াজিরগা (Loya Jirga)।
-
নেপাল: ফেডারেল পার্লামেন্ট (Federal Parliament)।
-
সুইডেন: রিক্সড্যাগ (Riksdag)।
-
আইসল্যান্ড: আলথিং (Althing)।
-
ফিনল্যান্ড: এডুসকুন্ডা (Eduskunta)।
-
ইসরায়েল: নেসেট (Knesset)।
উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।
0
Updated: 1 month ago