মহিলা সংরক্ষিত আসনের সদস্যরা কীভাবে নির্বাচিত হন?


A

সরাসরি ভোটে


B

রাষ্ট্রপতির নিয়োগে


C

সাধারণ আসনে নির্বাচিত সদস্যদের ভোটে


D

নির্বাচনী বোর্ডের সিদ্ধান্তে


উত্তরের বিবরণ

img

বাংলাদেশ সরকারের তিনটি বিভাগের মধ্যে অন্যতম হলো আইনসভা, যার নাম জাতীয় সংসদ। এটি এককক্ষবিশিষ্ট একটি সংসদ এবং দেশের সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান।

  • জাতীয় সংসদের মোট সদস্য সংখ্যা ৩৫০ জন

  • এর মধ্যে ৩০০ জন জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন।

  • অবশিষ্ট ৫০টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত

  • বাংলাদেশকে মোট ৩০০টি নির্বাচনী এলাকায় ভাগ করা হয়েছে।

  • প্রতিটি নির্বাচনী এলাকা থেকে নাগরিকদের প্রত্যক্ষ ভোটে একজন সংসদ সদস্য নির্বাচিত হন।

  • সংরক্ষিত নারী আসনের সদস্যরা বিভিন্ন দলের প্রাপ্ত আসন সংখ্যার আনুপাতিক হারে নির্বাচিত হন, তবে তাদের নির্বাচন হয় সাধারণ আসনে নির্বাচিত সংসদ সদস্যদের ভোটে।

  • মহিলা সদস্যরা চাইলে সরাসরি ৩০০ আসনের যেকোনো আসনে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হতে পারেন।

  • সংসদে একজন স্পিকার ও একজন ডেপুটি স্পিকার থাকেন, যাঁরা সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হন।

  • সংসদের মেয়াদ পাঁচ বছর, তবে এর আগেও রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদ ভেঙে দিতে পারেন।

  • সংসদের একটি অধিবেশন শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বান করতে হয়।

  • সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য ন্যূনতম ৬০ জন সদস্যের উপস্থিতি কোরাম হিসেবে গণ্য হয়।

  • প্রধানমন্ত্রী সাধারণত সংসদের নেতা হিসেবে দায়িত্ব পালন করেন।

  • নির্বাচনে আসন সংখ্যার দিক দিয়ে দ্বিতীয় স্থান অর্জনকারী দলের প্রধানকে বিরোধী দলের নেতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

উৎস: 

Unfavorite

0

Updated: 1 month ago

Related MCQ

সংসদ-কক্ষের সামনের দিকের আসনগুলোকে কী বলা হয়?

Created: 1 month ago

A

ব্যাকবেঞ্চ

B

স্পিকার বেঞ্চ

C

ট্রেজারি বেঞ্চ

D

লবি বেঞ্চ

Unfavorite

0

Updated: 1 month ago

IMF-এর Special Drawing Rights (SDR)-এর মূল্য কয়টি প্রধান মুদ্রার উপর নির্ভর করে? 

Created: 1 month ago

A

২টি

B

৩টি

C

৪টি

D

৫টি

Unfavorite

0

Updated: 1 month ago

 "সকল ক্ষমতার মালিক জনগণ" - এই নীতি কোন অনুচ্ছেদে বর্ণিত?

Created: 1 month ago

A

অনুচ্ছেদ ৬

B

অনুচ্ছেদ ৭

C

অনুচ্ছেদ ৮

D

অনুচ্ছেদ ৯

Unfavorite

0

Updated: 1 month ago

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD