অংশগুলি জোড়া দিলে কোন চিত্র হবে?
A
B

C

D

উত্তরের বিবরণ
অংশগুলি জোড়া দিলে অপশন খ এর চিত্র অনুরুপ।

0
Updated: 1 month ago
একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ১২ সে.মি. হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?
Created: 1 month ago
A
২৫ বর্গ সে.মি.
B
৩২ বর্গ সে.মি.
C
৩৬ বর্গ সে.মি.
D
৪৮ বর্গ সে.মি.
প্রশ্ন: একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ১২ সে.মি. হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?
সমাধান:
ধরি,
সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের সমান বাহু সমান = ক
পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী,
অতিভুজ২ = ভূমি২ + লম্ব২
⇒ ১২২ = ক২ + ক২
⇒ ১৪৪ = ২ক২
⇒ ক২ = ১৪৪/২
⇒ ক২ = ৭২
⇒ ক = √৭২ = √(৩৬ × ২)
⇒ ক = ৬√২
∴ ত্রিভুজের ক্ষেত্রফল = (১/২) × ভূমি × উচ্চতা
= (১/২) × ৬√২ × ৬√২
= ৩৬ বর্গ সে.মি.
বিকল্প:
সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল,
= (১/৪) × (অতিভুজ)২ = (১/৪) × (১২)২ = (১/৪) × ১৪৪ = ৩৬ বর্গ সে.মি.
0
Updated: 1 month ago
2x - 3y + 4 = 0 সরলরেখাটির ঢাল কত?
Created: 1 month ago
A
1/2
B
1/3
C
2/3
D
- 3
প্রশ্ন: 2x - 3y + 4 = 0 সরলরেখাটির ঢাল কত?
সমাধান:
আমরা জানি,
y = mx + c দ্বারা সরলরেখা বুঝায়। যার ঢাল m এবং y অক্ষের ছেদাংশ c.
এখন,
2x - 3y + 4 = 0
বা, 3y = 2x + 4
বা, y = (2/3)x + 4/3
সমীকরণটিকে y = mx + c এর সাথে তুলনা করে পাই,
m = 2/3
∴ প্রদত্ত রেখার ঢাল 2/3
0
Updated: 1 month ago
(5n+2 + 35 × 5n-1)/(8 × 5n) এর মান কত?
Created: 1 month ago
A
8
B
6
C
4
D
9
(5n+2 + 35 × 5n-1)/(8 × 5n)
= (5n. 52 + 7 × 5 × 5n - 1)/(8 × 5n)
= (5n. 25 + 7 × 51 + n - 1)/(8 × 5n)
= (5n. 25 + 7 × 5n)/(8 × 5n)
= 5n(25 + 7)/(8 × 5n)
= 32/8
= 4
0
Updated: 1 month ago

