A
নওঁগা
B
চাঁপাইনবাবগঞ্জ
C
বাগেরহাট
D
নাটোর
উত্তরের বিবরণ
ছোট সোনামসজিদকে প্রায়শই ‘সুলতানি স্থাপত্যের রত্ন’ হিসেবে আখ্যায়িত করা হয়। এটি চাঁপাইনবাবগঞ্জের ইতিহাস ও স্থাপত্যশৈলীর গুরুত্বপূর্ণ নিদর্শন।
-
প্রধান প্রবেশপথের উপরিভাগে একটি শিলালিপি আছে, যার মাধ্যমে জানা যায় মসজিদটি মজলিস-ই-মাজালিস মজলিস মনসুর ওয়ালী মুহম্মদ বিন আলী কর্তৃক নির্মিত। শিলালিপিতে সঠিক নির্মাণ তারিখের অক্ষরগুলো মুছে গেছে।
-
শিলালিপিতে সুলতান আলাউদ্দিন হোসেন শাহ-এর নামের উল্লেখ থাকায় বোঝা যায় এটি তাঁর রাজত্বকালের (১৪৯৪-১৫১৯) কোনো এক সময় নির্মিত।
-
মসজিদটি বিশাল এক দিঘির দক্ষিণপাড়ের পশ্চিম অংশে অবস্থিত।
-
মসজিদের কিছু দূর পশ্চিমে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক নির্মিত আধুনিক দ্বিতল গেষ্ট হাউস রয়েছে।
-
গেষ্ট হাউস ও মসজিদের মধ্য দিয়ে উত্তর-দক্ষিণে একটি রাস্তা গেছে, যা মনে হয় প্রাচীনকালের কোতোয়ালী দরওয়াজা হয়ে দক্ষিণের শহরতলীর সঙ্গে গৌড়-লখনৌতের মূল শহরকে সংযুক্ত করত।
-
ছোট সোনামসজিদ শাহবাজপুর ইউনিয়ন, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ-এ অবস্থিত।
উৎস:

0
Updated: 16 hours ago
সম্প্রতি অনুষ্ঠিত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর যৌথ মহড়ার নাম কী? [আগস্ট, ২০২৫]
Created: 4 days ago
A
রোয়ারিং টাইগার ২০২৫
B
টাইগার লাইটনিং ২০২৫
C
প্যাসিফিক ব্লু অ্যাঞ্জেল ২০২৫
D
রোয়ার লাইটনিং ২০২৫
টাইগার লাইটনিং-২০২৫
-
পরিচিতি:
বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডের ছয় দিনব্যাপী যৌথ সামরিক মহড়ার নাম ‘টাইগার লাইটনিং-২০২৫’। -
সময় ও স্থান:
এই মহড়া অনুষ্ঠিত হয় ২৫–৩০ জুলাই ২০২৫। -
তত্ত্বাবধান:
বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড ও যুক্তরাষ্ট্রের নেভাডা ন্যাশনাল গার্ড যৌথভাবে তত্ত্বাবধান করে। -
অংশগ্রহণকারী:
-
বাংলাদেশ সেনাবাহিনী: ১০০ জন সদস্য (প্যারা কমান্ডো ব্রিগেড)।
-
যুক্তরাষ্ট্র: ৬৬ জন সদস্য (নেভাডা ন্যাশনাল গার্ড)।
-
উদ্দেশ্য ও গুরুত্ব
-
আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা রক্ষা, সন্ত্রাস দমন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং মানবিক সহায়তা বিষয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান সহযোগিতাকে আরও শক্তিশালী করা।
-
প্রাকৃতিক দুর্যোগসহ যেকোনো বৈশ্বিক হুমকি মোকাবিলায় যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত।
-
পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, কৌশলগত যৌথ আভিযানিক সক্ষমতা উন্নয়ন এবং সামরিক প্রস্তুতি জোরদার করাই এই মহড়ার মূল লক্ষ্য।
উৎস: প্রথম আলো

0
Updated: 4 days ago
মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র 'আগুনের পরশমণি' এর পরিচালক কে?
Created: 5 days ago
A
মোরশেদুল ইসলাম
B
গিয়াস উদ্দিন আহম্মেদ
C
হুমায়ূন আহমেদ
D
জহির রায়হান
আগুনের পরশমণি:
- মুক্তিযুদ্ধের ওপর ভিত্তি করে যে চলচ্চিত্রগুলো নির্মিত হয়েছে, তার মধ্যে অন্যতম ‘আগুনের পরশমণি’।
- চিত্রনাট্য ও পরিচালনা: হুমায়ূন আহমেদ।
- নির্মিত হয়: ১৯৯৪ সালে।
- মুক্তি পায়: ১৯৯৫ সালে।
- মুক্তিযুদ্ধের সময় অবরুদ্ধ ঢাকায় মুক্তিবাহিনীর অভিযান আর মধ্যবিত্ত একটি পরিবারের সংকট ছবিটিতে তুলে ধরেছেন। এ ছবিতে অভিনয় করেছেন আসাদুজ্জামান নূর, বিপাশা হায়াত, ডলি জহুর ও আরো অনেকে।
- আগুনের পরশমণি চলচ্চিত্রটি ৮টি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে।
- শাখাগুলো হচ্ছে-
• শ্রেষ্ঠ চলচ্চিত্র (প্রযোজক হুমায়ূন আহমেদ),
• শ্রেষ্ঠ কাহিনীকার (হুমায়ূন আহমেদ),
• শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা (হুমায়ূন আহমেদ),
• শ্রেষ্ঠ অভিনেত্রী (বিপাশা হায়াত),
• শ্রেষ্ঠ সংগীত পরিচালক (সত্য সাহা),
• শ্রেষ্ঠ শব্দ গ্রাহক (মফিজুল হক),
• শ্রেষ্ঠ শিশুশিল্পী (শিলা আহমেদ),
• শিশুশিল্পী শাখায় বিশেষ পুরস্কার (হোসনে আরা পুতুল)।

0
Updated: 5 days ago
বরেন্দ্র গবেষণা জাদুঘর কোথায় অবস্থিত?
Created: 2 days ago
A
ঢাকা
B
বগুড়া
C
চট্টগ্রাম
D
রাজশাহী
বরেন্দ্র গবেষণা জাদুঘর
-
বরেন্দ্র গবেষণা জাদুঘর রাজশাহী শহরে স্থাপিত বাংলাদেশের প্রথম জাদুঘর।
-
প্রতিষ্ঠা করেন রাজশাহী কলেজিয়েট স্কুলের শিক্ষক রমাপ্রসাদ চন্দ্র এর প্রচেষ্টায়, ১৯১০ সালে।
-
১৯১৩ খ্রিস্টাব্দের ১৩ নভেম্বর, বাংলার তৎকালীন গভর্নর কারমাইকেল জাদুঘরটি উদ্বোধন করেন।
-
জাদুঘরের সংগ্রহ সংখ্যা ৯,০০০-এরও অধিক, যার মধ্যে হাজার বছর আগের সিন্ধু সভ্যতার নিদর্শন রয়েছে।
-
গুরুত্বপূর্ণ সংগ্রহ:
-
মোঘল আমলের রৌপ্র মুদ্রা
-
গুপ্ত সম্রাট চন্দ্রগুপ্তের গোলাকার স্বর্ণমুদ্রা
-
সম্রাট শাহজাহানের গোলাকার রৌপ্য মুদ্রা
-
-
এখানে প্রায় ৫,০০০ পুঁথি রয়েছে, যার মধ্যে ৩,৬৪৬টি সংস্কৃত এবং বাকিগুলো বাংলায় রচিত।
-
বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয় জাদুঘরটি পরিচালনা করে থাকে।

0
Updated: 2 days ago