১৯৭৬ সালের স্থানীয় সরকার অধ্যাদেশে কয় স্তরবিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু হয়?
A
তিন
B
দুই
C
চার
D
পাঁচ
উত্তরের বিবরণ
বাংলাদেশে স্থানীয় সরকার ব্যবস্থা ১৯৭৬ সালে জেনারেল জিয়াউর রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার কর্তৃক জারি করা স্থানীয় সরকার অধ্যাদেশের মাধ্যমে পুনর্গঠিত হয়। এ অধ্যাদেশে গ্রামীণ অঞ্চলের স্থানীয় সরকার কাঠামো তিন ধরনের প্রতিষ্ঠান হিসেবে নির্ধারণ করা হয়।
-
গ্রামীণ স্থানীয় সরকারের তিনটি প্রতিষ্ঠান হলো— ইউনিয়ন পরিষদ, থানা পরিষদ এবং জেলা পরিষদ।
-
ইউনিয়ন পরিষদের গঠন ও কার্যাবলি মূলত ১৯৭৩ সালের রাষ্ট্রপতির ২২ নং অধ্যাদেশের অনুরূপভাবে রাখা হয়েছে।
-
ইউনিয়ন পরিষদের মেয়াদকাল পাঁচ বছর নির্ধারিত ছিল।
-
স্থানীয় সরকার অধ্যাদেশে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের যোগ্যতা, অপসারণ প্রক্রিয়া এবং কার্যক্রম পরিচালনার বিস্তারিত নিয়ম নির্ধারণ করা হয়েছে।
উৎস:
0
Updated: 1 month ago
BADC এর প্রধান কাজ কী?
Created: 3 weeks ago
A
কৃষি গবেষণায় নেতৃত্ব প্রদান
B
সেচ প্রকল্প বাস্তবায়ন
C
কৃষি উপকরণ সরবরাহ
D
কৃষি ঋণ বিতরণ
বাংলাদেশের প্রধান সরকারি বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান হলো বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (BADC)। এটি কৃষি উপকরণ সরবরাহের দায়িত্বে নিয়োজিত সরকারি সংস্থা।
-
মূল কার্যক্রম:
-
বিভিন্ন ফসলের উন্নতমানের বীজ উৎপাদন, সংরক্ষণ ও সরবরাহ
-
সেচ ব্যবস্থার উন্নয়ন
-
কৃষক পর্যায়ে মানসম্মত সার সরবরাহ
-
-
প্রতিষ্ঠা ও ইতিহাস: ১৯৬১ সালে প্রতিষ্ঠিত পূর্ব পাকিস্তান কৃষি উন্নয়ন কর্পোরেশন দেশ স্বাধীন হওয়ার পর BADC নামধারণ করে
-
প্রধান কার্যালয়: ঢাকার মতিঝিল
0
Updated: 3 weeks ago
বাংলাদেশের জাতীয় সংসদের ১নং সংসদীয় আসন কোন জেলায় অবস্থিত?
Created: 1 month ago
A
পঞ্চগড়-১
B
গাইবান্ধা-১
C
নড়াইল-১
D
রংপুর-১
বাংলাদেশের জাতীয় সংসদের আসনসংক্রান্ত তথ্য
-
মোট আসন: ৩৫০ টি
-
প্রত্যক্ষ ভোটে নির্বাচিত আসন: ৩০০ টি
-
মহিলাদের জন্য সংরক্ষিত আসন: ৫০ টি
-
-
১নং আসন: পঞ্চগড়-১
-
বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি: প্রতিটি জেলায় মাত্র একটি সংসদীয় আসন
-
৩০০নং আসন: বান্দরবান
-
0
Updated: 1 month ago
নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ হন কে?
Created: 1 month ago
A
শহিদ জামিল
B
শহিদ নূর হোসেন
C
শহিদ আসাদ
D
শহিদ মোস্তফা
নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ আন্দোলন।
-
জেনারেল এরশাদের শাসনকাল ছিল ৯ বছর।
-
১৯৯০ সালে, উত্তাল ও রক্তাক্ত সপ্তাহে সেনাবাহিনী ও পুলিশের হাতে ৭০ জনের বেশি মানুষ নিহত হন।
-
নূর হোসেন এই আন্দোলনের একজন শহিদ।
-
নূর হোসেনের শহিদত্বের তিন বছর আগে ১৯৮৭ সালে এক গণআন্দোলন কঠোরভাবে দমন করা হয়।
-
১৯৮৭ সালের ১০ নভেম্বর, গণতন্ত্রের দাবিতে বুকে-পিঠে শ্লোগান লিখে রাস্তায় নামা নূর হোসেন পুলিশের গুলিতে শহিদ হন।
-
তাঁর লেখা শ্লোগান ছিল:
-
বুকে: "স্বৈরাচার নীপাত যাক"
-
পিঠে: "গণতন্ত্র মুক্তি পাক"
-
-
১৯৯০ সালের ৬ ডিসেম্বর, তীব্র গণআন্দোলনের ফলে জেনারেল এরশাদের ৯ বছরের শাসন শেষ হয়।
0
Updated: 4 weeks ago